iQOO Z10 ভারতে ১১ এপ্রিল আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে চলেছে। নতুন মডেলটির সবচেয়ে আলোচিত ফিচার হল বিশাল ৭,৩০০ এমএএইচ ব্যাটারি, যা বর্তমানে মূলধারার ব্র্যান্ডদের বিক্রিত ফোনগুলির মধ্যে সবচেয়ে বড়। কোম্পানি ইতিমধ্যেই স্মার্টফোনটির ডিজাইন, রঙের বিকল্প এবং বৈশিষ্ট্য প্রকাশ করেছে। সম্প্রতি, আইকিউ ডিভাইসটির দাম এবং চিপসেটের নামও নিশ্চিত করেছে। iQOO Z10 মডেলে Snapdragon 7s Gen 3 প্রসেসর থাকবে।
iQOO Z10 দাম ও স্টোরেজ অপশন
কোম্পানি তাদের এক্স (সাবেক টুইটার) পোস্টের মাধ্যমে জানিয়েছে, আইকিউ জেড১০ এর দাম ২২,০০০ টাকার কম হবে। উল্লেখ্য,আগে একটি ফাঁস হওয়া প্রতিবেদনে ফোনটির ১২৮ জিবি স্টোরেজ সহ বেস মডেলের মূল্য ২১,৯৯৯ টাকা থেকে শুরু হবে বলে দাবি করা হয়েছিল। সাথে ২৫৬ জিবি স্টোরেজ ভেরিয়েন্টও থাকবে বলে আশা করা হচ্ছে।
পাওয়ারফুল ৭,৩০০ এমএএইচ ব্যাটারি ছাড়াও, আইকিউ জেড১০ এর আরেকটি বিশেষত্ব হল আল্ট্রা ফাস্ট চার্জিং। ফোনটি ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ সমর্থন করবে বলে নিশ্চিত করা হয়েছে। কোম্পানি দাবি করেছে যে, মাত্র ৩৩ মিনিটে ফোনটি সম্পূর্ণ চার্জ হয়ে যাবে।।আবার তাৎপর্যপূর্ণ বিষয় হল, এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও, ডিভাইসটি বেশি মোটা হবে না। পুরুত্ব মাত্র ৭.৮৯ মিমি হবে। ওজন থাকবে ১৯৯ গ্রাম।
আইকিউ জেড১০ কোয়াড-কার্ভড অ্যামোলেড ডিসপ্লের সাথে আসবে। ফোনটি দুটি রঙের বিকল্পে পাওয়া যাবে, যথা গ্লেসিয়ার সিলভার এবং স্টেলার ব্ল্যাক। ১২৮ জিবি এবং ২৫৬ জিবি স্টোরেজ অপশন থাকার কথা জানা গেলেও, র্যাম কতটা পাওয়া যাবে সেটা এখনও অজানা। ফোনটির ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ২ মেগাপিক্সল ডেপ্থ সেন্সর থাকার সম্ভাবনা রয়েছে।