লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

সময় বাঁচাতে গিয়ে যেতে বসল প্রাণ! রেলিং টপকাতে গিয়ে উল্টে পাথরে মাথা ঠুকলো যুবকের

Published on:

ভারতবর্ষের মতো জনবহুল দেশে মানুষজনকে নিয়ন্ত্রণ করা ভীষণই দুর্বিষহ একটা কাজ। কারণ এখানে মানুষজনকে কথা শোনানোটা একটা বিরাট বড় চ্যালেঞ্জ। একই সঙ্গে নজরদারির অভাব তো রয়েছেই যার কারণে ঘটে যায় বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের বড়সড় দুর্ঘটনা।

কানে হেডফোন লাগিয়ে রাস্তা পারাপার থেকে লাইন পারাপার করা হোক কিংবা ওভারব্রিজ, ফুট ব্রিজ না নিয়ে লাইন টপকে এপার ওপার করা মানুষের কোন‌ও স্বভাবই যায় না। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও যেখানে দেখা গেছে সময় বাঁচাতে গিয়ে নিজের প্রাণ হারাচ্ছিলেন এক যুবক।

READ MORE:  রাখে হরি তো মারে কে! ট্রেনের তলায় শরীরের অর্ধেক, সহযাত্রীর সহায়তায় প্রাণ ফিরে পেলেন যুবক, হাড় হিম করা ভিডিও

ঘটনা কি? ‘অফিসিয়াল সুনীল বালওয়াদা’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গেছে, এক যুবক সময় বাঁচানোর জন্য বুক সমান রেলিং টপকে পাড়ে যাওয়ার চেষ্টা করছিলেন। ওভারব্রিজ, সাবওয়ে থাকা সত্ত্বেও সেইসবের ধার ধারেননি তিনি। সোজা টপকানোর চেষ্টা করেন। আর তাতেই বিপত্তি।

মোবাইল ক্যামেরায় বন্দি হওয়া ওই ভিডিওটিতে দেখা গেছে, রেললাইনের পাশ দিয়ে নেমে দুই লাইনের মাঝে থাকা রেলিংয়ে চড়ে বসে ওই যুবক। তারপর দুই পা ঘুরিয়ে রেলিং থেকে নামতে গিয়ে টাল সামলাতে না পেরে সজোরে পড়েন নিচে। জানা গেছে এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের একটি রেল স্টেশনে। ‌

READ MORE:  New Song Of Dhanashree Verma: 'তোমাকে অন্যের বিছানায় শুতে দেখেছি', চাহালের সাথে ইতি টেনেই ধনশ্রীর ... | New Song Of Dhanashree Verma

ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গেছে, রেল লাইনের উপর পড়ে থাকা পাথরে সজোড়ে মাথা ঢুকে যায় ওই যুবকের। বেকায়দায় পড়ার জন্য বেশ গুরুতরই আঘাত লেগেছে ওই যুবকের। একেই বলে হয়ত যেচে বিপদ ডেকে আনা। বারবার নিষেধ করা সত্ত্বেও হুঁশ ফিরে না আমজনতার। আর যার জেরেই ঘটে যায় বিপত্তি।

 

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.