শুরু হচ্ছে ধামাকা সেল, ১২ হাজার টাকা পর্যন্ত দাম কমলো OnePlus 13, OnePlus 12R ফোনের

আপনি যদি হোলির আগে নতুন স্মার্টফোন কিনতে চান তাহলছ আগামীকাল থেকে শুরু হতে চলা OnePlus Red Rush Days সেলের ফায়দা ওঠাতে পারেন। এই সেলে ক্রেতারা ওয়ানপ্লাসের লেটেস্ট ওয়াটারপ্রুফ স্মার্টফোন OnePlus 13, OnePlus 12 এবং OnePlus Nord CE 4 সিরিজে পাবেন আকর্ষণীয় অফার ও ডিল। ওয়ানপ্লাস রেড রাশ ডেজ সেল ৪ মার্চ থেকে শুরু হয়ে চলবে ৯ মার্চ পর্যন্ত। আসুন এই ওয়ানপ্লাস সেলে কি কি অফার পাওয়া যাচ্ছে দেখে নেওয়া যাক।

OnePlus Red Rush Days সেলের অফার

OnePlus 13

ওয়ানপ্লাস রেড রাশ ডেজ সেলে ওয়ানপ্লাস ১৩ কিনলে ৫,০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। এরমধ্যে ২,০০০ টাকা সরাসরি ছাড় এবং ৩,০০০ টাকা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট আছে। নির্বাচিত ব্যাঙ্কের কার্ডের ক্ষেত্রে এই অফার প্রযোজ্য। ওয়ানপ্লাস ১৩ সম্প্রতি ভারতে ৬৯,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছে। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর, ৬,০০০ এমএএইচ সিলিকন ন্যানোস্ট্যাক ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল ট্রিপল-ক্যামেরা সিস্টেম বর্তমান, যাতে ডুয়েল এক্সপোজার অ্যালগরিদম, ক্লিয়ার বার্স্ট এবং অ্যাকশন মোডের মতো বেশ কয়েকটি এআই ফিচার রয়েছে।

READ MORE:  Nothing Phone 3a Specification: অসাধারণ ক্যামেরার সঙ্গে আসছে Nothing Phone 3a, লঞ্চের আগে ডিজাইন প্রকাশ হল | Nothing Phone 3a Match 4 Launch Date

OnePlus 12

এই সেলে ওয়ানপ্লাস ১২ এর দাম ৮,০০০ টাকা কমানো হয়েছে। এছাড়াও ৪,০০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, যার ফলে মোট ডিসকাউন্ট ১২,০০০ টাকা হবে। ওয়ানপ্লাস ১২ ডিভাইসে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপ, চিত্তাকর্ষক ২কে ১২০ হার্টজ ProXDR ডিসপ্লে, ১০০ ওয়াট সুপারভুক চার্জিং এবং হ্যাসেলব্ল্যাড ক্যামেরা উপস্থিত।

OnePlus 12R

ওয়ানপ্লাস ১২আর সেলে ১০,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং ৩,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ বিক্রি হবে।

READ MORE:  খুব সস্তায় চমৎকার 5G ফোন আনছে Oppo, পাবেন OLED ডিসপ্লে ও 6500mAh ব্যাটারি

OnePlus Nord CE 4 Lite

হোলির আগে থেকে শুরু হওয়া এই বিশেষ সেলে OnePlus Nord CE4 Lite নির্বাচিত ব্যাঙ্ক কার্ডে ১,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ পাওয়া যাবে। OnePlus.in ও অফলাইন পার্টনার স্টোর থেকে এই অফার পাওয়া যাবে।

OnePlus Nord CE 4

ভ্যালেন্টাইন ডে সেল চলাকালীন ওয়ানপ্লাস নর্ড সিই ৪ এর দাম ২,০০০ টাকা কমানো হয়। এর পাশাপাশি এখন এর সাথে ২,০০০ টাকা ব্যাঙ্ক কার্ড অফার রয়েছে। ওয়ানপ্লাস নর্ড সিই ৪ স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই স্মার্টফোনে ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স সহ ৫০-মেগাপিক্সেল Sony LYT600 প্রাইমারি সেন্সর উপস্থিত। এর ফ্রন্ট ক্যামেরার রেজোলিউশন ১৬ মেগাপিক্সেল।

READ MORE:  Vivo V50 Camera: 6000mah ব্যাটারি ও 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার অনবদ্য ফোন Vivo V50 দেশে এল | Vivo V50 Launched India

Scroll to Top