শব্দ বাজির জের! কেরলের মন্দিরে তান্ডব চালল হাতি, পদপিষ্ট হয়ে মৃত ৩, আহত ৩০
যেখানে আনারসের মধ্যে বিস্ফোরক ঢুকিয়ে খাইয়ে মেরে ফেলা হয়েছিল এক গর্ভবতী হাতিকে, সেই কেরলেই এবার হাতির আক্রমণ। যদিও এর পিছনেও অবশ্য দায়ী মানুষ। আর যার জেরে অবশ্য প্রাণ গেল মানুষেরই।
ঘটনা কী? বৃহস্পতিবার সন্ধ্যায় মন্দির চত্বরে বাজি ফাটাচ্ছিলেন বেশ কয়েকজন পুণ্যার্থী। দেদার চলছিল শব্দবাজিও ফাটানো। সেই সময় ওই মন্দিরচত্বরেই ছিল দু’টি হাতি। আর এই বাজির শব্দেই ভয় পেয়ে যায় দুই হাতি। এই ঘটনাটি ঘটেছে মনকুলঙ্গারা মন্দিরে।
সন্ধ্যা ৬টা নাগাদ সন্ধ্যারতি চলাকালীন এই ঘটনা ঘটে। শব্দবাজি ফাটানোর জেরে দারুণ ভয় পেয়ে যায় হাতি দু’টি। ভয়ে ছোটাছুটি করতে শুরু করে তারা। আর হাতির ভয়ে পুণ্যার্থীরাও ছোটাছুটি শুরু করে দেয়। হাতি দু’টিকে মন্দির চত্বরে ছুটতে দেখে পুণ্যার্থীরাও তখন মন্দির ছেড়ে বাইরে বেরোনোর চেষ্টা করতে থাকেন। আর তখনই পদপিষ্টের মতো ঘটনাটি ঘটে যায়।
শুধু তাই নয়, হাতির ছোটাছুটিতে ভেঙে যায় মন্দিরের পাঁচিল। আর তার নীচে চাপা পড়ে যান কয়েক জন পুণ্যার্থী। এই ঘটনায় তিন জনের মৃত্যু হয়। কেন ওই মন্দিরে হাতি দু’টিকে রাখা হয়েছিল, তা নিয়েও প্রশ্ন উঠছে। মন্দির কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে কিনা, কিংবা বাজি পোড়ানোর আগে পুন্যার্থীরা অনুমতি নিয়েছিলেন কিনা সবদিক খতিয়ে দেখা হচ্ছে।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৬ই মার্চ, রবিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী কেমন কাটবে আজ…
প্রীতি পোদ্দার, কলকাতা: প্রতিটা মন্দিরেই বিগ্রহের পাশাপাশি মন্দিরে মন্দিরে প্রণামী বাক্স থাকে। কিন্তু দর্শনার্থী, ভক্তেরা…
আপনি যদি জিও ব্যবহারকারী হন এবং একটি সাশ্রয়ী মূল্যের পরিকল্পনার সন্ধানে থাকেন, তাহলে একটি দুর্দান্ত…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনি কি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে যোগ দিতে চান? তাহলে আপনার জন্য…
ভারতে এবার উচ্চগতির ইন্টারনেট পরিষেবার যুগ শুরু হতে চলেছে। এলন মাস্কের স্পেসএক্স সংস্থার স্যাটেলাইট ভিত্তিক…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ চাকরিজীবীদের জন্য কর্মচারী ভবিষ্যনিধি (EPF) আর্থিক সুরক্ষার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি…
This website uses cookies.