লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

শাওমিকে পিছনে ফেলে দেশের সবথেকে বড় মোবাইল ব্র্যান্ড হল Vivo, তৃতীয় স্থানে নামল Samsung

Updated on:

২০২৪ সালে দেশের স্মার্টফোন বাজারে চীনের শাওমিকে পিছনে ফেলে বৃহত্তম সংস্থার তকমা পেয়েছে Vivo। স্যামসাং এবং শাওমি, দুই সংস্থাকেই জোরদার টক্কর দিয়ে শীর্ষস্থান দখল করেছে ভিভো। দ্বিতীয় স্থানে রয়েছে Xiaomi, তৃতীয় স্থানে নেমেছে Samsung এবং চতুর্থ স্থানে রয়েছে আর এক চীনা ব্র্যান্ড Oppo। এই তালিকায় উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে অ্যাপলের। দেশজুড়ে বিক্রি বৃদ্ধির পাশাপাশি উপস্থিতিও বাড়িয়েছে এই মার্কিন ব্র্যান্ড।

READ MORE:  লঞ্চ হওয়ার আগেই ফাঁস হল Vivo V50e-র ডিজাইন, বাজার কাঁপাতে আসছে এপ্রিলেই | Vivo V50e Design Leaked India

কাউন্টারপয়েন্টের রিসার্চ-এর অনুযায়ী, এই বৃদ্ধির পিছনে সবথেকে বেশি অবদান প্রিমিয়াম স্মার্টফোনের। অর্থাৎ যেগুলির দাম ৩০ হাজার টাকার বেশি। এই বিভাগে বৃদ্ধি হয়েছে ৯%, যা দেশে স্মার্টফোনের ইতিহাসে সবথেকে বেশি। ২০২৪ সালে মোট ১৫ কোটি ৩০ লক্ষ স্মার্টফোন বিক্রি হয়েছে, যা ২০২৩ সালের তুলনায় ১% বেশি।

তবে বাজেট স্মার্টফোনের বিক্রি তুলনামূলক কমেছে, যেগুলির দাম সাধারণত ১০ হাজার টাকার কম। এর পিছনে কারণ হিসাবে মনে করা হচ্ছে মুদ্রাস্ফীতি, উচ্চ দামের ফোনগুলির উপর নানা EMI ও অফার ইত্যাদি। বিশেষজ্ঞদের মতে, দেশের স্মার্টফোন বাজার পরিবর্তিত হচ্ছে। যারা প্রথমবার ফোন কিনছেন, এমন ক্রেতার সংখ্যা কমছে। তারা আপগ্রেড করতে চাইলে, আরও ভালো ফিচার ও উন্নত মানের ফোন নেওয়ার দিকে বেশি ঝুঁকছেন।

READ MORE:  Vivo V50 এই মাসেই ভারতে লঞ্চ হচ্ছে, তার আগেই সেলের তারিখ ও দাম ফাঁস

উল্লেখযোগ্য পরিসংখ্যান

  • মোট স্মার্টফোনের ৭৮% এখন ৫জি স্মার্টফোন।
  • MediaTek প্রসেসর চালিত ফোনের সংখ্যা ৫২%।
  • তারপর রয়েছে Qualcomm প্রসেসর চালিত ফোন ২৫%।
  • সবথেকে দ্রুত হারে বৃদ্ধি করছে Nothing, বিক্রি বেড়েছে ৫৭৭%।

২০২২ সালের দারুন প্রত্যাবর্তন করেছে Motorola শেষ ত্রৈমাসিকে বিক্রি ৪% হ্রাস পেলেও সামগ্রিক বিক্রি ২০২৩ এর তুলনায় বেশি। বাড়ছে এআই চালিত স্মার্টফোনের সংখ্যা বাড়ছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  Samsung Galaxy A26 5G-এর সাপোর্ট পেজ তিনটি দেশে লাইভ হল, লঞ্চ হবে খুব শীঘ্রই | Samsung Galaxy A26 5G Support Sites Go Live

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.