সমস্ত গাড়ি এবার মেড-ইন-ইন্ডিয়া! দেশেই ইলেকট্রিক বাইক উৎপাদন করবে Honda

দেশজুড়ে বাড়ছে ইলেকট্রিক টু হুইলারের সংখ্যা ও ব্যবহার। তবে পেট্রল চালিত বাইকের স্তরে এই উৎপাদন নিয়ে যেতে আরও কয়েক বছর অপেক্ষা করতে হবে। দেশের বিপুল জনগণের চাহিদা মেটাতে প্রস্তুতি চালু করে দিয়েছে জাপানি কোম্পানি হোন্ডা। এদিন, কোম্পানির তরফে ভারতে ইলেকট্রিক বাইকের জন্য নতুন কারখানা গড়ার কথা নিশ্চিত করা হয়েছে। হোন্ডা জানিয়েছে, ২০২৮ সালের মধ্যে এই কারখানায় সম্পূর্ণ পরিচালনা শুরু হবে। এখানে ই-বাইক তৈরি করে রপ্তানি হবে বিভিন্ন মার্কেটে।

READ MORE:  2025 Honda Activa Launch: স্মার্ট ফিচার্সের সঙ্গে বাজার কাঁপাতে হাজির নতুন Honda Activa, পাবেন ডিজিটাল স্ক্রিন, ব্লুটুথ | 2025 Honda Activa Launched

এই কারখানায় তৈরি করা হবে শুধু ইলেকট্রিক টু হুইলার। বর্তমানে, বিশ্বের মধ্যে সবথেকে বড় বাইক এবং স্কুটারের বাজার ভারত। এই মুহূর্তে যার সিংহভাগ পেট্রল অর্থাৎ জীবাশ্ম জ্বালানি চালিত মোটরসাইকেল দখল করে রাখলেও, ধীরে ধীরে ইলেকট্রিক বাইকের চাহিদা বাড়তে থাকবে বলে মনে করছে হোন্ডা। ভবিষ্যৎ চাহিদা মেটানোর উদ্দেশ্যে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে দেখছে জাপানি কোম্পানি।

READ MORE:  মার্চে ব্যাপক সস্তা হল Hyundai-এর জনপ্রিয় গাড়ি, 55,000 টাকা ডিসকাউন্টে বাড়ি আনুন

ইলেকট্রিক বাইকের জন্য দেশে আরও চার্জিং স্টেশন তৈরি করবে হোন্ডা। বর্তমানে, কোম্পানির যে ৬০০০ ডিলারশিপ রয়েছে তাকে সম্প্রসারণ করা হতে পারে, এমনটা জানা গিয়েছে। ২০৩০ সালের মধ্যে গ্লোবাল মার্কেটে ৩০টি ইভি টু-হুইলার আনার লক্ষ্যমাত্রা নিয়েছে হোন্ডা। আগামীদিনে আরও ফিক্সড ব্যাটারি চালিত দুই চাকার গাড়ি লঞ্চের পরিকল্পনা কোম্পানির। প্রসঙ্গত, চলতি মাসে Activa e এবং QC1 ইলেকট্রিক স্কুটার প্রকাশ করেছে হোন্ডা।

READ MORE:  2025 Honda Hornet 20 Launch: পালসার-অ্যাপাচির ঘুম কেড়ে লঞ্চ হল নতুন Honda Hornet, লুকস ও ফিচার্সে মুগ্ধ হবেন | 2025 Honda Hornet 20 Price

দেশের গ্রাহকের চাহিদা ও তাদের সামর্থ্যর কথা মাথায় রেখে একাধিক ইলেকট্রিক স্কুটার ও বাইক আনার পরিকল্পনা করছে কোম্পানি। যা একদিকে নিত্য যাতায়াতের জন্য ভালো রেঞ্জ এবং নির্ভরযোগ্যতা প্রদান করবে (কোম্পানির অন্যান্য স্কুটার ও বাইকের মতো) অন্যদিকে, দাম থাকবে সাধ্যের মধ্যে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

Scroll to Top