সৌভিক মুখার্জী, কলকাতাঃ পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুখবর। সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে অডিট ও অ্যাকাউন্টস সার্ভিস পদে কর্মী নিয়োগের (WBPSC LDE Recruitment 2025) বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পাবলিক সার্ভিস কমিশনের এই পদে চাকরি পেলে মোটা অঙ্কের বেতন সহ মিলবে প্রচুর সুবিধা। ভারতীয় নাগরিক হলে পশ্চিমবঙ্গে যেকোন জেলা থেকে এই পদে আবেদন করা যাবে।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
মোট কটি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স সীমা কত লাগবে, কত টাকা বেতন দেওয়া হবে, আবেদন কীভাবে করবেন ইত্যাদি বিষয়গুলি জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
পদ এবং শূন্য পদের বিবরণ | WBPSC LDE Recruitment 2025 |
অফিশিয়াল বিজ্ঞপ্তিতে যেমনটি জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে অডিট ও অ্যাকাউন্টস সার্ভিস (WBA&AS) পদে কর্মী নিয়োগ হবে। শূন্যপদের দিকে যদি তাকাই, তাহলে এখানে মোট ২৫টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?
বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, প্রার্থীদের পশ্চিমবঙ্গ সরকারের অধীনে ন্যূনতম ৮ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। তাহলেই এই পদে আবেদন করা যাবে।
বয়স সীমা কত লাগবে?
বয়স সীমা সংক্রান্ত কোন তথ্য PSC-এর অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। তবে আবারও জানিয়ে রাখি, ৮ বছরের চাকরির অভিজ্ঞতা প্রয়োজন।
বেতন কত দেওয়া হবে?
আগেই বলা হয়েছে, এই পদে চাকরি পেলে মোটা অঙ্কের বেতন দেওয়া হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি বলছে, এখানে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের প্রতি মাসে ৫৬,০০০/- টাকা থেকে ১,৪৪,৩০০/- টাকা বেতন দেওয়া হবে।
আবেদন কীভাবে করবেন?
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, এখানে অনলাইনের মাধ্যমে শুধুমাত্র আবেদন গ্রহণ করা হবে। এর জন্য প্রার্থীকে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর নিজের ব্যক্তিগত তথ্য ও প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
এক্ষেত্রে বলে রাখি, আবেদন শুরু হয়েছে ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ থেকে এবং আবেদন চলবে ১৩ই মার্চ, ২০২৫ তারিখ পর্যন্ত। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরা নেওয়াই ভালো।
নিয়োগ কীভাবে করা হবে?
বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ব্যক্তিত্ব মূল্যায়নের মাধ্যমে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা ৪৫০ নম্বর এবং ব্যক্তিত্ব মূল্যায়ন ৫০ নম্বর মিলিয়ে মোট ৫০০ নম্বরের পরীক্ষা হবে।
অফিসিয়াল ওয়েবসাইট- Click Here