লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

শিয়ালদা, হাওড়া শাখায় এক ধাক্কায় বাতিল প্রায় ৩০০ লোকাল ট্রেন! তালিকা দিল পূর্ব রেল

Published on:

শ্বেতা মিত্র, কলকাতা: রাত পোহালেই রয়েছে দোল। আর এই দোলের দিন মানেই ছুটি। এহেন অবস্থায় অনেকেই আছেন যারা একটু ভিড় ভাট্টা ছেড়ে কোথাও ট্রেনে করে এক দুদিনের ছুটিতে ঘুরে আসতে চান। আপনিও কি দোলের দিন অর্থাৎ শুক্রবার কোথাও যাবেন বলে প্ল্যান করছেন? তাহলে আপনার জন্য রইল জরুরি খবর। এদিন একগুচ্ছ ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিল পূর্ব রেল। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

একগুচ্ছ ট্রেন বাতিলের ঘোষণা রেলের

পূর্ব রেলওয়ের শিয়ালদহ এবং হাওড়া ডিভিশনে ট্রেন পরিষেবা ১৪ মার্চ, শুক্রবার উল্লেখযোগ্যভাবে প্রভাবিত হবে। দোলযাত্রায় যাত্রী কম থাকার কারণে শিয়ালদহে ২০০ টিরও বেশি এবং হাওড়ায় ৬৫ ​​টি লোকাল ট্রেন বাতিল (Local Train Cancelled) করা হয়েছে।

রেলওয়ে কর্মকর্তাদের মতে, শিয়ালদহ ডিভিশনে প্রায় ২৩৮টি লোকাল ট্রেন বাতিল থাকবে। এর ফলে প্রাথমিকভাবে শিয়ালদহ-বর্ধমান, শিয়ালদহ-রানাঘাট, শিয়ালদহ-কৃষ্ণনগর এবং শিয়ালদহ-বনগাঁও রুটে সকালের পরিষেবা প্রভাবিত হবে। নৈহাটি, ব্যারাকপুর, বারাসত, সোনারপুর এবং ডায়মন্ড হারবারের শহরতলির পরিষেবাও প্রভাবিত হবে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

শিয়ালদা থেকে বাতিল থাকবে এই ট্রেনগুলি

31151/31152 শিয়ালদহ-রানাঘাট: 31601, 31613, 31617, 31631/ 31602, 31614, 31624, 31634, 34636 রানাঘাট-গেদে: 31747, 31749, 31753, 31755/ 31744, 31746, 31748, 31750, 31754 শিয়ালদহ-গেদে: 31911, 31917/31926 রানাঘাট/কৃষ্ণনগর সিটি জংশন-শান্তিপুর: 31585/ 31586 কৃষ্ণনগর সিটি জংশন-রানাঘাট: 31723, 31725/ 31722, 31726, 31728 শিয়ালদহ-কৃষ্ণনগর সিটি জংশন: 31801, 31815, 31831/31802, 31834, 31838 নৈহাটি-রানাঘাট: 31711/31712 রানাঘাট-শান্তিপুর: 31781, 31783/ 31782, 31784, 31786 শিয়ালদহ-শান্তিপুর: 31511, 31515, 31521, 31527/ 31512, 31522, 31528, 31534।

READ MORE:  শিয়ালদা-এসপ্ল্যানেড রুট চালুর আগে যাত্রী স্বার্থে বড় পদক্ষেপ মেট্রোর, উপকৃত হবেন যাত্রীরা

31471 শিয়ালদহ-নৈহাটি: 31411, 31413, 31417, 31423, 31425, 31427, 31435, 31437, 31443/ 31414, 31416, 31418, 31424, 31432, 31434, 31438, 31440, 31450 বারাসত-বনগাঁ জংশন: 33363, 33365/ 33362, 33364, 33366 শিয়ালদহ-বারাসত: 33401, 33433/ 33402, 33436, 33438 শিয়ালদহ-হাবরা: 33651, 33655, 33657/ 33652, 33656, 33658 শিয়ালদহ-বনগাঁ জংশন: 33801, 33811, 33813, 33821, 33825, 33849/ 33802, 33812, 33816, 33818, 33822, 33856, 33858 শিয়ালদহ-দমদম ক্যান্টনমেন্ট: 33411/ 33412 শিয়ালদহ-দমদম ক্যান্টনমেন্ট: 33411/ 33412 শিয়ালদহ-মধ্যমগ্রাম: 33421/ 33422 শিয়ালদহ-দত্তপুকুর: 33615/ 33620 শিয়ালদহ-হাসনাবাদ: 33513, 33521/ 33526, 33528 বারাসত–হাসনাবাদ: 33311, 33315, 33327, 33319, 33321/ 33314, 33322, 33316, 33318 শিয়ালদহ-ডানকুনি: 32213, 32221, 32225, 32229, 32233, 32249/ 32214, 32222, 32226, 32230, 32234, 32252 শিয়ালদহ–বারুইপাড়া: 32411, 32413/ 32412, 32414 শিয়ালদহ-ডায়মন্ড হারবার: 34812, 34826/ 34811, 34833 বারুইপুর-ডায়মন্ড হারবার: 34892/3489

