লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

শিয়ালদহ-এসপ্ল্যানেড মেট্রো নিয়ে দুঃসংবাদ

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শিয়ালদহ-এসপ্ল্যানেড অংশের (Sealdah-Esplanade Metro) উদ্বোধন কি পিছিয়ে যাবে? ইস্ট-ওয়েস্ট মেট্রোর এই অংশের কাজ শেষ হতে এখনও বেশ কিছুটা সময় লাগবে বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ। সূত্রের খবর, চলতি মাসেই শিয়ালদহ-এসপ্ল্যানেড মেট্রো উদ্বোধনে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে তার আগে যাবতীয় কাজ শেষ করা যাবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয়ে রয়েছে কলকাতা মেট্রো।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

কেননা, এখনও পর্যন্ত ওই অংশের পরিদর্শনে আসেনি রেলওয়ে সেফটির আধিকারিকরা। সূত্রের খবর, দেশের বিভিন্ন প্রান্তে রেলওয়ের কাজ সামলে কলকাতায় আসতে আসতে বেশ কিছুটা সময় লাগবে তাদের। আর এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি পিছিয়ে যাবে শিয়ালদহ-এসপ্ল্যানেড অংশের উদ্বোধন?

READ MORE:  আমেরিকায় খুলে গেল বিশ্বের সর্ববৃহৎ হিন্দু মন্দির অক্ষরধামের দরজা

টানেল সংস্কারের কাজ এখনও বাকি

মেট্রোর বেশ কয়েকটি সূত্র অনুযায়ী, শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড লাইনে যে দীর্ঘ টানেল রয়েছে, তার ফিনিশিংয়ের কাজ এখনও অনেকটাই বাকি। সূত্র বলছে, সেই কাজ পুরোপুরি শেষ না হলে পরিদর্শনে আসতে পারছেন না রেলওয়ে সেফটির অফিসাররা। কাজেই যতদিন না পর্যন্ত টানেল সংস্কারের কাজ শেষ হচ্ছে, ততদিন সিআরএসের পরিদর্শন হচ্ছে না।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

তাহলে কি পিছিয়ে যাচ্ছে উদ্বোধন?

ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী, রেলওয়ে সেফটি আধিকারিকদের অনুমোদন ছাড়া কোনও বাণিজ্যিক পরিষেবা শুরু করা যায় না। কাজেই টানেল সংস্কারের কাজ শেষ হলে তবেই মেট্রোর শিয়ালদহ-এসপ্ল্যানেড অংশের পরিদর্শনে আসবে সিআরএস। 2.6 কিলোমিটার দীর্ঘ অংশের পরিদর্শন শেষ হওয়ার পরই সবকিছু ঠিক থাকলেই অনুমোদন দেবেন রেলওয়ে সেফটির অফিসাররা।

READ MORE:  মহিলা কামরা বৃদ্ধির জের, শিয়ালদা শাখায় রেল অবরোধ! বন্ধ ট্রেন চলাচল

আর তারপরই ইস্ট-ওয়েস্ট মেট্রোর পূর্ণাঙ্গ অংশের পরিষেবা শুরু করা যাবে। কাজেই এপ্রিলের শেষের দিকে প্রধানমন্ত্রীর উদ্বোধনের কথা থাকলেও সিআরএস যেহেতু পরিদর্শন করতে পারছে না তাই শিয়ালদহ-এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা শুরু হতে আরও বেশ কিছুটা সময় লাগবে।

অবশ্যই পড়ুন: BCCI-র চুক্তিতে ফিরলেন দুই তাবড় তারকা! তালিকায় একাধিক KKR প্লেয়ার! A+ গ্রেডে কজন?

প্রসঙ্গত, ওয়াকিবহাল মহলের একাংশের দাবি, ইস্ট ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড অংশের উদ্বোধন করার পাশাপাশি নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট মেট্রো লাইনের ফিতে কাটারও কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তবে ঠিক কবে নাগাদ ইস্ট ওয়েস্ট মেট্রো ও অরেঞ্জ লাইনের উদ্বোধন হবে সে বিষয়ে মেট্রো কর্তৃপক্ষের তরফে কিছুই জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, সিআরএসের পরিদর্শনের পর শিয়ালদহ-এসপ্ল্যানেড রুটের যাবতীয় কাজ শেষ করে সেই অংশের উদ্বোধনের পাশাপাশি অরেঞ্জ লাইনের উদ্বোধনের কাজও একসাথেই করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

READ MORE:  একটানা চলে ৫০০ কিমি! এটাই ভারতের ভারতের দীর্ঘতম নন-স্টপ ট্রেন, রাজধানী বা শতাব্দী নয়

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.