শুরু হল সেল, নতুন iPad Air (2025), iPad (2025) কত দামে কিনতে পারবেন দেখে নিন
সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছিল iPad Air (2025), এবং ১১ তম প্রজন্মের iPad (2025)। গতকাল অর্থাৎ ১২ মার্চ বুধবার থেকে ভারতে এগুলোর সেল শুরু হয়েছে। ফিচারের কথা বললে, আইপ্যাড এয়ার ১১ ইঞ্চি এবং ১৩ ইঞ্চি স্ক্রিন সাইজে এসেছে। এতে অ্যাপল এম৩ চিপ ব্যবহার করা হয়েছে। অন্যদিকে, ১১ তম প্রজন্মেরআইপ্যাডে অ্যাপল এ১৬ চিপ এবং ১০.৯-ইঞ্চি স্ক্রিন পাওয়া যাবে। এতে ১২৮ জিবি স্টোরেজ অপশন রয়েছে।
অ্যাপল ভারতে আইপ্যাড এয়ার (২০২৫) মডেলটি ৫৯,৯০০ টাকায় লঞ্চ করেছে। এর ওয়াই-ফাই + সেলুলার মডেলও আছে, যার দাম ৭৪,৯০০ টাকা। ১৩ ইঞ্চি ওয়াই-ফাই মডেলের দাম ৭৯,৯০০ টাকা এবং ওয়াই-ফাই + সেলুলার মডেলের দাম ৯৪,৯০০ টাকা। এটি ব্লু, পার্পেল, স্পেস গ্রে এবং স্টারলাইট কালার অপশনে পাওয়া যাবে।
এদিকে অ্যাপল আইপ্যাড (২০২৫) ওয়াই-ফাই মডেলের দাম ৩৪,৯০০ টাকা। আর ওয়াই-ফাই + সেলুলার মডেলের দাম ৪৯,৯০০ টাকা। এই ট্যাবলেটটি ব্লু, পিঙ্ক, সিলভার এবং ইয়েলো কালারে এসেছে। এই দুই মডেল অ্যাপলের অফিসিয়াল সাইট থেকে কেনা যাবে।
ফিচারের কথা বললে, আইপ্যাড এয়ার (২০২৫) মডেলে ১১ ইঞ্চি লিকুইড রেটিনা এলসিডি ডিসপ্লে আছে। এর ১৩ ইঞ্চি মডেলও উপলব্ধ। এই আইপ্যাডটি অ্যাপল এম৩ চিপ এবং আইপ্যাডওএস ১৮ দ্বারা চালিচ। ফটোগ্রাফির জন্য এতে রয়েছে ১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং সেলফি ও ভিডিও কলের জন্য ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ১১ ইঞ্চি মডেলে ২৮.৯৩ ওয়াট আওয়ার ব্যাটারি রয়েছে, আর ১৩ ইঞ্চি মডেলে ৩৬.৫৯ ওয়াট আওয়ার ব্যাটারি দেওয়া হয়েছে। এতে অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার সাপোর্ট করবে
আইপ্যাড (২০২৫) এর কথা বললে, এতে ১০.৯-ইঞ্চি লিকুইড রেটিনা ডিসপ্লে উপস্থিত। এই ডিসপ্লের সর্বোচ্চ ব্রাইটনেস ৫০০ নিট পর্যন্ত। পারফরম্যান্সের জন্য এতে এ১৬ বায়োনিক চিপ ব্যবহার করা হয়েছে। আগের মডেলের তুলনায় আইপ্যাড ৩০ শতাংশ দ্রুত বলে দাবি করা হয়েছে। এই আইপ্যাডে কোম্পানির অ্যাপল ইন্টেলিজেন্স ফিচারের সুবিধা নেই। এর ব্যাটারি ২৮.৯৩ ওয়াট আওয়ার।
সম্প্রতি লঞ্চ হয়েছে OnePlus 13T ফ্ল্যাগশিপ স্মার্টফোন। এর পরপরই ওয়ানপ্লাস চায়নার প্রেসিডেন্ট লি জিয়ে ঘোষণা…
সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে দুর্যোগের সম্ভাবনা! আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক…
সৌভিক মুখার্জী, কলকাতা: সঞ্চয় সবাই করতে চায়। তবে সঞ্চয়ের মাঝে প্রতি মাসে নির্দিষ্ট আয় পেলে…
১লা মে থেকে ভারতীয় রেল টিকিট বুকিংয়ের নিয়মে বড় পরিবর্তন আসছে। যাত্রীদের সুবিধা ও প্রতারণা…
আইপিএল ২০২৫ এর ইতিহাসে এক অবিশ্বাস্য ঘটনা ঘটালেন মাত্র ১৪ বছরের বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের…
সৌভিক মুখার্জী, কলকাতা: যে সমস্ত বেকার যুবক-যুবতীরা কোন উন্নত সংস্থায় ইন্টার্নশিপ ট্রেনিং নিয়ে ক্যারিয়ার গড়তে…
This website uses cookies.