সরকারের বড় সিদ্ধান্ত! এবার আধার কার্ড বানাতে হলে বাধ্যতামূলক এই নথি লাগবে
ভারতে আধার কার্ড শুধুমাত্র পরিচয়পত্রের জন্য নয়, বরং এটি প্রতিটি নাগরিকের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। স্কুল-কলেজে ভর্তি থেকে শুরু করে সরকারি চাকরির আবেদন, ড্রাইভিং লাইসেন্স, এমনকি প্রত্যেকটি ক্ষেত্রে আধার কার্ড অপরিহার্য একটি ডকুমেন্ট।
কিন্তু সাম্প্রতিক সময়ে জাল আধার কার্ডের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশকারীদের অবৈধ প্রবেশ দেখা যাচ্ছে। তাই এবার নতুন পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্র সরকার। এখন থেকে আধার কার্ড তৈরি করার ক্ষেত্রে বাধ্যতামূলক অনলাইনে বার্থ সার্টিফিকেট যাচাই করতে হবে।
বিগত কয়েক মাস ধরে ভুয়ো বার্থ সার্টিফিকেটের মাধ্যমে জাল আধার কার্ড তৈরির প্রবণতা বেড়ে চলেছে। এতে অবৈধ অনুপ্রবেশ এবং সরকারি পরিষেবার অপব্যবহারের আশঙ্কা সৃষ্টি হচ্ছে। এই সমস্যা সমাধান করার জন্য UIDAI এবং পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর একসঙ্গে কাজ শুরু করেছে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী-
যদি দেখা যায় জন্ম সার্টিফিকেট সরকারের পোর্টালে সংরক্ষিত নেই, তাহলে সেটি জাল বলে বিবেচনা করা হবে।
১৮ বছরের নিচে কোন শিশুর আধার কার্ড তৈরি করতে হলে এখন থেকে বাধ্যতামূলক অনলাইন যাচাই করা বার্থ সার্টিফিকেট জমা দিতে হবে। যদি জন্ম শংসাপত্রের তথ্য সরকারের ডেটাবেসে না থাকে, তাহলে আধার কার্ডের আবেদন বাতিল করে দেওয়া হবে। এই নিয়মের ফলে অবৈধ পরিচয়পত্র বানিয়ে সরকারি পরিষেবা নেওয়ার প্রবণতা হ্রাস পাবে।
যদি আপনার বয়স ১৮ বছরের বেশি হয়ে থাকে এবং আপনি নতুন একটি আধার কার্ড বানাতে চান, তাহলে ভোটার কার্ড বা স্বীকৃত সরকারি পরিচয়পত্র যেমন- প্যান কার্ড, পাসপোর্ট ইত্যাদি জমা দিতে পারেন। তবে নতুন আধার কার্ড তৈরি করার জন্য ১৮ বছরের উপরে হলেও বার্থ সার্টিফিকেট যাচাই করা যেতে পারে।
ইতিমধ্যে UIDAI এবং পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের মধ্যে একাধিক বৈঠক সম্পন্ন হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই নতুন নিয়ম চালু করা হবে বলে জানা যাচ্ছে। রাজ্যে স্বাস্থ্য সচিব নারায়ন স্বরূপ নিগম জানিয়েছেন, সরকার দ্রুত এই প্রক্রিয়া বাস্তবায়ন করতে চাইছে।
যদি অনলাইনে আপনি বাড়িতে বসে বার্থ সার্টিফিকেট যাচাই করতে চান, তাহলে নিন্মলিখিত ধাপগুলি অনুসরণ করতে পারেন-
এক্ষেত্রে একটি তথ্য দিয়ে রাখি, এখনো পর্যন্ত ৪৮ লক্ষ বার্থ সার্টিফিকেট এই নতুন পোর্টাল থেকে ইস্যু হয়েছে।
যদি আপনার এবং আপনার সন্তানের জন্ম শংসাপত্র এখনো অনলাইনে রেজিস্ট্রেশন না করা হয়ে থাকে, তাহলে দ্রুত তা করিয়ে নিন। মনে রাখবেন, ভুয়া বা জাল নথি দিয়ে আধার কার্ডের আবেদন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। এই নতুন নিয়ম সরকারের বিভিন্ন পরিষেবা পাওয়ার ক্ষেত্রে আরও স্বচ্ছতা আনবে বলে আশা করা যাচ্ছে।
নতুন নোট আসছে বাজারে। পুরনো নোটের দিন শেষ! নতুন ৫০, ১০০, ২০০ টাকার নোট আসতে…
শ্বেতা মিত্র, কলকাতা: মার্চ মাসেই কার্যত কাঠফাটা গরম পড়তে শুরু করেছে। সামনে আবার এপ্রিল, মে…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ গোটা বিশ্ব যখন টেকসই এবং নির্ভরযোগ্য শক্তির সন্ধানে ব্যস্ত, তখনই বাজারে এল…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ ভারতের অন্যতম প্রধান বেসরকারি ব্যাংক ইন্ডাসিন্ড ব্যাংকের (IndusInd Bank) হিসাবের খাতা থেকে…
বর্তমান সময়ে আধার কার্ড শুধুমাত্র পরিচয়পত্রের জন্য নয়, বরং এটি সরকারি ও বেসরকারি বিভিন্ন পরিষেবা…
আপনি যদি ২০ থেকে ২৫ হাজার টাকার মধ্যে নতুন Samsung ফোন কেনার কথা ভেবে থাকেন,…
This website uses cookies.