সরকারি কর্মীদের বেতন ১৮৬% বাড়বে, সাথে ৫ বার প্রমোশন! অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য দারুন সুখবর। অষ্টম বেতন কমিশনের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আর এই নতুন কমিশন সরকারি কেন্দ্রীয় কর্মচারীদের জন্য নূন্যতম ৫টি পদোন্নতির সুপারিশ করতে পারে বলে জানা যাচ্ছে। তবে এরই মধ্যে কেন্দ্রীয় সরকার জাতীয় পরামর্শদাতা মঞ্চের কাছ থেকে পরামর্শ চেয়েছে, যেখানে কর্মচারী সংগঠনের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরা হয়েছে।
NC-JCM-এর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে, বর্তমানে MACP-তে বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছে, যা অষ্টম বেতন কমিশনের মাধ্যমে সংশোধন করা উচিত। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ১০, ২০ ও ৩০ বছর চাকরির সময় তিনটি পদোন্নতি পান। কিন্তু নতুন বেতন কমিশনের সুপারিশ অনুসারে এই সংখ্যা ৫টি পর্যন্ত বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, নতুন বেতন কমিশন গঠনের ফলে ফিটমেন্ট ফ্যাক্টর ১. ৯২ থেকে ২.৮৬ পর্যন্ত হতে পারে। যদি ফিটমেন্ট ফ্যাক্টর এরকম হয়, তাহলে সরকারি কর্মচারীদের বেতন ৯২% থেকে ১৮৬% পর্যন্ত বাড়তে পারে।
নতুন বেতন কমিশনে যে সুপারিশগুলি দেওয়া হয়েছে সেগুলি হল-
অষ্টম বেতন কমিশন ইতিমধ্যেই অনুমোদন করা হয়ে গেছে। তবে এখনো এই কমিশনের চেয়ারম্যান ও অন্যান্য সদস্যদের নাম ঘোষণা করা হয়নি। ২০২৫ সালের জানুয়ারি মাসে মন্ত্রিসভা কমিশন অনুমোদন করলেও চূড়ান্ত সুপারিশ গ্রহণের আগে বিভিন্ন অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করা হবে।
এই নতুন সুপারিশ কার্যকর হলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অনেকটাই আর্থিক সহযোগিতা পাবেন। এতে তাঁদের ভবিষ্যৎ অনেকটাই সুরক্ষিত হবে তা বলায় যায়।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পহেলগাঁও জঙ্গি হামলার পর পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক আরও বিগড়েছে। 26 জন…
গরমকাল আসলেই যেন ফ্রিজ ছাড়া দিন চলে না। আর তেমনই ফ্রিজের (Fridge) একটি সবথেকে বড়সড়…
দক্ষিণ-পূর্ব রেলের পূর্ব নির্ধারিত নন-ইন্টারলকিং উন্নয়নমূলক কাজের কারণে বেশ কয়েকটি ট্রেন বাতিল এবং কিছু ট্রেনের…
সহেলি মিত্র, কলকাতাঃ কবে চালু হবে ধর্মতলা থেকে শিয়ালদা অবধি মেট্রো পরিষেবা? এখন এই প্রশ্ন…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: লটারিতে অর্থপ্রাপ্তি নির্ভর করে ভাগ্যের ওপর! রাশিচক্রের পরিবর্তন ও শুভ সময় অনুযায়ী…
ভারতীয় রেলে যাত্রার সময় নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ বিষয়। টিকিট বুকিংয়ের সময় যদি আপনি সবচেয়ে নিরাপদ…
This website uses cookies.