শুধু পাবেন ভয়েস কলিং ও SMS, ৮৪ দিন ও ৩৩৬ দিনের দুর্দান্ত রিচার্জ প্ল্যান আনল জিও

ট্রাই-এর নির্দেশের পর টেলিকম সংস্থাগুলি একে একে শুধু ভয়েস ও SMS এর রিচার্জ প্ল্যান আনতে শুরু করেছে। সম্প্রতি জিও একটি নতুন প্রিপেইড প্ল্যান নিয়ে এসেছে, যার দাম ১৭৪৮ টাকা এবং এতে প্রায় ১১ মাস ভ্যালিডিটি পাওয়া যাবে। এর আগে প্ল্যানটির দাম ছিল ১৯৫৮ টাকা। উচ্চ দাম নিয়ে অভিযোগ উঠতে প্ল্যানগুলি পর্যালোচনা করার সিদ্ধান্ত নেয় ট্রাই। তারপরই সেটিকে মুছে নতুন রিচার্জ প্ল্যান আনে জিও।

READ MORE:  তিনটি আশ্চর্যজনক বিনোদন প্ল্যান, ১০২৪ এমবিপিএস পর্যন্ত গতি, সীমাহীন ডেটা এবং ওটিটি

দেশের বৃহত্তম টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও, এদিন ১৭৪৮ টাকার নতুন রিচার্জ প্ল্যান অন্তর্ভুক্ত করেছে। যাদের ডেটার প্রয়োজন নেই তারা এটি বিবেচনা করতে পারেন। এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি ৩৩৬ দিন অর্থাৎ প্রায় ১১ মাস। মিলবে আনলিমিটেড ভয়েস কলিং ও ৩৬০০টি SMS। এই রিচার্জের সঙ্গে JioTV, JioCinema, JioCloud ইত্যাদি সাবস্ক্রিপশনও পাওয়া যাবে।

এই প্ল্যানের আগের যে দাম ছিল ১৯৫৮ টাকা, অর্থাৎ দিনপ্রতি গড় খরচ ৫.৩৬ টাকা। নতুন দামে দিনপ্রতি গড় খরচ ৫.২০ টাকা। অর্থাৎ দুই দামের মধ্যে খুব বেশি তফাৎ নেই। বর্তমানে, বহু ব্যবহারকারী আছেন যাদের নেটের দরকার থাকে না। কিন্তু তবুও ডেটার জন্য আলাদা করে টাকা দিতে হয়। তাই আপনি যদি দীর্ঘ মেয়াদের রিচার্জের সন্ধানে থাকেন, তাহলে এটি ভালো বিকল্প হতে পারে।

READ MORE:  মাত্র ২০ টাকায় ১৪ দিন ভ্যালিডিটি, Jio ও Airtel এর এই ফাটাফাটি রিচার্জ প্ল্যানে আছে অনেক সুবিধা | Jio Airtel Prepaid Plan

৪৫৮ টাকার প্ল্যানের দাম কমিয়ে ৪৪৮ করা হয়েছে

উল্লেখ্য, আরও একটি ৪৫৮ টাকার রিচার্জ প্ল্যানের দাম কমিয়েছে জিও। ১০ টাকা কমানো হয়েছে দাম। এটির ভ্যালিডিটি ৮৪ দিন এবং মিলবে ১০০০টি SMS। এই রিচার্জ প্ল্যানে ডেটা ছাড়া সব সুবিধাই রয়েছে। প্রসঙ্গত, জিও ছাড়াও এয়ারটেলও সম্প্রতি SMS ও ভয়েস অনলি রিচার্জ প্ল্যান হাজির করেছে। এবং, ট্রাই-এর পদক্ষেপের পর সেই প্রিপেইড প্ল্যানের দামে পরিবর্তন করেছে এয়ারটেল।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  Airtel Data Recharge Plan: মাত্র ৫৯ টাকায় দারুন সুবিধা, খুশির দিন কি ফিরে এল Airtel ব্যবহারকারীদের জন্য | Airtel Rs 59 Weekend Data Recharge Plan
Scroll to Top