সবচেয়ে কম দামে 144Hz ডিসপ্লে ও এই স্ন্যাপড্রাগন প্রসেসর, আজ সেল শুরু iQOO Neo 10R ফোনের
মার্চের দ্বিতীয় সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল iQOO Neo 10R। আর আজ এটি প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ হতে চলেছে। দুপুর ১২টায় অ্যামাজন ও আইকো ই-স্টোর থেকে ডিভাইসটি কেনা যাবে। সেল উপলক্ষে এর সাথে ব্যাঙ্ক অফারের ঘোষণা করেছে সংস্থাটি। ফিচারের কথা বললে, iQOO Neo 10R স্মার্টফোনে আছে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসর ও ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ।
আইকো নিও ১০আর তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে। এগুলি হল ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ। এদের দাম যথাক্রমে ২৬,৯৯৯ টাকা, ২৮,৯৯৯ টাকা এবং ৩০,৯৯৯ টাকা।
সেল উপলক্ষে আজ ১৯ মার্চ এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টে ২,০০০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। আবার পুরানো ফোনের এক্সচেঞ্জ করলে ২,০০০ টাকা অতিরিক্ত বোনাস দেওয়া হবে। ডিভাইসটি ৬ মাসের নো কস্ট ইএমআই অফার সহ কেনার সুযোগ রয়েছে।
আইকো নিও ১০আর এর সামনে দেখা যাবে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং 1.5K রেজোলিউশনের ৬.৭৮-ইঞ্চি AMOLED ডিসপ্লে আছে। এই ডিসপ্লেটি ৪৫০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে রয়েছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আর ডিভাইসটির পিছনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল Sony IMX882 OIS প্রাইমারি সেন্সর এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স।
পারফরম্যান্সের জন্য iQOO Neo 10R হ্যান্ডসেটে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচওএস ১৫ কাস্টম স্কিনে চলবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ৬৪০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট করবে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ আসা এই ডিভাইসে আইপি৬৫ ধুলো এবং জল প্রতিরোধী রেটিং উপস্থিত।
সম্প্রতি ১ জানুয়ারি, ২০২৬ থেকে কার্যকর অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) গঠনের অনুমোদন দিয়েছে…
এবার ধীর চার্জিং সমস্যার সম্মুখীন Redmi Note 13 এবং Note 12S ফোন ব্যবহারকারীরা। তারা অভিযোগ…
ডুকাটি অপেক্ষার অবসান ঘটিয়ে তাদের সবচেয়ে সস্তা মোটরসাইকেল ভারতে লঞ্চের ঘোষণা করল। নতুন মডেলটির নাম…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ হাওড়া স্টেশন (Howrah Station) ভারতের অন্যতম ব্যস্ততম একটি রেল স্টেশন। প্রতিদিন হাজার…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি ISL মরসুমে লিগ শিল্ড ঘরে তুলে এখন কাপ জেতাই লক্ষ্য হয়ে…
পশ্চিমবঙ্গ সরকার তার কর্মচারীদের জন্য বোনাস বৃদ্ধির (Bonus Hike) ঘোষণা করেছে। তবে, সমস্ত কর্মচারী এই…
This website uses cookies.