শোরুমে যাওয়ার দিন ফুরালো, এবার ১০ মিনিটেই বাড়ির দরজায় আসবে নতুন গাড়ি
কুইক কমার্সের আবির্ভাবে অনলাইন শপিং এক নতুন উচ্চতায় পৌঁছে গিয়েছে। ঘরে বসে স্মার্টফোনে একটা টাচে অর্ডার করলে কয়েক মিনিটের মধ্যে বাড়ি চলে আসছে মুদিখানা, শাকসবজি থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিস। অর্ডারের ১০ মিনিটের মধ্যে পণ্য ডেলিভারির জন্য জনপ্রিয় হয়ে ওঠা এমনই এই সংস্থার নাম হল জেপ্টো (Zepto)। এবার তারা গাড়ি ডেলিভার করার পরিষেবাতেও নামতে চলেছে বলে জল্পনা ছড়িয়েছে।
জেপ্টোর একটি নতুন বিজ্ঞাপনে দেখা গিয়েছে, অর্ডার পিকআপ করার জন্য তাদের এক ডেলিভারি কর্মী স্কোডা (Skoda) কোম্পানির শোরুমে ঢুকছেন। একটু অবাক হয়ে শোরুম থেকে কী এমন অর্ডার তুলতে হবে এই প্রশ্ন ম্যানেজারকে করলে, তিনি ট্রাকে জেপ্টোর কভারে ঢাকা একটি গাড়ি দেখিয়ে দেন। তারপর ওই কর্মী ট্রাক নিয়ে বেড়িয়ে পড়েন। বিজ্ঞাপনে স্কোডার নতুন Kylaq এসইউভি-কে দেখানো হয়েছে।
এই ভিডিয়ো প্রকাশ হতেই জল্পনা শুরু হয়ে গিয়েছে, তাহলে কি জেপ্টো এবার ১০ মিনিটে গাড়ি ডেলিভারি দেবে? এই প্রশ্নের উত্তর অবশ্য ৮ ফেব্রুয়ারি পাওয়া যাবে বলে নিশ্চিত করেছে সংস্থা। জেপ্টো মূলত বাড়ি বাড়ি কয়েক মিনিটের মধ্যে মুদিখানার জিনিসপত্র পৌঁছে দিয়ে খ্যাতি লাভ করেছে, ফলে গাড়িতে কীভাবে একই ব্যবসায়িক মডেল প্রয়োগ করা যাবে, সেই নিয়ে প্রশ্ন উঠছে।
এমনও হতে পারে যে প্রকৃত গাড়ি ডেলিভারির বদলে জেপ্টো ও স্কোডা হাত মিলিয়ে টেস্ট ড্রাইভ বুকিং, সার্ভিসিং বা অফিসিয়াল আনুষাঙ্গিক সরবরাহ করবে। বিজ্ঞাপনটির সঙ্গে অনেকেই ব্লিঙ্কিটের আইফোন ডেলিভারির তুলনা টেনেছেন। তবে মনে রাখত হবে, অটোমোবাইল শিল্পের ক্ষেত্রে বিষয়টা ততটা সহজ না। কারণ গাড়ি কেনা একট সময়সাপেক্ষ প্রক্রিয়া। ৮ ফেব্রুয়ারি জেপ্টো ঠিক কী ঘোষণা করে সেই দিকেই তাকিয়ে সবাই।
Honor 400 সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ হতে আর বেশি দেরি নেই। এই লাইনআপে একাধিক ফোন…
Lenovo Idea Tab Pro জানুয়ারি মাসে কনজিউমার ইলেকট্রনিক্স শো-তে গ্লোবাল মার্কেটের জন্য লঞ্চ হয়েছিল। এবার…
এই মুহূর্তে যদি আপনি প্রতি মাসে অর্থ উপার্জনের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করতে…
প্রীতি পোদ্দার, ইসলামাবাদ: এবার বিমান থেকে স্রেফ চুরি গেল চাকা! অবাক কাণ্ডে শোরগোল পড়ে গেল…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ ভারতীয় প্রতিরক্ষা খাতের একটি গুরুত্বপূর্ণ নাম হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (Hindustan Aeronautics Limited)।…
ভারতের সফট ড্রিংস বাজারের প্রতিযোগিতা এখন তুঙ্গে। কোকাকোলা এবং রিলায়েন্সের ক্যাম্পা যখন বাজার কাপাচ্ছে, ঠিক…
This website uses cookies.