শিয়ালদায় আসছে দুটি নতুন AC লোকাল! গতি থাকবে ১০০-এর উপরে—কোন কোন রুটে চলবে?
রেলযাত্রীদের জন্য দুর্দান্ত খবর! এবার সকলেই এসি লোকাল ট্রেনে চড়ার সুযোগ পাবেন, তাও একদম পকেট-ফ্রেন্ডলি দামে। ইতিমধ্যেই পূর্ব রেল এই পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। এবার একটি নয়, দুটি নতুন এসি লোকাল ট্রেন পেতে চলেছে যাত্রীরা।
পূর্ব রেলের শিয়ালদহ বিভাগ চেন্নাই থেকে দুটি অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) লোকাল ট্রেন রেক পেতে চলেছে। শহরতলির যাত্রীদের আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ১২ কোচবিশিষ্ট ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (EMU) ট্রেনগুলি চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (ICF) দ্বারা নির্মিত। এই এসি রেকগুলি ২৫ কেভি এসি ট্র্যাকশনে চলবে এবং সর্বোচ্চ গতি থাকবে ১১০ কিমি প্রতি ঘণ্টা।
এসি লোকাল ট্রেনের প্রতিটি কোচ সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এবং দুটি ১৫ টনের ছাদে মাউন্টেড প্যাকেজ ইউনিট (RMPU) থাকছে, যা যাত্রীদের জন্য শীতল ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করবে। স্টেইনলেস স্টিলের কোচগুলিতে প্রশস্ত ভেস্টিবুল গ্যাংওয়ে, সিসিটিভি ক্যামেরা, জরুরি পরিস্থিতিতে টক-ব্যাক সিস্টেম, রিয়েল-টাইম আপডেটের জন্য জিপিএস-সক্ষম এলইডি স্ক্রিন এবং মডুলার অ্যালুমিনিয়াম লাগেজ র্যাকের মতো আধুনিক সুবিধা থাকছে।
গরমের সময়ে শিয়ালদহ ডিভিশনে এসি লোকাল ট্রেন চালু হলে যাত্রীরা উপকৃত হবেন। আরামের পাশাপাশি নিরাপত্তার দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে।
বিজেপি সাংসদ জগন্নাথ সরকার কিছুদিন আগে ফেসবুক পোস্টে জানিয়েছিলেন, বাংলার প্রথম এসি লোকাল ট্রেন শিয়ালদহ থেকে কৃষ্ণনগর পর্যন্ত চলবে। তবে দ্বিতীয় ট্রেনটির রুট এখনও নিশ্চিত নয়, তবে সম্ভাবনা রয়েছে এটি কৃষ্ণনগর রুটেই চলবে।
শীঘ্রই এই নতুন এসি লোকাল ট্রেনগুলোর যাত্রা শুরু হতে চলেছে, যা শহরতলির যাত্রীদের জন্য একটি বড় স্বস্তির খবর!
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৬ই মার্চ, রবিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী কেমন কাটবে আজ…
প্রীতি পোদ্দার, কলকাতা: প্রতিটা মন্দিরেই বিগ্রহের পাশাপাশি মন্দিরে মন্দিরে প্রণামী বাক্স থাকে। কিন্তু দর্শনার্থী, ভক্তেরা…
আপনি যদি জিও ব্যবহারকারী হন এবং একটি সাশ্রয়ী মূল্যের পরিকল্পনার সন্ধানে থাকেন, তাহলে একটি দুর্দান্ত…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনি কি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে যোগ দিতে চান? তাহলে আপনার জন্য…
ভারতে এবার উচ্চগতির ইন্টারনেট পরিষেবার যুগ শুরু হতে চলেছে। এলন মাস্কের স্পেসএক্স সংস্থার স্যাটেলাইট ভিত্তিক…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ চাকরিজীবীদের জন্য কর্মচারী ভবিষ্যনিধি (EPF) আর্থিক সুরক্ষার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি…
This website uses cookies.