লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

সমস্ত গাড়ি এবার মেড-ইন-ইন্ডিয়া! দেশেই ইলেকট্রিক বাইক উৎপাদন করবে Honda

Updated on:

দেশজুড়ে বাড়ছে ইলেকট্রিক টু হুইলারের সংখ্যা ও ব্যবহার। তবে পেট্রল চালিত বাইকের স্তরে এই উৎপাদন নিয়ে যেতে আরও কয়েক বছর অপেক্ষা করতে হবে। দেশের বিপুল জনগণের চাহিদা মেটাতে প্রস্তুতি চালু করে দিয়েছে জাপানি কোম্পানি হোন্ডা। এদিন, কোম্পানির তরফে ভারতে ইলেকট্রিক বাইকের জন্য নতুন কারখানা গড়ার কথা নিশ্চিত করা হয়েছে। হোন্ডা জানিয়েছে, ২০২৮ সালের মধ্যে এই কারখানায় সম্পূর্ণ পরিচালনা শুরু হবে। এখানে ই-বাইক তৈরি করে রপ্তানি হবে বিভিন্ন মার্কেটে।

READ MORE:  Ultraviolette Shockwave Launched: পেট্রলের পিছনে খরচের দিন শেষ, এক চার্জে 165 কিমি যেতে পারবে এই ইলেকট্রিক বাইক | Ultraviolette Shockwave Electric Bike Price in India

এই কারখানায় তৈরি করা হবে শুধু ইলেকট্রিক টু হুইলার। বর্তমানে, বিশ্বের মধ্যে সবথেকে বড় বাইক এবং স্কুটারের বাজার ভারত। এই মুহূর্তে যার সিংহভাগ পেট্রল অর্থাৎ জীবাশ্ম জ্বালানি চালিত মোটরসাইকেল দখল করে রাখলেও, ধীরে ধীরে ইলেকট্রিক বাইকের চাহিদা বাড়তে থাকবে বলে মনে করছে হোন্ডা। ভবিষ্যৎ চাহিদা মেটানোর উদ্দেশ্যে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে দেখছে জাপানি কোম্পানি।

READ MORE:  শোরুমে শোরুমে ক্রেতার ঢল, দক্ষিণ ভারতে দুই কোটি বাইক ও স্কুটার বিক্রির নজির গড়ল Honda | Honda Two Wheelers Cross 2 Crore sales

ইলেকট্রিক বাইকের জন্য দেশে আরও চার্জিং স্টেশন তৈরি করবে হোন্ডা। বর্তমানে, কোম্পানির যে ৬০০০ ডিলারশিপ রয়েছে তাকে সম্প্রসারণ করা হতে পারে, এমনটা জানা গিয়েছে। ২০৩০ সালের মধ্যে গ্লোবাল মার্কেটে ৩০টি ইভি টু-হুইলার আনার লক্ষ্যমাত্রা নিয়েছে হোন্ডা। আগামীদিনে আরও ফিক্সড ব্যাটারি চালিত দুই চাকার গাড়ি লঞ্চের পরিকল্পনা কোম্পানির। প্রসঙ্গত, চলতি মাসে Activa e এবং QC1 ইলেকট্রিক স্কুটার প্রকাশ করেছে হোন্ডা।

READ MORE:  2025 Honda Hornet 20 Launch: পালসার-অ্যাপাচির ঘুম কেড়ে লঞ্চ হল নতুন Honda Hornet, লুকস ও ফিচার্সে মুগ্ধ হবেন | 2025 Honda Hornet 20 Price

দেশের গ্রাহকের চাহিদা ও তাদের সামর্থ্যর কথা মাথায় রেখে একাধিক ইলেকট্রিক স্কুটার ও বাইক আনার পরিকল্পনা করছে কোম্পানি। যা একদিকে নিত্য যাতায়াতের জন্য ভালো রেঞ্জ এবং নির্ভরযোগ্যতা প্রদান করবে (কোম্পানির অন্যান্য স্কুটার ও বাইকের মতো) অন্যদিকে, দাম থাকবে সাধ্যের মধ্যে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.