শিক্ষা হয়নি এখনও! ফের ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী আইআইটি বাবার |IIT Baba On Ind Vs Aus Match| India Hood News|
বিক্রম ব্যানার্জী, কলকাতা: আচমকা তিনি যেন ভারত বিরোধী হয়ে উঠেছেন! সম্প্রতি চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ভবিষ্যদ্বাণী করতে শুরু করেছেন মহাকুম্ভ থেকে ভাইরাল হওয়া আইআইটি বাবা(IIT Baba)। মাঝে ভারত বনাম পাকিস্তানের ম্যাচে নিয়েও ভবিষ্যৎ কথা শুনিয়েছিলেন এই বিশেষজ্ঞ! এবার ভারত বনাম অস্ট্রেলিয়ার রবিবারের ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী দিয়ে বসলেন!
গত 23 ফেব্রুয়ারি ছিল ভারত বনাম পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ। মরু দেশের সেই ম্যাচ নিয়ে উত্তেজনা ছিল ভারত-পাকিস্তান দুই দেশের সমর্থকদের মধ্যেই। রবির এই ম্যাচ নিয়েই আচমকা ভবিষ্যদ্বাণী করে বসেছিলেন আইআইটি বাবা হিসেবে খ্যাত সংসারত্যাগী অভয় সিং। অভয় জানিয়েছিলেন, ভারতের বিরুদ্ধে জয় হবে পাকিস্তানের।
গো হারা হারবে রোহিতরা। তবে বাস্তবে ঘটেছে উল্টো ঘটনা। রিজওয়ান অ্যান্ড কোম্পানিকে ফিরতি পথ দেখিয়ে সেমিফাইনালে জায়গা পাকা করে নেয় ভারত। আর এই ঘটনার পরই আইআইটি বাবাকে নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা।
আইআইটি বাবার ছবি পোড়ানো থেকে শুরু করে তাঁকে নিয়ে নানান কটুক্তি করতে শুরু করেন ভারতীয় ভক্তরা। শুধু তাই নয় অনেকেই তাঁকে ভন্ড বলেও দাবি করেছিলেন। সোশ্যাল মিডিয়ার দৌলতে সেই ভন্ডর করুন অবস্থার দৃশ্য সামনে এসেছিল। তবে তাতে নাকি শিক্ষা হয়নি তাঁর! আবারও ফের ভারতের ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী দিয়েছেন তিনি।
বেশ কিছু সংবাদ মাধ্যম সূত্রে খবর, পাকিস্তানের ম্যাচ নিয়ে বিতর্কে জড়ানো আইআইটি বাবা নাকি ফের অস্ট্রেলিয়া বনাম ভারতের ম্যাচ নিয়ে ভবিষ্যৎ কথা শুনিয়েছেন। জানা গিয়েছে, ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে, তিনি নাকি আচমকা বলে ওঠেন অস্ট্রেলিয়া জিতবে..! তারপর কিছুক্ষণ নীরবতা পালনের করে বাবা জানান দেখা যাক কী হয়। লাইভ করে দেব!
অবশ্যই পড়ুন: ভারত-চিন-আমেরিকার লক্ষ্য সোনার মতো দেখতে এই ধাতু! কেন হঠাৎ প্রতিদ্বন্দ্বিতায় ৩ শক্তিধর?
আর এই খবর প্রকাশ্যে আসতেই ফের চোটে গিয়েছেন ভারতীয় সমর্থকরা। তবে রিজওয়ানদের ম্যাচের মতো ভারতের পরাজয় নিয়ে গো ধরে বসে থাকেনি তিনি! এদিন সুকৌশলে অস্ট্রেলিয়ার নাম বলেও চেপে যান অভয়। তাঁর কথায়, ভারতের পরাজয়ের আভাস থাকলেও পরক্ষণে তা বুঝতে দেননি আইআইটি বাবা হিসেবে খ্যাত ওই ব্যাক্তি।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৬ই মার্চ, রবিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী কেমন কাটবে আজ…
প্রীতি পোদ্দার, কলকাতা: প্রতিটা মন্দিরেই বিগ্রহের পাশাপাশি মন্দিরে মন্দিরে প্রণামী বাক্স থাকে। কিন্তু দর্শনার্থী, ভক্তেরা…
আপনি যদি জিও ব্যবহারকারী হন এবং একটি সাশ্রয়ী মূল্যের পরিকল্পনার সন্ধানে থাকেন, তাহলে একটি দুর্দান্ত…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনি কি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে যোগ দিতে চান? তাহলে আপনার জন্য…
ভারতে এবার উচ্চগতির ইন্টারনেট পরিষেবার যুগ শুরু হতে চলেছে। এলন মাস্কের স্পেসএক্স সংস্থার স্যাটেলাইট ভিত্তিক…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ চাকরিজীবীদের জন্য কর্মচারী ভবিষ্যনিধি (EPF) আর্থিক সুরক্ষার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি…
This website uses cookies.