শিয়ালদা শাখায় দুর্ভোগ, বাতিল একাধিক ট্রেন! দিনক্ষণ জানিয়ে বিজ্ঞপ্তি পূর্ব রেলের
প্রীতি পোদ্দার, কলকাতা: গোটা সপ্তাহ জুড়ে কাজের ব্যস্ততার মাঝে সবসময় মাথায় ঘোরে কবে আসবে উইকেন্ড। কারণ উইকেন্ড মানেই বিশাল কাজের চাপ থেকে মুক্তি নিয়ে ছুটি কাটনোর জন্য কোনো শর্ট ট্রিপে যাওয়া। কিন্তু এই ট্রিপের মাঝেই হয়ে যায় বিপত্তি। কারণ হাওড়া-শিয়ালদহ শাখার ট্রেন বিভ্রাট (Train Cancelled) বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় উইকেন্ডেই। মাটি হয়ে যায় আনন্দ। পূর্বে এমন উদাহরণ বেশ দেখা গিয়েছে। আর এই সপ্তাহেও তার কোনও ব্যতিক্রম হল না। রেল সংস্কারের কাজের জন্য বাতিল করা হল শিয়ালদহ ডিভিশনের একাধিক ট্রেন।
সম্প্রতি পূর্ব রেলের তরফে ট্রেন বাতিলের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে রেল লাইনে সংস্কারের কাজের জেরে এবার আজ অর্থাৎ শনি ও আগামীকাল অর্থাৎ রবিবার শিয়ালদহ শাখায় বনগাঁ রুটে ট্রেন পরিষেবা ব্যাহত হবে। জানা গিয়েছে আজ রাত ১১টা ১০ মিনিট থেকে রবিবার সকাল ৬টা ১০মিনিট পর্যন্ত সংশ্লিষ্ট রুটে ১০টির বেশি ট্রেন বাতিল থাকবে। ফলে জটিল সমস্যায় পড়তে চলেছেন সাধারণ মানুষরা। শুধু ট্রেন বাতিল নয়, একাধিক ট্রেনের যাত্রাপথও বেশ সংক্ষিপ্ত করা হয়েছে। একনজরে ট্রেন বাতিলের তালিকা দেখে নেওয়া যাক।
রেল সূত্রে জানা গিয়েছে, রেলের ওভারহেড তারের সংস্কার করা হবে আজ রাত থেকেই। সে কারণেই টানা সাত ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ রাখা হবে। এবং এই কারণে আজ অর্থাৎ শনিবার বাতিল করা হয়েছে শিয়ালদহ-বনগাঁ (আপ-ডাউন) ৩৩৮৬১, ৩৩৮৬৩, ৩৩৮৫৪, ৩৩৮৫৬ এবং বনগাঁ-রানাঘাট (আপ-ডাউন) ৩৩৭৩৯, ৩৩৭৩৮ ট্রেন বাতিল থাকবে। অন্যদিকে আগামীকাল রবিবার, বনগাঁ-রানাঘাট (আপ-ডাউন) ৩৩৭১১, ৩৩৭৪১, ৩৩৭১২, ৩৩৭১৪ ট্রেন বাতিল থাকবে। এছাড়াও একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। তবে রেলের তরফ থেকে বলা হয়েছে কাজ দ্রুত শেষ হয়ে গেলে ট্রেন পরিষেবা ফের স্বাভাবিক হবে।
এদিকে শিয়ালদহ ডিভিশনে ফের ট্রেন বাতিল হওয়া নিয়ে ক্ষিপ্ত রেল যাত্রীদের একাংশ। তাঁদের অভিযোগ, প্রতি মাসে সংস্কারের দোহাই দিয়ে একাধিক ট্রেন বাতিল করা হচ্ছে বিভিন্ন রুটে। কিন্তু পরিষেবার কোনো উন্নতি হচ্ছে না। যাত্রীদের এখন লেট করে গন্তব্যে পৌঁছানো নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে। এত সংস্কারের কাজ করেও ঘণ্টার পর ঘণ্টা সিগন্যালে আটকে থাকতে হচ্ছে যাত্রীদের। শুধু তাই নয় সময়ে সময়ে ট্রেন না আসায় বেশ সমস্যা পোহাতে হচ্ছে।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবার একেবারে দুই প্রতিদ্বন্দ্বীর ঘর ভাঙতে চলেছে মোহনবাগান (Mohun Bagan Super Giant)!…
সুমন পাত্র, কলকাতা: Realme V70 5G সিরিজ চুপিচুপি লঞ্চ হয়ে গেল। এই লাইনআপে দুটি স্মার্টফোন…
বর্তমানে ভারতীয় বাজারে বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ক্যাটাগরির বাইক এনে দিয়েছে। বাইক কিনতে যাওয়ার আগে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ‘ভাগ্য বদলাতে সময় লাগে না।’ কথাটা শোনা শোনা ঠেকছে? এমন বহু প্রচলিত…
Huawei তাদের লেটেস্ট ফোল্ডেবল ফোন Pura X লঞ্চ করল। এটি অনন্য ডিজাইন সহ এসেছে। এই…
শুভ্রোদীপ চক্রবর্তী, কলকাতা: ভারতে একসময়ে বিক্রি হওয়া Honda CBR150R নতুন অবতারে আত্মপ্রকাশ করল। নয়া মডেলটিতে…
This website uses cookies.