শিক্ষকদের হাতে ফেরা উচিৎ বেতের লাঠি! বড় মন্তব্য হাইকোর্টের
প্রীতি পোদ্দার, তিরুবনন্তপুরম: বর্তমানে শিক্ষা ব্যবস্থা এমন এক পর্যায়ে পরিণত হয়েছে যে এখন জোর গলায় বলা যায় যে এখন আর শিক্ষক এবং পড়ুয়াদের অবস্থা আর আগের মতন নেই। আমূল বদলে গিয়েছে সবটা। এমনকি পড়াশোনা না করলেও শিক্ষকরা পড়ুয়াদের কিছু বলতে পারে না, পাচ্ছে যদি কেস খেয়ে যায়। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটল। যার জল গড়াল হাইকোর্টে (Kerala High Court)। শেষে বাধ্য হয়ে বিচারপতি মনে করছেন এবার শিক্ষকদের হাতে ফেরানো উচিত বেতের লাঠি।
সম্প্রতি কেরলের এক সরকারি স্কুলে একজন শিক্ষকের বিরুদ্ধে পড়ুয়াকে বেত্রাঘাত করার অভিযোগ ওঠে। যা নিয়ে শোরগোল পরে যায় গোটা স্কুল জুড়ে। ক্ষুব্ধ হয়ে ওই পড়ুয়ার অভিভাবকেরা সেই শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। পরিস্থিতি এতটাই জটিল পর্যায়ে পৌঁছয় যে মামলা গড়ায় কেরল হাই কোর্ট পর্যন্ত। আর সেই মামলা নিয়ে চরম ক্ষুব্ধতা প্রকাশ করল বিচারপতি পিভি কুন্নিকৃষ্ণন। অনেকদিন আগেই পড়ুয়াদের মানসিক মানসিক স্বাস্থ্যের কথা ভেবে শিক্ষকদের শিক্ষাদানের ক্ষেত্রে নানা বাধ্যবাধকতা আনা হয়েছেন এমনকি বেতের লাঠিও পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে। এবার সেই বেত পুনরায় শিক্ষকদের হাতে তুলে ধরার নির্দেশ দিলেন বিচারপতি।
সূত্রের খবর সম্প্রতি ওই বেত কাণ্ডের মামলায় অভিযুক্ত শিক্ষকের আগাম জামিনের আর্জি মঞ্জুর করেছে কেরল হাই কোর্ট। বিচারপতি পিভি কুন্নিকৃষ্ণনের নির্দেশ দিয়েছে আগে পুলিশকে অভিযোগটি অনুসন্ধান করে দেখতে হবে। তিনি পুলিশকে গ্রেফতারি নিয়ম নিয়ে জানান, শিক্ষকের বিরুদ্ধে পড়ুয়া বা অভিভাবক যদি কোনও ফৌজদারি অপরাধের অভিযোগ তোলে তাহলে প্রাথমিক অনুসন্ধান শেষ না-হওয়া পর্যন্ত শিক্ষককে গ্রেফতার করা যাবে না। এছাড়াও তিনি সমসাময়িক বিভিন্ন পরিস্থিতির কথাও তুলে ধরেন। তিনি জানান, পড়ুয়ারা কোথাও স্কুলে অস্ত্র নিয়ে যাচ্ছে, কোথাও মাদক বা মদ নিয়ে স্কুলে প্রবেশ করছে। এমন পরিস্থিতিতে শিক্ষকদের বেত ধরার নির্দেশ দিয়েছেন তিনি।
এদিন বিচারপতি পিভি কুন্নিকৃষ্ণন বর্তমান প্রজন্মের আচরণ নিয়েও বেশ উষ্মা প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমাদের রাজ্যে তরুণ প্রজন্মের আচরণ উদ্বেগজনক। তাঁরা গুরুতর অপরাধমূলক মামলায় জড়িয়ে পড়ছেন, তাঁদের মধ্যে কেউ কেউ মাদক ও মদ্যপানেও আসক্ত কেউ আবার চুরি ছিনতাই কাজে। সম্প্রতি সংবাদমাধ্যমে দেখা যাচ্ছে পড়ুয়ারা শিক্ষকদের হুমকি দিচ্ছে এবং শিক্ষকদের উপর শারীরিক আক্রমণ করছে, এমনকি ঘেরাও পর্যন্ত হচ্ছে। এই প্রবণতা বন্ধ হওয়া উচিত। শিক্ষার জায়গাকে আরও সন্মানিত করা জরুরি।”।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৮ই মার্চ, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আজ আপনার দিন…
আগামী সেপ্টেম্বরে লঞ্চ হতে পারে iPhone 17 Air। তার আগে বিভিন্ন রিপোর্ট থেকে ডিভাইসটি সম্পর্কে…
ভারতের টেলিকম বাজারে আসতে চলেছে আবার নতুন বিপ্লব। রিলায়েন্স জিও এবং এয়ারটেল এবার হাত মিলিয়েছে…
ভাল ক্যামেরা-সহ একটি ফ্ল্যাগশিপ অর্থাৎ এমন একটি স্মার্টফোনের সন্ধানে রয়েছেন, যেখানে ঠাসা থাকবে ফিচার, তাহলে…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ ভারতীয় রেলে যাতায়াত করেন, কিন্তু অনেকেই হয়তো জানেন না যে, মহিলা যাত্রীদের…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ শেয়ারবাজারে (Stock Market Tips) এখন বিনিয়োগের প্রবণতা অনেকের মধ্যেই দেখা যায়। কিন্তু…
This website uses cookies.