READ MORE:  বদলা শুরু সেনার, বান্দিপোরায় খতম অন্যতম অভিযুক্ত! এখনও চলছে এনকাউন্টার

রানাঘাট-বনগাঁ জংশন: 33711, 33713, 33717, 33719, 33729, 33733 / 33716, 33720, 33724, 33732 শিয়ালদহ-ব্যারাকপুর: 31215, 31217, 31219, 31223, 31225, 31227, 31229, 31231, 31237 / 31216, 31218, 31220, 31224, 31226, 31228, 31230, 31236, 31240, 31242. বিধাননগর রোড-ব্যারাকপুর: 31261

হাওড়া থেকেও বহু ট্রেন বাতিল

হাওড়া ডিভিশনে, হাওড়া-বর্ধমান (মেইন লাইন এবং কর্ড লাইন), হাওড়া-ব্যান্ডেল, হাওড়া-তারকেশ্বর, হাওড়া-শ্রীরামপুর এবং বর্ধমান-কাটোয়া সহ রুটের পরিষেবা বাতিল করা হবে। হাওড়া ডিভিশনে মোট ৬৫টি ট্রেন বাতিল করা হয়েছে।

১) হাওড়া-বর্ধমান (মেইন লাইন): আপ ট্রেন। – ৩৭৮১৯, ৩৭৭১১ এবং ৩৭৮৪৩)।

ডাউন ট্রেন – ৩৭৮২২ এবং ৩৭৬১২।

READ MORE:  আজ থেকে বৃষ্টি! কোন জেলাগুলোতে বজ্রসহ ঝড়ের আশঙ্কা, জেনে নিন একনজরে

২) হাওড়া-বর্ধমান (কর্ড লাইন): আপ ট্রেন – ৩৬০৭১, ৩৬৮১৭, ৩৬৮২৫, ৩৬৮২৭, ৩৬০৮১ এবং ৩৬০৩৩।

ডাউন ট্রেন – ৩৬০৭২, ৩৬৮১৪, ৩৬৮৩০, ৩৬৮৩৪, ৩৬০৮২, ৩৬০৩৪ এবং ৩৬৮৪০।

৩) হাওড়া-তারকেশ্বর: আপ ট্রেন – ৩৭৩০৭, ৩৭৩১৭, ৩৭৩২৭ এবং ৩৭৪১১।

ডাউন ট্রেন – ৩৭৩০৮, ৩৭৩২৮, ৩৭৩৩৮ এবং ৩৭৪১২।

৪) নৈহাটি-ব্যান্ডেল: আপ ট্রেন – ৩৭৫২৭, ৩৭৫৩১ এবং ৩৭৫৩৫।

৫) হাওড়া-ব্যান্ডেল (মেইন লাইন): আপ ট্রেন – ৩৭২১৩, ৩৭২১৫, ৩৭২১৯, ৩৭২২১, ৩৭২২৭, ৩৭২৪৩, ৩৭২০১ এবং ৩৭৫১১।

ডাউন ট্রেন – ৩৭২২৪, ৩৭২০২, ৩৭২৩২, ৩৭২৩৬, ৩৭২৪০, ৩৭২৪৬ এবং ৩৭৫১২।

৬) হাওড়া-শেওড়াফুলি: আপ ট্রেন – ৩৭০৪১, ৩৭০৪৫, ৩৭০৪৭, ​​৩৭০৪৯ এবং ৩৭০৫৫।

ডাউন ট্রেন – ৩৭০৪২, ৩৭০৪৬, ৩৭০৪৮, ৩৭০৫০ এবং ৩৭০৫৬।

ডাউন ট্রেন – ৩৭৫২৮, ৩৭৫৩২ এবং ৩৭৫৩৬।

৭) হাওড়া-শ্রীরামপুর: আপ ট্রেন – ৩৭০১১ এবং ৩৭০১৩।

ডাউন ট্রেন – ৩৭০১২ এবং ৩৭০১৪

৮) বর্ধমান-কাটোয়া: আপ ট্রেন – ৩৫০১৩ এবং ৩৫০১৯।

ডাউন ট্রেন – ৩৫০১৪ এবং ৩৫০২০।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.