লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

শিয়ালদা স্টেশনে চোরের উপদ্রব, ভ্যানিশ রেলের মূল্যবান জিনিস! দুর্ভোগ যাত্রীদের

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভরদুপুরে হাপিশ শিয়ালদা স্টেশনের (Sealdah Station) পানীয় জলের কল! হ্যাঁ, যাত্রী সুবিধার্থে গত বছর স্টেশন চত্বরে বসানো হয়েছিল একটি ঠান্ডা পানীয় জলের কিয়স্ক। তবে নতুন বছরে পা দিতেই চক্ষুচড়ক গাছ নিত্য যাত্রীদের। বছর ঘুরতে না ঘুরতেই কিয়স্ক থেকে উধাও হয়ে গিয়েছে জলের কল। আর এই ঘটনাকে সামনে রেখেই রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চুরির ঘটনায় সরব হয়েছেন এক রেলযাত্রী।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

কল চুরির ঘটনায় রেলকে চিঠি যাত্রীর

বেশ কিছু সংবাদ মাধ্যম সূত্রে খবর, শিয়ালদা স্টেশন চত্বরে বসানো জলের কিয়স্ক থেকে কল উধাও হয়ে যাওয়ার ঘটনাকে সামনে রেখে রেল কর্তৃপক্ষের উদ্দেশ্যে অভিযোগ দায়ের করেছেন ভাস্কর মিত্র নামক এক যাত্রী। জানা যায়, রেলের উদ্দেশ্যে পাঠানো একটি চিঠিতে ভাস্কর উল্লেখ করেছেন, স্টেশন লাগোয়া কিয়স্ক থেকে জলের কল উধাও হয়ে যাওয়ার ঘটনাটি। সেই সাথে এই ধরনের অপ্রত্যাশিত ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, তার জন্যও রেলের কাছে আবেদন জানিয়েছেন তিনি।

READ MORE:  মেট্রো বন্ধ তো কি! শিয়ালদা থেকে সেক্টর V যাওয়ার সুবন্দোবস্ত করল পরিবহন দফতর

এই ঘটনার নেপথ্যে কারা?

রেলের একটি সূত্র মারফত খবর, প্রতিদিন শিয়ালদা স্টেশন থেকে লক্ষ লক্ষ যাত্রী যাতায়াত করেন। মূলত গরমকালে যাত্রীদের কষ্ট কিছুটা লঘু করতে স্টেশনে বসানো হয়েছিল ঠান্ডা জলের কিয়স্ক। তবে সম্প্রতি সেই কিয়স্ক থেকে কল চুরি যাওয়ার ঘটনা সামনে এসেছে। জানা যাচ্ছে, সেখানে মূল জলের কলটি না থাকায় বর্তমানে তা যাত্রীদের পক্ষে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

এমতাবস্থায় প্রশ্নের উঠছে এই ঘটনার পিছনে মূল কালপ্রিট কারা? যাত্রীদের একটা বড় অংশের দাবি, স্টেশন চত্বরে রাত হলেই নেশাখরদের উৎপাত বাড়ে। ভরদুপুরেও তাদের তাণ্ডব চলতে শিয়ালদা স্টেশন জুরে। মনে করা হচ্ছে, এইসব দুর্বৃত্তরাই নেশার ঘোরে কল চুরি করেছেন! তবে যাত্রীদের এই দাবি কতটা সত্যি তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।

READ MORE:  মামলা পিছিয়ে দেওয়ার জন্য নয়া ছক কষা হচ্ছে? বিস্ফোরক DA আন্দোলনকারীদের

তীব্র ক্ষোভ প্রকাশ যাত্রীদের

শিয়ালদা স্টেশন চত্বরে কল চুরির ঘটনায় নেশাখোরদের দায়ী করে যাত্রীদের একটা বড় অংশ স্টেশন চত্বরে বিভিন্ন অপকর্ম নিয়ে গর্জে উঠেছেন। যাত্রীদের একটা বড় অংশ বলছেন, যিনি বা যারা এই কুকাণ্ডের সাথে যুক্ত তারা কখনই সভ্য সমাজের অংশ হতে পারে না। দিনে দুপুরে রেলের সম্পত্তি অবাধে চুরি হয়ে যাচ্ছে।

অবশ্যই পড়ুন: KKR-এর ঘরের মাঠে শুরু, কলকাতায় ফাইনাল! দেখে নিন IPL 2025-এর পূর্ণাঙ্গ সময়সূচি

এই বিষয়ে রেল কর্তাদের নজর দেওয়া দরকার। যাত্রীদের দাবি, যত দ্রুত সম্ভব চুরি হয়ে যাওয়া কলের শূন্যস্থান পূরণ করে পানীয় জলের জায়গা তৈরি করা হোক। সেই সাথে ভবিষ্যতে আর কখনও যাতে কোনও অসাধু ব্যক্তি কল চুরি করে নিয়ে যেতে না পারেন সেদিকেও নজরদারি বাড়ানো উচিত রেলের।

READ MORE:  Starlink Cost In India: Jio ও Airtel এর নতুন প্রতিদ্বন্দ্বী! ভারতে স্টারলিংকের দাম কত হবে দেখুন | Know How Much Pay For Starlink Internet

গোটা বিষয়ের তদন্ত চলছে

শিয়ালদা ডিভিশনের একটি সূত্র বলছে, স্টেশন চত্বরে কল চুরির ঘটনা নিয়ে যথেষ্ট চিন্তায় রেল কর্তৃপক্ষ। এই ধরনের অপকর্ম রোধ করতে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। খুব শীঘ্রই এই ঘটনার পিছনে মূল অভিযুক্তদের সনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার পথে হাঁটবে রেল। একই সাথে, ভবিষ্যতে যাতে এই ধরনের অপকর্ম না হয় তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস মিলেছে রেল কর্তাদের পক্ষ থেকে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.