সরকার দিচ্ছে ফ্রি রেশন কার্ড! থাকলেই বিনামূল্যে মিলবে সব খাদ্য সামগ্রী
যারা গ্রামের দিনমজুর, ক্ষুদ্র কৃষি কিংবা কোন অস্থায়ী কাজের উপর নির্ভর করে থাকেন, তাদের জন্য এবার বড়সড় সুখবর। রাজ্য সরকার এবার ফ্রি রেশন কার্ড (Free Ration Card) প্রকল্প নিয়ে আসলো। হ্যাঁ, এই কার্ড হাতে পেলেই মিলবে বিনামূল্যে চাল, গম সহ বিভিন্ন রেশনের পণ্য। আর যেগুলি অতীতে অমীমাংসিতভাবে খরচ হতো, তা এবার থাকবে শূন্য মূল্যে।
কেন্দ্র সরকার প্রতি মাসে NFSA-এর আওতায় অধিকাংশ নাগরিককে তেল, চিনি, ডাল ইত্যাদি খাদ্য সামগ্রী সাশ্রয়ী মূল্যে দিয়ে থাকে। তবে দারিদ্রসীমার নিচে থাকা পরিবারগুলি এখনো বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। আর এ কারণেই গ্রামীন দরিদ্রদের আর্থিক বোঝা কমাতে রাজ্য সরকার একধাপ এগিয়েছে এবং চালু করা হচ্ছে ফ্রি রেশন কার্ড।
প্রথমত যারা দরিদ্র সীমার নীচে বসবাস করে, সেই সমস্ত গ্রামীণ পরিবার এই রেশন কার্ডের সুবিধা পাবে। এছাড়া NFSA-এর আগে থেকে অন্তর্ভুক্ত বিপিএল কার্ডধারীরাও এই প্রকল্পের সুবিধা পাবে। পাশাপাশি যারা কৃষি শ্রমিক, দিনমজুর বা ক্ষুদ্র স্বনির্ভর জীবিকা দিয়ে দিন চালায়, তারাও এই প্রকল্পের সুবিধা পাবে।
প্রথমত ফ্রি রেশন কার্ডে প্রতি মাসে চাল, গম বিনামূল্যে দেওয়া হবে। এছাড়া অন্যান্য পণ্য যেমন ডাল, তেল, চিনি, সোয়াবিন ইত্যাদি থাকবে সরকারের দরে। এতে বাজার মূল্যের তুলনায় দুই-তিন গুণ টাকা সাশ্রয় হবে। এছাড়া এখানে দলিলপত্রের কোনরকম ঝামেলা নেই। কেবল প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিলেই হবে।
ফ্রি রেশন কার্ডের সুবিধা পেতে গেলে নিকটবর্তী কোন রেশন দোকানে অথবা জেলা খাদ্য অফিসে যেতে হবে। এর জন্য বিপিএল প্রমাণপত্র, আধার কার্ড, ভোটার কার্ড, গ্রামের ঠিকানার প্রমাণপত্র ও সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি সঙ্গে রাখতে হবে। সেখানে গিয়ে ফরম পূরণ করে জমা দিতে হবে। এরপর ৭ থেকে ১০ দিনের মধ্যে কার্ড দিয়ে দেওয়া হবে।
বিনামূল্য রেশন তালিকায় আপনার নাম আছে কিনা তা চেক করার জন্য অনলাইনে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।-
বিক্রম ব্যানার্জী, কলকাতা: বন্ধু ভারতের কথা রাখল শ্রীলঙ্কা। দিল্লির আপত্তির জের, বাতিল হয়ে গেল পাকিস্তান-শ্রীলঙ্কা…
সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি কি সদ্য পাস করা একজন ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট বা ডিপ্লোমা হোল্ডার? তাহলে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: সুপার কাপে সেরা দল নিয়ে নামছে না মোহনবাগান (Mohun Bagan)। ইন্ডিয়ান সুপার…
প্রীতি পোদ্দার, কলকাতা: বেলার দিকে রোদের তেজ থাকলেও বিকেলের পর থেকেই ঘন কালো অন্ধকার করে…
যারা সরকারি চাকরি করেন, তাদের জন্য নতুন বছরে বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা ছিল। তবে কার্যত…
প্রীতি পোদ্দার, কলকাতা: কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে প্রায় এসএসসি (SSC) মামলায় ২৬,০০০ শিক্ষক এবং…
This website uses cookies.