সমস্যার ইতি! বয়স্ক, মহিলা এবং বিশেষভাবে সক্ষমদের জন্য নতুন ঘোষণা রেলের
সহেলি মিত্র, কলকাতাঃ প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ভারতীয় রেলপথে ভ্রমণ করেন। রেল ভ্রমণের সময়, যাত্রীরা প্রায়শই রেলের সাথে সম্পর্কিত নিয়ম সম্পর্কে অবগত থাকেন না। রেলওয়ের অনেক নিয়ম আছে, যা যাত্রীদের জন্য তৈরি করা হয়। সম্প্রতি, ভারতীয় রেল এমনই একটি নতুন নিয়ম চালু করেছে যার দরুণ কিছু মানুষ উপকৃত হবেন তো আবার কিছু মানুষের সমস্যা তৈরি হতে পারে বৈকি। আজ কথা হচ্ছে ট্রেনের লোয়ার বার্থ (Lower Birth) নিয়ে। এই বার্থটির দিকে সকলেরই নজর থাকে। সে সাইড লোয়ার হোক কিংবা এমনি লোয়ার বার্থ, যাত্রা করতে যাতে সুবিধা হয় সেজন্য সকলেই এই জিনিসটি নেওয়ার চেষ্টা করেন। কিন্তু আগামী দিন থেকে এই লোয়ার বার্থ পাওয়া অতটা সহজ হবে না। এর জন্য কিছু নিয়ম বেঁধে দিয়েছে রেল।
এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে লোয়ার বার্থ নিয়ে কী নিয়ম বেঁধেছে রেল? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর। ভারতীয় রেলওয়ে বেশ কয়েকটি বিশেষ নিয়ম চালু করেছে, যার মধ্যে প্রবীণ নাগরিক, মহিলা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নিম্ন বার্থ বরাদ্দ করা অন্তর্ভুক্ত। মূলত বিশেষ কিছু যাত্রীদের চাহিদা মেটাতে ভারতীয় রেল লোয়ার বার্থের একটি নির্দিষ্ট কোটা নির্ধারণ করেছে।
অনেকেই হয়তো জানেন কিংবা অনেকেই জানেন না যে স্লিপার ক্লাসে প্রতি কোচে ছয় থেকে সাতটি বার্থ থাকে, শীতাতপ নিয়ন্ত্রিত ৩ টিয়ারে চার থেকে পাঁচটি লোয়ার বার্থ থাকে। এছাড়া শীতাতপ নিয়ন্ত্রিত ২ টায়ার কোচে তিন থেকে চারটি নিচের বার্থ যাত্রীদের জন্য সংরক্ষিত। যদিও এই বরাদ্দ ট্রেনে কোচের সংখ্যার উপর নির্ভর করে। প্রবীণ নাগরিক, ৪৫ বছর বা তার বেশি বয়সী মহিলা এবং গর্ভবতী মহিলাদের বুকিংয়ের সময় অটোমেটিকভাবে লোয়ার বার্থ বরাদ্দ করা হয়, অবশ্য যদি থাকে তবেই।
রেলওয়ের নিয়ম অনুযায়ী, লোয়ার বার্থে কিন্তু বয়স্করাও অগ্রাধিকার পান। তবে, রেলওয়ে সম্প্রতি একটি টুইট বার্তায় বলেছে যে লোয়ার বার্থগুলি কেবল তখনই পাওয়া যায় যখন সেগুলি উপলব্ধ থাকে। একদম লটারি পাওয়ার মতো। বুকিংয়ের সময়, যদি আপনি রিজার্ভেশন চয়েস বুকের অধীনে টিকিট বুক করেন তবেই যদি লোয়ার বার্থ বরাদ্দ থাকে, তাহলে আপনি লোয়ার বার্থ পাবেন। যদি প্রবীণ নাগরিকরা লোয়ার বার্থের সুবিধা নিতে চান, তাহলে পুরুষের বয়স ৬০ বছরের বেশি এবং মহিলার বয়স ৫৮ বছরের বেশি হতে হবে।
প্রবীণ নাগরিক বা মহিলারা কেবল বুকিং কাউন্টার বা রিজার্ভেশন অফিস থেকে লোয়ার বার্থের আসন বুক করতে পারবেন। এছাড়াও, গর্ভবতী মহিলাদের মেডিকেল সার্টিফিকেট দেখাতে হবে।
সোশ্যাল মিডিয়া তারকা অঞ্জলি আরোরা সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে তিনি দাবি করেছেন যে…
প্রীতি পোদ্দার, কলকাতা: দেখতে দেখতে দিন যেন ঘনিয়ে আসছে। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। আগামী বুধবার,…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতা নাইট রাইডার্স ও শাহরুখ খান (Shah Rukh Khan) নাম দুটো একে…
সৌভিক মুখার্জী, কলকাতা: নয়া মাস মানেই নয়া নিয়ম। আর 2025 এর 1 মে থেকে একাধিক…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতা নাইট রাইডার্সের এ মরসুমের সবচেয়ে দামি ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ারের (Venkatesh Iyer)…
সৌভিক মুখার্জী, কলকাতা: পাক-আফগান সীমান্তে (Pakistan Afghanistan Border) ফের উত্তেজনা। সূত্রের খবর, রবিবার এক রক্তক্ষয়ী…
This website uses cookies.