সরকার ঈদের ছুটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে, সারা দেশে ব্যাংক খোলা থাকবে – জানুন কারণ
ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) ৩১ মার্চ, ২০২৫ তারিখে ঈদ-উল-ফিতরের ছুটি বাতিল করেছে এবং সেদিন সমস্ত ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে। কারণ ৩১ মার্চ হল ২০২৪-২৫ অর্থবছরের শেষ দিন। সমস্ত সরকারি লেনদেন সঠিকভাবে সম্পন্ন করার জন্য RBI এই সিদ্ধান্ত নিয়েছে।
৩১ মার্চ, ২০২৫ তারিখে সরকারি লেনদেন পরিচালনাকারী সব ব্যাংক খোলা থাকবে। উদ্দেশ্য হলো ২০২৪-২৫ অর্থবছরের সব সরকারি লেনদেন, প্রাপ্তি এবং অর্থপ্রদান সঠিকভাবে রেকর্ড করা।
এর আগে ঈদ-উল-ফিতরের কারণে ৩১ মার্চ প্রায় সকল রাজ্যে ব্যাংক ছুটি ঘোষণা করা হয়েছিল, শুধু হিমাচল প্রদেশ ও মিজোরাম বাদে। তবে সরকার এবং RBI-এর নতুন নির্দেশ অনুসারে, এখন সারা দেশে সব ব্যাংক খোলা থাকবে।
৩১ মার্চ হল সরকারের অর্থবছরের শেষ দিন। এই দিনে সব সরকারি রাজস্ব, অর্থপ্রদান এবং অন্যান্য আর্থিক লেনদেন সম্পন্ন করতে হয়। সঠিক আর্থিক প্রতিবেদন নিশ্চিত করতে সরকার এই পদক্ষেপ নিয়েছে।
এই দিনে নিম্নলিখিত পরিষেবাগুলি পাওয়া যাবে:
– আয়কর, জিএসটি, শুল্ক এবং আবগারি শুল্কের মতো সরকারি কর পরিশোধ।
– পেনশন প্রদান, সরকারি ভর্তুকি হস্তান্তর।
– সরকারি বেতন-ভাতার বিবরণীর কাজ।
RBI শীঘ্রই নবনিযুক্ত গভর্নর সঞ্জয় মালহোত্রার স্বাক্ষরযুক্ত ৫০ টাকার নোট জারি করবে। ২০২৪ সালের ডিসেম্বরে শক্তিকান্ত দাসের স্থলাভিষিক্ত হন মালহোত্রা। নতুন নোটগুলির নকশা মহাত্মা গান্ধী (নতুন) সিরিজের ৫০ টাকার নোটের মতোই থাকবে।
শ্বেতা মিত্র, কলকাতা: মার্চ মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই তাপপ্রবাহের সৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গজুড়ে। জেলায় জেলায় রীতিমতো…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৬ই মার্চ, রবিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী কেমন কাটবে আজ…
প্রীতি পোদ্দার, কলকাতা: প্রতিটা মন্দিরেই বিগ্রহের পাশাপাশি মন্দিরে মন্দিরে প্রণামী বাক্স থাকে। কিন্তু দর্শনার্থী, ভক্তেরা…
আপনি যদি জিও ব্যবহারকারী হন এবং একটি সাশ্রয়ী মূল্যের পরিকল্পনার সন্ধানে থাকেন, তাহলে একটি দুর্দান্ত…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনি কি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে যোগ দিতে চান? তাহলে আপনার জন্য…
ভারতে এবার উচ্চগতির ইন্টারনেট পরিষেবার যুগ শুরু হতে চলেছে। এলন মাস্কের স্পেসএক্স সংস্থার স্যাটেলাইট ভিত্তিক…
This website uses cookies.