লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

শিক্ষার্থীদের জন্যে চালু হল APAAR ID কার্ড, এবার সব সুবিধা একসাথে পাওয়া যাবে

Published on:

শিক্ষার্থীদের পরিচয়পত্র এবং শিক্ষাগত তথ্য সংরক্ষণ রাখার জন্য ভারতের শিক্ষা মন্ত্রণালয় এবার নতুন একটি ডিজিটাল আইডি কার্ড চালু করেছে। APAAR ID নামক এই পরিষেবাটি‘One Nation One Student ID’ ধারণার উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে, যা শিক্ষার্থীদের সমস্ত অ্যাকাডেমিক তথ্য সংরক্ষণ করে রাখবে।

এই নতুন আইডি কার্ডের মাধ্যমে স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার্থীদের সমস্ত তথ্য এক কেন্দ্রীভূত প্লাটফর্মে অন্তর্ভুক্ত থাকবে। ফলে একাধিক আইডি কার্ডের প্রয়োজন হবে না। শিক্ষার্থীদের সার্টিফিকেট, মার্কশিট, স্কলারশিপ সংক্রান্ত সমস্ত তথ্য ডিজিটালভাবে সংরক্ষণ করে রাখা হবে এই আইডি কার্ডের মাধ্যমে। 

APAAR ID কী এবং এটি কীভাবে কাজ করে?

APAAR ID হল একটি স্থায়ী ও একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি আইডি কার্ড, যেখানে শিক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতার তথ্য ডিজিটাল ও কেন্দ্রীভূতভাবে সংরক্ষিত থাকে। এই আইডি কার্ড পাওয়ার মাধ্যমে একজন শিক্ষার্থীর পরিচয়, শিক্ষাগত যোগ্যতা, মার্কশিট, স্কলারশিপ এবং অন্যান্য একাডেমিক তথ্য একটি প্লাটফর্মে সংরক্ষিত থাকে। 

READ MORE:  SECR Apprentice Recruitment 2025: রেলে চাকরি পেতে আর পরীক্ষার দরকার নেই, মাধ্যমিক পাসেই হাজারের বেশি শূন্যপদে নিয়োগ | Indian Railways Recruitment

শিক্ষার্থীদের এই আইডি কার্ড আধার কার্ডের সঙ্গেই সংযুক্ত থাকবে। ফলে পরিচয়পত্র যাচাই এবং তথ্য সংগ্রহের কাজ আরো সহজ হবে।

APAAR ID কার্ডের সুবিধা

APAAR ID কার্ডের মাধ্যমে যে সুবিধাগুলি পাওয়া যাবে সেগুলি হল-

  • শিক্ষার্থীদের জন্য একক পরিচয়পত্র হিসেবে কাজ করবে এই আইডি কার্ড, যা ভারতের যেকোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ব্যবহার করা যাবে। 
  • শিক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, মার্কশিট, স্কলারশিপ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ডিজিটালভাবে সংরক্ষিত থাকবে। 
  • আধার কার্ডের মাধ্যমে তথ্য সংযুক্ত থাকায় পরিচয় যাচাই করার সহজ হবে এবং শিক্ষাগত তথ্য নিরাপদ থাকবে। 
  • যারা বিভিন্ন সরকারি স্কলারশিপ পায়, তাদের তথ্য স্বয়ংক্রিয়ভাবেই সংরক্ষণ করে রাখা হবে। 
READ MORE:  বিনামূল্যে ইন্টার্নশিপ করিয়ে চাকরি দিচ্ছে Paisabazaar, মাসে পাবেন ২০ হাজার

কীভাবে APAAR ID কার্ডের জন্য আবেদন করবেন? 

যে কোন শিক্ষার্থী এখন সহজে APAAR ID কার্ডের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-

  • প্রথমে Academic Bank of Credit (ABC) সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যান।
  • এরপর My Account সেকশনে গিয়ে ‘Student’ অপশন নির্বাচন করুন 
  • DigiLocker এর মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।
  • কেওয়াইসি ভেরিফিকেশন সম্পন্ন হলে আধার কার্ডের তথ্য শেয়ার করুন। 
  • সমস্ত প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার পর APAAR ID কার্ড স্বয়ংক্রিয়ভাবে জেনারেট হয়ে যাবে।
READ MORE:  Home Guard In WB: নবান্নর নির্দেশে লটারি লাগল সিভিকদের, কয়েকশ হোম গার্ডের নিয়োগ কলকাতা পুলিশের | Nabanna Decided To Recruit Home Guard In WB

APAAR ID কার্ড হলো শিক্ষার্থীদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ, যা তাদের শিক্ষাগত তথ্য ডিজিটালাইজড এবং নিরাপদে রাখার পাশাপাশি ভবিষ্যতে শিক্ষাগত সুযোগ-সুবিধা পাওয়াকে আরো সহজ করে তুলবে। তাই দ্রুত এই আইডি কার্ড বানিয়ে নেওয়াই সবথেকে বুদ্ধিমানের কাজ হবে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.