শিয়ালদহ শাখায় ১০৮ টি ট্রেন বাতিল! পূর্ব রেলের সিদ্ধান্তে বিপাকে যাত্রীরা
প্রীতি পোদ্দার, কলকাতা: রেল পরিষেবা হল এমন একটি পরিষেবা, যাকে ছাড়া নিত্যযাত্রীদের কর্মস্থলে যাওয়া অসম্পূর্ণ হয়ে যায়। দূরে হোক বা কাছে ভ্রমণ করার এক এবং অন্যতম মাধ্যম হল ট্রেন। কিন্তু রেল লাইনে একের পর এক নানা পরিবর্তন এবং ইন্টারলকিং এর কাজ করার ক্ষেত্রে ট্রেন বাতিল করে দেওয়া হয়। যার জেরে বেশ দুর্ভোগের মুখে পড়ে নিত্যযাত্রীদের একাংশ। সম্প্রতি রেলের কাজের জন্য ১০০ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল ডানকুনি লাইনে। চারদিন যাতায়াত করতে গিয়ে হয়রানির মুখে পড়তে হয় যাত্রীদের। আর এই আবহে ফের সপ্তাহের শেষে ট্রেন বাতিলের বিজ্ঞপ্তি দিল শিয়ালদা ডিভিশন।
সূত্রের খবর, শুক্রবার শিয়ালদহ ডিভিশনের ডিআরএম দীপক কুমার নিগম সাংবাদিক বৈঠক করেন। আর সেই বৈঠকেই তিনি ট্রেন বাতিল করার কথা জানান। জানা গিয়েছে, আগামী ১ ফেব্রুয়ারি শনিবার রাত থেকে ৩ ফেব্রুয়ারি সোমবার ভোর পর্যন্ত শিয়ালদহ দক্ষিণ শাখায়, শিয়ালদা-বারুইপুর রুটে মোট ১০৮টি ট্রেন বাতিল থাকবে। আসলে এই দুইদিন ধরে কাঁকুড়গাছি ও বালিগঞ্জে ইন্টারলকিং-এর কাজ চলবে। আর তার জেরেই সমস্যায় পড়তে চলেছেন বজবজ ও বারুইপুর শাখার যাত্রীরা। এছাড়াও সাংবাদিক বৈঠক সূত্রে জানা গিয়েছে, আগামীকাল অর্থাৎ ১ ফেব্রুয়ারি ৫৯ টি ট্রেন বাতিল থাকবে। এবং তার পরেরদিন অর্থাৎ ২ ফেব্রুয়ারি ৪৯ টি ট্রেন বাতিল থাকবে।
সব মিলিয়ে এই দুইদিন মোট ১০৮ টি ট্রেন বাতিল থাকবে। আগে যেখানে শিয়ালদহ দক্ষিণ ডিভিশনে প্রায় ৩৩০ টিরও বেশি ট্রেন চলত, সেখানে ১০৮টি ট্রেন বাতিল হয়ে যাওয়ায় ব্যাপক সমস্যায় পড়েছে যাত্রীরা। তবে রেলের তরফ থেকে যাত্রীদের দুর্ভোগ নিয়ন্ত্রণে আনার জন্য কিছু স্পেশ্যাল ট্রেন চালু করতে চলেছে বারাসত থেকে দমদমে। এছাড়াও শিয়ালদহ থেকে নৈহাটি, শিয়ালদহ-রানাঘাট, বজবজ থেকে নিউ আলিপুর এগুলির মাধ্যমে এক্সট্রা ভিড় ম্যানেজ হয়ে যাবে বলে দাবি রেলের।
আরও পড়ুনঃ ভুলে যাবেন ChatGPT, Deekseek! আসছে ভারতের নিজস্ব AI মডেল, বড় ঘোষণা অশ্বিনী বৈষ্ণবের
শিয়ালদা-বারুইপুর রুটে ট্রেন বাতিল থাকলেও লক্ষ্মীকান্তপুর লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে বলে পূর্ব রেলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। চক্ররেল পরিষেবাও স্বাভাবিক থাকবে। এছাড়াও রেলের তরফে আরও জানানো হয়েছে যে, বজবজ থেকে নিউ আলিপুর লাইনে স্পেশাল ট্রেন চালিয়ে অতিরিক্ত ভিড় সামলানোর চেষ্টা করা হচ্ছে। সেক্ষেত্রে যে সমস্ত যাত্রী শিয়ালদহ থেকে ট্রেন ধরতে পারবেন না তাঁদের অন্য কোনও উপায়ে নিউ আলিপুর পর্যন্ত পৌঁছে বজবজের ট্রেন ধরতে হবে।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিশ্ব রাজনীতিতে ভারত-রাশিয়াই দীর্ঘমেয়াদী বন্ধুত্ব্বের রেকর্ড গড়েছে। এবার সেই মিত্র দেশই ভারতকে…
Vivo ও তাদের সাব-ব্র্যান্ড iQOO বর্তমানে একাধিক স্মার্টফোন বাজারে আনার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানা…
দু’চাকার বৈদ্যুতিক গাড়ির বাজারে রীতিমতো জমি শক্ত করেছে বাজাজ অটো। বাজারের অংশীদারিত্ব আরও বাড়ানোর চেষ্টা…
Jio, Airtel এর পর ভারতের তৃতীয় বেসরকারি টেলিকম কোম্পানি হিসাবে 5G ট্রায়াল শুরু করল Vodafone…
শ্বেতা মিত্র, কলকাতা: আর রক্ষে নেই, আজ শনিবার থেকেই বাংলাজুড়ে ব্যাপক তাপপ্রবাহের সতর্কতা জারি করল…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৫ই মার্চ, শনিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
This website uses cookies.