সব সমস্যা দূর, যাত্রীদের সময় বাঁচাতে শিয়ালদা স্টেশনে চালু হল নতুন পথ
প্রীতি পোদ্দার, কলকাতা: পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতের সবথেকে ব্যস্ততম স্টেশনের মধ্যে অন্যতম হল শিয়ালদহ রেলওয়ে স্টেশন (Sealdah Station)। ব্রিটিশ আমলে নির্মিত এই স্টেশন থেকেই যাত্রীদের এক জায়গা থেকে অন্যত্র যাওয়ার সুবিধা পাওয়া যায়। তাইতো দেশের দ্বিতীয় বৃহত্তম এই স্টেশন ছুঁয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করেন। এককথায় কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলেকর মানুষের জন্য শিয়ালদহ স্টেশনের গুরুত্ব অপরিসীম। সেই কারণে ভারতীয় রেল যাত্রী সুবিধার্থে একের পর এক নয়া উদ্যোগ নিয়েই চলেছে। সম্প্রতি আরও একটি নয়া ব্যবস্থা গ্রহণ করা হয়েছে শিয়ালদহ স্টেশনে যার দরুন লক্ষাধিক যাত্রীর বড় সুবিধা মিলতে চলেছে।
কোনো সময়ই শিয়ালদহ স্টেশন বাকি অন্যান্য স্টেশনের মত ফাঁকা পাওয়া যায় না। ভোর বেলা খবরের কাগজের ভিড় যেমন দেখা যায় শিয়ালদহ স্টেশনে, ঠিক তেমনি সাত সকালে অনেকেই ফুল সবজি নিয়ে ট্রেনে ওঠেন, বেলা বাড়লে ভিড় বাড়তে থাকে চাকরিজীবী এবং নিত্যযাত্রীদের। কলকাতা শহর ও মফস্বলের এক অন্যতম প্রাণকেন্দ্র হল এই শিয়ালদহ স্টেশন। কিন্তু বিগত বেশ কয়েক মাস ধরে যাত্রীদের এক জটিল সমস্যার মুখে পড়তে হচ্ছে। স্টেশনের বাহির এবং প্রবেশ পথে অটো এবং ট্যাক্সির দাপট বাড়তে থাকায় যানজটের সমস্যার মধ্যে পড়তে হয় যাত্রীদের। তাই সেই সমস্যা এবার সম্পূর্ণ নির্মূল করতে বড় উদ্যোগ নিল স্টেশন কর্তৃপক্ষ ।
রেল সূত্রে জানা গিয়েছে, যাত্রীদের সুবিধার্থে এবং স্টেশনের প্রবেশ ও বাহির পথের ভিড় কমানোর উদ্দেশ্যে শিয়ালদহ স্টেশনে একটি নতুন প্রবেশ ও বাহির গেট চালু করা হয়েছে। শিয়ালদহ দক্ষিণ স্টেশনের এই নতুন গেটটি কৌশলগতভাবে এমনভাবে স্থাপন করা হয়েছে, যাতে যাত্রীদের জন্য স্টেশনে পৌঁছানো আরও সহজ ও সুবিধাজনক হয়। এরফলে একদিকে যেমন যাত্রীদের যাতায়াতের পথে ধাক্কাধাক্কির ঘটনা কমবে। ঠিক তেমনই দুর্ঘটনার আশঙ্কাও হ্রাস পাবে বলে আশাবাদী রেলকর্তাদের একাংশ। এছাড়াও এই নতুন গেটটি নিরাপত্তার দিক থেকেও বেশ গুরুত্বপূর্ণ, কারণ এটি অতিরিক্ত নজরদারি এবং মনিটরিং ব্যবস্থার সুযোগ করে দেবে। আর এই ইউ গোটা বিষয়টি তদারকি করছেন শিয়ালদহের ডিআরএম দীপক নিগম। জানা যাচ্ছে এই অত্যাধুনিক যাত্রী পরিষেবা অর্থনীতির বিষয়টিকেও চাঙ্গা করতে সাহায্য করবে।
এছাড়াও স্টেশনে ট্রেন ধরার তাড়ায় অনেকেই দৌড়োদৌড়ি করেন। সেই সময় পা পিছলে ছোট বড় দুর্ঘটনার মুখোমুখি হন বহু যাত্রী। তাই এই ধরনের সমস্যা থেকে যাত্রীদের রেহাই দিতে শিয়ালদহ স্টেশনের প্রায় পুরো অংশের মেঝে তুলে ফেলে নতুন করে গড়া হবে। পা পিছলে যাবে না, এমন আধুনিক টালি দিয়ে মুড়ে ফেলা হবে স্টেশনের মেঝে। সাড়ে ৭ হাজার বর্গমিটার এলাকাজুড়ে এই কাজ হবে। এছাড়াও বসবে ডিভিও ওয়াল, ডিসপ্লে বোর্ড, ট্রেনের সময়সূচি জানানোর জন্য ডিজিটাল বোর্ড। আর এসব কিছুর জন্য খরচ ধরা হয়েছে ২৭ কোটি। আশা করা যাচ্ছে, আগামী বছর বিধানসভা ভোটের ঠিক আগে নবরূপে শিয়ালদহ স্টেশনের উদ্বোধন হবে।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
এখানে আমরা ১০ হাজার টাকার কমে দুর্দান্ত ক্যামেরা সহ লঞ্চ হওয়া ডিভাইসগুলি সম্পর্কে বলবো। এই…
Samsung Galaxy M16 5G ফোনটি ১২ হাজার টাকার কমে বাড়ি নিয়ে যাওয়া যাবে। সুমন পাত্র,…
মোটোরোলা এজ ৬০ ফিউশন ৫জি আগামী ২ এপ্রিল ভারতে লঞ্চ হবে। এই দিন দুপুর ১২…
জিও ইলেকট্রিক সাইকেল ই-ভেহিকল জগতে নতুন আলোড়ন সৃষ্টি করেছে! যারা কম দামে অসাধারণ রেঞ্জ ও…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ২৬শে মার্চ, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) আপনার জন্য কী নিয়ে…
boAt Storm Infinity এর দাম ১,২৯৯ টাকা রাখা হয়েছে এবং নির্বাচিত ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে ১০০…
This website uses cookies.