শোভন-বৈশাখীকে নিয়ে খবরের জের, Indiahood-এর কর্ণধারের বাড়িতে পুলিশ
শ্বেতা মিত্র, কলকাতা: শোভন চ্যাটার্জি ও বৈশাখী বন্দোপাধ্যায়কে (Sovan Baisakhi) নিয়ে খবরের জের, Indiahood.in -কে পুলিশের তরফে পাঠানো হল নোটিশ। শুধু তাই নয়, বৃহস্পতিবার সকালে একবার নয়,দু বার Indiahood.in -এর কর্ণধার কৃষ্ণচন্দ্র গরাই-এর বাড়িতে হানা দেয় পুলিশ।
গতকাল ২০ ফেব্রুয়ারি বারুইপুর সাইবার ক্রাইম পুলিশ স্টেশনের তরফে কৃষ্ণচন্দ্রের বাড়িতে হাজির হয় পুলিশ। মূলত শোভন চ্যাটার্জি ও বৈশাখী বন্দোপাধ্যায়কে নিয়ে একটি খবরের জেরে এদিন পুলিশ হানা দেয়। সেইসঙ্গে নোটিশ অবধি দেওয়া হয়েছে কৃষ্ণচন্দ্রকে।
ভারতীয় দণ্ড সংহিতার 79/352/356(2), 75 JJ Act, Sec 66, rw, Sec 43 IT ACT- এর আওতায় দায়ের হয়েছে মামলা। সেই সূত্রে নোটিশ সহ কৃষ্ণচন্দ্রের বাড়িতে দু’বার হানা দেয় পুলিশ।
আগামী ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২টোর মধ্যে তাকে থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে মামলা সংক্রান্ত সকল নথি নিয়ে আসতে বলা হয়েছে। জানা গিয়েছে, পুলিশের তরফে মামলা সংক্রান্ত পোস্টও ওয়েবসাইট থেকে মুছে ফেলার নির্দেশ দেওয়া হয় কর্ণধারকে।
আসলে গত ৯ ফেব্রুয়ারি ইন্ডিয়া হুডের তরফে শোভন-বৈশাখীকে নিয়ে একটি আর্টিকেল পাবলিশ করা হয়েছিল। যেটির মূল বিষয় ছিল, শোভনকে কী নামে ডাকে বৈশাখীর মেয়ে? ওই প্রতিবেদনে শোভনকে বৈশাখীর ‘সহবাস সঙ্গী’ বলে সম্বোধন করা হয়েছিল। আর সেই নিয়েই ইন্ডিয়া হুডের বিরুদ্ধে বারুইপুর সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে অভিযোগ জমা পড়ে। ‘সহবাস’ কথাটি কোথাও কুরুচিকর বলে উল্লেখ নেই। আমাদের প্রতিবেদনের মাধ্যমেও কাউকে ছোটো করার কোনও উদ্দেশ্য ছিল না। তবে এই শব্দ ব্যবহারের কারণে কারও যদি খারাপ লাগে তাহলে আমরা একান্ত ভাবে ক্ষমাপ্রার্থী।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিশ্ব রাজনীতিতে ভারত-রাশিয়াই দীর্ঘমেয়াদী বন্ধুত্ব্বের রেকর্ড গড়েছে। এবার সেই মিত্র দেশই ভারতকে…
Vivo ও তাদের সাব-ব্র্যান্ড iQOO বর্তমানে একাধিক স্মার্টফোন বাজারে আনার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানা…
দু’চাকার বৈদ্যুতিক গাড়ির বাজারে রীতিমতো জমি শক্ত করেছে বাজাজ অটো। বাজারের অংশীদারিত্ব আরও বাড়ানোর চেষ্টা…
Jio, Airtel এর পর ভারতের তৃতীয় বেসরকারি টেলিকম কোম্পানি হিসাবে 5G ট্রায়াল শুরু করল Vodafone…
শ্বেতা মিত্র, কলকাতা: আর রক্ষে নেই, আজ শনিবার থেকেই বাংলাজুড়ে ব্যাপক তাপপ্রবাহের সতর্কতা জারি করল…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৫ই মার্চ, শনিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
This website uses cookies.