সময়ে পদক্ষেপ না নিলে বাতিল হতে পারে প্যান কার্ড, সতর্ক করল সিবিডিটি – জানুন শেষ তারিখ
যদি আপনি আধার এনরোলমেন্ট আইডির (Aadhaar Enrolment ID) মাধ্যমে প্যান কার্ড তৈরি করে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে গুরুত্বপূর্ণ একটি আপডেট। কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ড (CBDT) জানিয়েছে, ১ অক্টোবর ২০২৪-এর আগে যাঁরা এনরোলমেন্ট আইডির মাধ্যমে প্যান পেয়েছেন, তাঁদের ৩১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে আসল আধার নম্বর আপডেট করতেই হবে।
CBDT স্পষ্ট জানিয়ে দিয়েছে—উল্লেখিত সময়সীমার মধ্যে যদি মূল আধার নম্বর জমা না দেন, তাহলে সেই প্যান কার্ড অকার্যকর হয়ে যেতে পারে। শুধু তাই নয়, সেই সঙ্গে আয়কর রিটার্ন (ITR) দাখিল করাও জটিল হয়ে উঠবে।
আপডেট না করলে হতে পারে এইসব সমস্যা:
– প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে
– ITR ফাইল করা যাবে না
– ব্যাংকিং এবং আর্থিক লেনদেন ব্যাহত হবে
– বিনিয়োগ, সম্পত্তি ক্রয়-বিক্রয়ে সমস্যা হতে পারে
না, যারা এনরোলমেন্ট আইডির মাধ্যমে প্যান পেয়েছেন, তাঁদের জন্য আধার নম্বর আপডেট করতে কোনও অতিরিক্ত ফি লাগবে না। তবে সাধারণ নাগরিকদের জন্য প্যান-আধার লিঙ্ক করার শেষ তারিখ ছিল ৩০ জুন ২০২৩, এরপর থেকে এটি করতে হলে ১০০০ টাকা ফি দিতে হয়।
১. আয়কর বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে যান
২. প্যান ও আধার নম্বর লিখুন
৩. OTP যাচাই করুন
৪. আধার নম্বর সফলভাবে লিঙ্ক হয়ে যাবে
যদি আপনার প্যান কার্ড আধার এনরোলমেন্ট আইডির মাধ্যমে জারি হয়ে থাকে, তাহলে দেরি না করে ৩১ ডিসেম্বর ২০২৫-এর আগেই আসল আধার নম্বর আপডেট করে ফেলুন। এতে আপনার প্যান অ্যাক্টিভ থাকবে এবং সমস্ত আয়কর সংক্রান্ত কাজ নির্বিঘ্নে চালিয়ে যেতে পারবেন।
আপনার বাড়িতে কি এখনো এলপিজি গ্যাসের সংযোগ (LPG Gas Connection) নেই? তাহলে আপনার জন্য রয়েছে…
ভিভো আগামী ২১ এপ্রিল তাদের নতুন হাই-এন্ড স্মার্টফোন, Vivo X200 Ultra লঞ্চ করতে চলেছে। এই…
সৌভিক মুখার্জী, কলকাতা: নববর্ষ মানেই নতুন স্বপ্ন। কিন্তু এবার নববর্ষের প্রথম দিনেই যেন স্বপ্ন ভেঙে…
সৌভিক মুখার্জী, কলকাতা: দীঘার জগন্নাথ মন্দিরের (Jagannath Temple) উদ্বোধন নিয়ে এখন জল্পনা তুঙ্গে। আগামী ৩০শে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভাগ্য খুলতে চলেছে দেশের লাখ লাখ বেকার যুবক-যুবতীর! শ্রম মন্ত্রকের সাথে বিরাট…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করায় কোনওরকম ক্ষতি হবে না, বলেই জানিয়েছিল বাংলাদেশ…
This website uses cookies.