সবচেয়ে সস্তায় ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার সেরা ৩ স্মার্টফোন, Redmi, Poco ও Tecno আছে লিস্টে
বাজারে ভালো ক্যামেরা ফোনের ডিমান্ড অনেক। এই কারণে ব্র্যান্ডগুলি ২০০ মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা সহ একাধিক স্মার্টফোন বাজারে এনেছে। যদিও এই এদের দাম কিছুটা বেশি। তবে আজ আমরা সস্তায় অর্থাৎ ১০,৯৯৯ টাকা থেকে শুরু ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার কয়েকটি ফোন সম্পর্কে বলবো। এদের মধ্যে Redmi, Poco ও Tecno ব্র্যান্ডের হ্যান্ডসেট আছে। আসুন কোন স্মার্টফোনের দাম কত দেখে নেওয়া যাক।
রেডমি ১৩ ৫জি এর ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ফ্লিপকার্টে ১২,৩৯৯ টাকায় কেনা যাবে। এর সাথে ১,৫০০ টাকার ব্যাঙ্ক অফার পাওয়া যাবে। এই ফোনে আছে ৬.৭৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি, স্ন্যাপড্রাগন ৪ জেন ২ এই প্রসেসর, ১০৮ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা ও ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এতে ৫০৩০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
পোকোর সবচেয়ে সস্তা ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ফোনটি বর্তমানে অ্যামাজনে ১০,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। ব্যাঙ্ক অফারে আরও ৭৫০ টাকা ছাড় দেওয়া হবে। Poco M6 Plus 5G ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান, যার প্রাইমারি সেন্সর ১০৮ মেগাপিক্সেল। প্রাইমারি সেন্সরটি ৩এক্স ইন-সেন্সর জুম সাপোর্ট করে। এর সামনে আছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনে ৫০৩০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ডিভাইসে ৬.৭৯ ইঞ্চি LCD ডিসপ্লে আছে যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে।
ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ আসা টেকনোর এই ফোনটি অ্যামাজনে ১১,৯৯৯ টাকায় কেনা যাবে। এর সাথে ১,০০০ টাকা ব্যাঙ্ক ছাড় দেওয়া হবে। এতে এলসিডি ডিসপ্লে আছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট ব্যবহার করা হয়েছে। এতে ১০৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা উপস্থিত। এই ক্যামেরায় শুটিং মোড, সুপার নাইট মোড, টাইম-ল্যাপস এবং ডুয়াল ভিডিওর মতো অনেক মোড সাপোর্ট করবে। ফোনের সামনের ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উপস্থিত। এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৫ই মার্চ, শনিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Realme 14 Pro সিরিজ জানুয়ারিতে ভারতে পা রেখেছে। আবার মার্চের প্রথমে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের মঞ্চে…
বেঙ্গালুরুর সংস্থা Oben Electric গত বছরের শেষে Rorr EZ নামে একটি বৈদ্যুতিক মোটরসাইকেল লঞ্চ করেছিল।…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ থেকে ১০ বছর আগে ১০০০ টাকার ক্রয়ক্ষমতা কেমন ছিল, কোনও ধারণা…
Oppo গত ডিসেম্বরে Dimensity 7300 চিপসেটের সাথে A5 Pro স্মার্টফোন লঞ্চ করছিল। পাওয়ারফুল বডি স্ট্রাকচারের…
শ্বেতা মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে ততই হু হু করে বেড়েই চলেছে বন্দে ভারত (Vande…
This website uses cookies.