সক্রিয় ঘূর্ণাবর্ত, কিছুক্ষণেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় তেড়ে বৃষ্টি! আবহাওয়ার খবর
শ্বেতা মিত্র, কলকাতাঃ কাঁটায় কাঁটায় যেন মিলে গেল আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস। শুক্রবার সকাল থেকেই মেঘলা হয়ে রয়েছে কলকাতা সহ একাধিক জেলার আকাশ। সেইসঙ্গে বইছে ফুরফুরে হাওয়া। তাপমাত্রাও যেন বেশ খানিকটা কমেছে বলে মনে করা হচ্ছে। এদিকে আজ থেকেই বেশ কিছু জেলায় ঝেঁপে বৃষ্টি নামবে বলে আভাস দিয়েছে হাওয়া অফিস। সবথেকে বড় কথা, ভিজবে কলকাতাও। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। আসলে সবটাই হতে চলেছে ঘূর্ণাবর্তের দৌলতে।
বাংলার আবহাওয়া (Weather Update) সম্পর্কে বড় তথ্য দিয়েছে মৌসম ভবন। জানা গিয়েছে, উপ-হিমালয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত এবং দক্ষিণ-পূর্ব মধ্যপ্রদেশের দিকে প্রসারিত একটি নিম্নচাপের সঙ্গে ক্রমশ বদলাতে চলেছে আবহাওয়া। এই দুই সিস্টেমের জেরে আজ থেকেই কলকাতা শহর সহ জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত, বজ্রপাত এবং দমকা হাওয়া বইবে।
আজ ৪ এপ্রিল কলকাতা ও দক্ষিণবঙ্গে বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইবে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। রয়েছে কালবৈশাখির জোরালো সম্ভাবনা। ফলে আপনারও যদি বাড়ি থেকে বেরনোর পরিকল্পনা হয়ে থাকে তাহলে সঙ্গে ছাতা রাখতে কিন্তু মোটেও ভুলবেন না। ভুললে মাশুল গুনতে হবে আপনাকেই।
হাওয়া অফিসের তরফে এদিন কলকাতা শহর সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কালবৈশাখীর পূর্বাভাসও জারি করা হয়েছে। শনিবার এবং রবিবার বৃষ্টি কিছুটা কমবে। আবার সোমবার ঝড়বৃষ্টি হতে পারে। আগামী সপ্তাহের শুরু থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যা কিনা চলতে পারে বৃহস্পতিবার পর্যন্ত বলে খবর।
আবহাওয়াবিদরা জানিয়েছেন,কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি-সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামবে।
সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান বিশ্ববাজারে এক বড়সড় পরিবর্তনের সাক্ষী থাকতে চলেছে আন্তর্জাতিক অপরিশোধিত তেলের বাজার।…
সৌভিক মুখার্জী, কলকাতা: ভ্যাঁপসা গরমের দাপটে নাজেহাল গোটা দেশবাসী। দুপুরের রোদ যেন অগ্নিপরীক্ষা হয়ে উঠেছে।…
সৌভিক মুখার্জী, কলকাতা: অর্থবছরের শুরুতেই ভারতীয় রিজার্ভ ব্যাংক নতুন এক চমক নিয়ে হাজির। এবার বাজারে…
শ্বেতা মিত্র, কলকাতা: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য দারুণ সুখবর। এবার ব্যাঙ্কে ঢুকতে চলেছে আরও কাঁড়ি…
Samsung Galaxy A55 5G ফোন ব্যবহারকারীদের জন্য অবশেষে One UI 7.0 বিটা পোগ্রাম রোল আউট…
স্মার্টফোন এখন আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে, কল করার পাশাপাশি বিভিন্ন কাজে এই…
This website uses cookies.