লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

সরকারের বড় সিদ্ধান্ত! এবার আধার কার্ড বানাতে হলে বাধ্যতামূলক এই নথি লাগবে

Published on:

ভারতে আধার কার্ড শুধুমাত্র পরিচয়পত্রের জন্য নয়, বরং এটি প্রতিটি নাগরিকের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। স্কুল-কলেজে ভর্তি থেকে শুরু করে সরকারি চাকরির আবেদন, ড্রাইভিং লাইসেন্স, এমনকি প্রত্যেকটি ক্ষেত্রে আধার কার্ড অপরিহার্য একটি ডকুমেন্ট। 

কিন্তু সাম্প্রতিক সময়ে জাল আধার কার্ডের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশকারীদের অবৈধ প্রবেশ দেখা যাচ্ছে। তাই এবার নতুন পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্র সরকার। এখন থেকে আধার কার্ড তৈরি করার ক্ষেত্রে বাধ্যতামূলক অনলাইনে বার্থ সার্টিফিকেট যাচাই করতে হবে।

কেন নেওয়া হলো এমন সিদ্ধান্ত?

বিগত কয়েক মাস ধরে ভুয়ো বার্থ সার্টিফিকেটের মাধ্যমে জাল আধার কার্ড তৈরির প্রবণতা বেড়ে চলেছে। এতে অবৈধ অনুপ্রবেশ এবং সরকারি পরিষেবার অপব্যবহারের আশঙ্কা সৃষ্টি হচ্ছে। এই সমস্যা সমাধান করার জন্য UIDAI এবং পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর একসঙ্গে কাজ শুরু করেছে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী-

  • প্রত্যেকটি নতুন আধার কার্ড তৈরি করার সময় বার্থ সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে যাচাই করতে হবে।
  • কিউআর কোড স্ক্যান করলেই দেখা যাবে বার্থ সার্টিফিকেট ডেটাবেসে সংরক্ষিত রয়েছে কিনা।
READ MORE:  Vehicles Factory Recruitment 2025: পরীক্ষা ছাড়াই গাড়ির ফ্যাক্টরিতে প্রচুর চাকরি, জারি নিয়োগের বিজ্ঞপ্তি | Job Search

যদি দেখা যায় জন্ম সার্টিফিকেট সরকারের পোর্টালে সংরক্ষিত নেই, তাহলে সেটি জাল বলে বিবেচনা করা হবে। 

১৮ বছরের নীচে আধার কার্ড করতে হলে নতুন নিয়ম

১৮ বছরের নিচে কোন শিশুর আধার কার্ড তৈরি করতে হলে এখন থেকে বাধ্যতামূলক অনলাইন যাচাই করা বার্থ সার্টিফিকেট জমা দিতে হবে। যদি জন্ম শংসাপত্রের তথ্য সরকারের ডেটাবেসে না থাকে, তাহলে আধার কার্ডের আবেদন বাতিল করে দেওয়া হবে। এই নিয়মের ফলে অবৈধ পরিচয়পত্র বানিয়ে সরকারি পরিষেবা নেওয়ার প্রবণতা হ্রাস পাবে। 

READ MORE:  Gold Silver Price Today: হু হু করে বাড়ছে দাম! আজকের সোনা, রুপোর দর কত? Today Gold And Silver Price

১৮ বছরের উর্ধ্বে হলে কী হবে?

যদি আপনার বয়স ১৮ বছরের বেশি হয়ে থাকে এবং আপনি নতুন একটি আধার কার্ড বানাতে চান, তাহলে ভোটার কার্ড বা স্বীকৃত সরকারি পরিচয়পত্র যেমন- প্যান কার্ড, পাসপোর্ট ইত্যাদি জমা দিতে পারেন। তবে নতুন আধার কার্ড তৈরি করার জন্য ১৮ বছরের উপরে হলেও বার্থ সার্টিফিকেট যাচাই করা যেতে পারে।

কবে থেকে চালু হচ্ছে এই নিয়ম?

ইতিমধ্যে UIDAI এবং পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের মধ্যে একাধিক বৈঠক সম্পন্ন হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই নতুন নিয়ম চালু করা হবে বলে জানা যাচ্ছে। রাজ্যে স্বাস্থ্য সচিব নারায়ন স্বরূপ নিগম জানিয়েছেন, সরকার দ্রুত এই প্রক্রিয়া বাস্তবায়ন করতে চাইছে। 

অনলাইনে কীভাবে বার্থ সার্টিফিকেট যাচাই করবেন?

যদি অনলাইনে আপনি বাড়িতে বসে বার্থ সার্টিফিকেট যাচাই করতে চান, তাহলে নিন্মলিখিত ধাপগুলি অনুসরণ করতে পারেন-

  • প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যান।
  • এরপর আপনার জন্ম শংসাপত্রের কিউআর কোড স্ক্যান করুন।
  • এরপর সমস্ত তথ্য যাচাই করুন। 
  • এরপর নিশ্চিত হলে আধার কার্ডের জন্য আবেদন করুন। 
READ MORE:  UPSC Recruitment 2025: UPSC-র মাধ্যমে প্রচুর BSF, CRPF, CISF নিয়োগ! শুরুতেই বেতন ৫৬০০০ টাকা | Recruitment In BSF, CRPF

এক্ষেত্রে একটি তথ্য দিয়ে রাখি, এখনো পর্যন্ত ৪৮ লক্ষ বার্থ সার্টিফিকেট এই নতুন পোর্টাল থেকে ইস্যু হয়েছে।

সাধারণ নাগরিকদের জন্য সতর্কবার্তা

যদি আপনার এবং আপনার সন্তানের জন্ম শংসাপত্র এখনো অনলাইনে রেজিস্ট্রেশন না করা হয়ে থাকে, তাহলে দ্রুত তা করিয়ে নিন। মনে রাখবেন, ভুয়া বা জাল নথি দিয়ে আধার কার্ডের আবেদন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। এই নতুন নিয়ম সরকারের বিভিন্ন পরিষেবা পাওয়ার ক্ষেত্রে আরও স্বচ্ছতা আনবে বলে আশা করা যাচ্ছে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.