সড়কপথে মেঘালয়ের সঙ্গে কলকাতার দূরত্ব কমবে ৭০০ কিমি! নতুন আর্থিক করিডোরের ভাবনা
শ্বেতা মিত্র, কলকাতা: কলকাতা সহ ভারতের অন্যান্য রাজ্যের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত করতে চাইছেন মেঘালয় সরকার। সে জন্য নতুন সড়ক পথের পরিকল্পনা করা হয়েছে। এই পথ তৈরি হলে মেঘালয়ের সঙ্গে সরাসরি যুক্ত হবে কলকাতা। সম্ভাব্য এই পথ তৈরি হতে পারে বাংলাদেশের মধ্যে দিয়ে। কারণ, পশ্চিমবঙ্গ ও মেঘালয়ের কিছু অংশ বাংলাদেশের সীমানা।
কলকাতার সঙ্গে মেঘালয়কে সড়ক পথে যুক্ত করতে হলে নতুন পথ বাংলাদেশের ভিতর দিয়ে করতে হবে। যদিও পরিকল্পনা এখনও চূড়ান্ত নয়। বিষয়টি আপাতত প্রাথমিক স্তরে রয়েছে। সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এই উদ্যোগ বাস্তবায়ন হতে পারে হিলি-মহেন্দ্রগঞ্জ আন্তর্জাতিক অর্থনৈতিক করিডরের মাধ্যমে। হিলি পশ্চিমবঙ্গ – বাংলাদেশ সীমানায় অবস্থিত, মহেন্দ্রগঞ্জ মেঘালয় – বাংলাদেশ সীমান্তে অবস্থিত।
মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা বলেছেন, ‘পশ্চিমবঙ্গের হিলি ও মেঘালয়ের মহেন্দ্রগঞ্জের মধ্যে যদি বাংলাদেশের মাধ্যমে সংযোগ স্থাপিত হয়, তাহলে মেঘালয়, বরাক উপত্যকা ও ত্রিপুরা সরাসরি কলকাতার সঙ্গে সবচেয়ে কম দূরত্বে যুক্ত হতে পারবে। সেক্ষেত্রে দূরত্ব ৬০০-৭০০ কিলোমিটার কমে যাবে।’
শুধু তাই নয়, কলকাতা থেকে তুরা, বাঘমারা, ডালু ও ডাউকি মতো গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াত আরো সুবিধাজনক হবে, বাঁচবে সময়। এই সড়ক পথ বাস্তবে তৈরি করা সম্ভব কি না, সেটা তলিয়ে দেখার জন্য হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের প্রস্তুত করা সড়কের রূপরেখা বাংলাদেশের কাছে পাঠানো হয়েছে বলে খবরে প্রকাশ।
পশ্চিমবঙ্গ থেকে অনেকেই মেঘালয় পর্যটক হিসেবে ঘুরতে যান। যেহেতু এ রাজ্য থেকে মেঘালয়ের দূরত্ব অনেকটাই যার ফলে যাতায়াতের খরচ অনেকটাই বেশি থাকে। এই রাস্তা যদি সত্যিকারে তৈরি করা সম্ভব হয় তাহলে যাতায়াতের সময় যেমন কমবে তেমনি খরচও অনেকটা কমবে বলে আশা করা হচ্ছে।
প্রীতি পোদ্দার, কলকাতা: বাকি দিনগুলির মত গত ২২ এপ্রিল, মঙ্গলবারেও কাশ্মীরের ‘মিনি সুইজারল্যান্ড’ নামে পরিচিত…
ওটিটি প্ল্যাটফর্মে সাহসী এবং ব্যতিক্রমী কনটেন্টের চাহিদা বাড়ছে। এই ধারার মধ্যেই উল্লু অ্যাপে সম্প্রতি মুক্তি…
সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সংবাদ। এবার রাজ্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে প্রচুর শূন্যপদে…
২০২৫ সাল থেকে ভারতে শ্রম আইনে এমন কিছু বড় পরিবর্তন আসতে চলেছে যা দেশজুড়ে সমস্ত…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘদিন পর অন্যায়ের প্রতিবাদ করেছে ভারত। পহেলগাঁও জঙ্গি হামলায় 26 জন নিরাপরাধ…
সৌভিক মুখার্জী, কলকাতা: এবার সেভিংস অ্যাকাউন্টে (Savings Account) মাস শেষে মোটা অঙ্কের টাকা জমবে। হ্যাঁ,…
This website uses cookies.