শিবের আরাধনায় ব্যস্ত লিটন দাস, ছবি ভাইরাল হতেই মাথা চাড়া দিয়েছ বিতর্ক

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি চ্যাম্পিয়নস ট্রফি (Champions Trophy) টুর্নামেন্টে জায়গা করে উঠতে পারেনি পদ্মা পাড়ের দল বাংলাদেশ। পাকিস্তানের বিরুদ্ধে বৃহস্পতিবারের ম্যাচটা বর্তমানে শুধুই নিয়ম রক্ষার। এহেন আবহে দলের দুঃসময়ে মিনি বিশ্বকাপ থেকে বাদ পড়া বাংলাদেশি ক্রিকেটার লিটন দাসকে নিয়ে কৌতুহলী হয়েছে ক্রিকেট প্রেমিরা। সেই কৌতূহলের বশেই জানা গিয়েছে, হিন্দু হওয়ার কারণে চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশি স্কোয়াড থেকে বাদ পড়া লিটন এখন নাকি শিবের আরাধনায় ব্যস্ত।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

হিন্দু বলেই কী বাদ পড়েছেন লিটন?

চ্যাম্পিয়নস ট্রফিতে সেভাবে আর কোনও আশা নেই বাংলাদেশের। তবে টুর্নামেন্টটি শুরু হওয়ার আগে বীরত্বের সাথে দলের ছেলেদের নিয়ে শক্তিশালী স্কোয়াড গড়ে তুলেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যদিও সেই তালিকা থেকে বাদ পড়েছিলেন লিটন।

READ MORE:  U 19 World Cup: দ্বিতীয়ার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিততেই ভরে গেল ঝুলি, তৃষাদের কত টাকা দিল BCCI? | Board of Control for Cricket in India Prize Money For Women Team India

আর এরপরই বাংলাদেশের রাজনৈতিক হিংসা ও অস্থিরতার পরিস্থিতিকে মাথায় রেখে প্রশ্ন উঠেছিল, শুধুমাত্র হিন্দু বলেই কি চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ দেওয়া হলো লিটনকে? সূত্র যা বলছে তাতে দুয়ে দুয়ে চার। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি মাথায় রেখেই ওয়াকিবহাল মহল বলছেন, লিটন দাস একজন হিন্দু। আর সেই কারণেই তাঁকে জাতীয় দলে রাখেনি বিসিবি।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

শিবের আরাধনায় ব্যস্ত লিটন!

চ্যাম্পিয়নস ট্রফি থেকে অজানা কারণে বাদ পড়ার পর এখন পরিবারের সাথে পাহাড়ে ছুটি কাটাচ্ছেন বাংলাদেশের ধুরন্ধর ক্রিকেটার লিটন দাস। সম্প্রতি, পাহাড়ি অঞ্চলের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন লিটন। যেগুলির মধ্যে বেশকিছু ছবিতে বাংলাদেশি ক্রিকেটারকে পাহাড়ের এক মন্দিরে সময় কাটাতে দেখা গিয়েছে। ছবিগুলি দেখায়, শিবলিঙ্গে জল অর্পণ করছেন লিটন। সূত্রের খবর, শিবরাত্রির আগেই শিবের মাথায় জল ঢেলে নিজের মনস্কামনা ঈশ্বরের কাছে জানিয়েছেন ওপার বাংলার খেলোয়াড়। পোষ্টের ক্যাপশনে লিটন লিখেছেন, ‘হর হর মহাদেব’।

READ MORE:  India Vs New Zealand: বাদ দুজন, অধিনায়ক গিল! নিউজিল্যান্ডের বিরুদ্ধে বদলাবে টিম ইন্ডিয়া, দেখুন সম্ভাব্য একাদশ | Team India Possible Playing XI

 

পোস্ট ভাইরাল হতেই দল থেকে বাদ পড়ার কারণ খুঁজতে শুরু করেছেন নেটিজেনরা

নিজের সমাজমাধ্যম হ্যান্ডেলে শিবলিঙ্গের ছবি শেয়ার করে ক্যাপশনে হর হর মহাদেব লিখেছেন লিটন। শিবের মাথায় জল ঢেলে নিজের প্রার্থনার মুহূর্তের ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বাংলাদেশি ক্রিকেটার। আর এরপরই যেন আইসিসি টুর্নামেন্ট থেকে খেলোয়াড়ের বাদ পড়ার প্রসঙ্গ মাথা চারা দিয়েছে। খেলোয়াড়ের পোস্ট ভাইরাল হতেই অনেকেই মন্তব্য করেছেন, লিটন হিন্দু বলেই তাঁকে দলে রাখেনি বাংলাদেশের ক্রিকেট বোর্ড।

অবশ্যই পড়ুন: গ্রুপ B-র ম্যাচ ভেস্তে যেতেই বদলে গেল সমীকরণ, সেমিফাইনালে কার মুখোমুখি হবে টিম ইন্ডিয়া?

তবে কেউ কেউ আবার সেই দাবিকে উড়িয়ে দিয়ে লিখেছেন, হিন্দু বলেই যদি বাদ পড়বেন তাহলে সৌম্য সরকার সুযোগ পেলেন কেন? এ কথা ঠিক যে, চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশি স্কোয়াডে সুযোগ পেয়েছেন সৌম্য। তবে ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচে শূন্যতে ফিরতে হয়েছিল তাঁকে। আর এরপরই নিউজিল্যান্ডের ম্যাচেই বাদ দেয়া হয় সরকারকে।

READ MORE:  Bangladesh Import: চাল-ডিমের পর জ্বালানি! ভারত থেকে ১.৩ লক্ষ মেট্রিক টন ডিজেল কিনবে বাংলাদেশ | Bangladesh wants to buy1.3 Metric Ton Diesel from India

Scroll to Top