লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

সর্বকালীন রেকর্ড, অনেকটাই বাড়ল সোনার দাম! আজ রুপোর দর কত?

Updated on:

শ্বেতা মিত্র, কলকাতাঃ গোটা বিশ্বের পরিস্থিতি যেন বর্তমানে অশান্ত হয়ে রয়েছে। কোথাও চলছে যুদ্ধ তো আবার কোথাও হবে হবে পর্যায়ে রয়েছে। আর এসবের প্রভাব দেখা যাচ্ছে সবকিছুর জিনিসের ওপর। বিশেষ করে সোনা ও রুপোর দামের (Gold Silver Price) ওপর বৈশ্বিক অস্থিরতার চিহ্ন দেখা যাচ্ছে। বিগত কয়েক মাসের মধ্যে সোনা ও রুপোর দাম কার্যত লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আজ বুধবারও সেটার ব্যতিক্রম ঘটল না। আপনিও কি আজ সোনা কিনবেন বলে ভাবছেন? তাহলে কেনার আগে দামের ওপর চোখ বুলিয়ে নিন।


আমাদের সাথে যুক্ত হন

Join Now

ফের দাম বাড়ল সোনার

জানা গিয়েছে, বুধবার, এমসিএক্সে এপ্রিল সোনার ফিউচার প্রতি ১০ গ্রামে ৮৪, ৩৯৯ টাকায় পৌঁছে গিয়েছে, যা কিনা নতুন রেকর্ড তৈরী করেছে। দুপুর ১২টা পর্যন্ত প্রতি ১০ গ্রামের দাম ছিল ৮৪,৩০৭ টাকা, যা ৫১০ টাকা বা ০.৬১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে। আগের সেশনে, যেটি ৮৩, ৭৯৭ টাকায় বন্ধ হয়েছিল তা আজ ৮৪,০৬০ টাকায় খোলা হয়েছিল।  রুপোর দাম প্রতি কেজিতে ৩০৬ টাকা অবধি বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে ৯৬,০১৫ টাকায়।

READ MORE:  হলুদ ধাতু কেনার উপযুক্ত সময়, আজ কত হল সোনা রুপোর দাম? দেখুন লেটেস্ট রেট

হু হু করে বাড়ছে দাম

বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক অনিশ্চয়তার কারণে মানুষ সোনা রুপোর মতো নিরাপদ সম্পদে বিনিয়োগ করছে। যদিও যখন এটি কেনার সময় আসছে তখন অনেকেই পিছিয়ে যাচ্ছেন। কারণ এর উর্দ্ধমুখী দাম। চলতি সপ্তাহে এখনও পর্যন্ত সোনার দাম প্রতি ১০ গ্রামে বেড়েছে ১,৮০০ টাকা। একই সময়ে রুপোর দামও কেজি প্রতি ১৪০০ টাকা বেড়েছে। মঙ্গলবার দেশীয় ও আন্তর্জাতিক বাজারে সোনা ও রুপোর দাম বেড়েছে। ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের কারণে বিশ্ব বাণিজ্যে অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। এর ফলে সোনা ও রুপোর দাম বেড়েছে।

READ MORE:  Gold And Silver Price: মধ্যবিত্তের মুখে হাসি, দুদিনেই প্রায় ৩০০০ টাকা সস্তা! দেখুন আজকের সোনা রুপোর রেট | Gold Silver Price

এখন একটা প্রশ্ন বারবার উঠছে, আর সেটা হল দাম কি আরও বাড়বে নাকি কমবে? কারণ ভারতের আমেজনতা আশা করেছিল যে সোনার দাম একটু কমবে। কিন্তু সেগুড়ে বালি। যাইহোক আর্থ ফিনমার্ট কমোডিটি রিসার্চের মনোজ কুমার জৈন জানিয়েছেন, যুক্তরাষ্ট্র চীনের ওপর শুল্ক আরোপ করেছে এবং চীন সরকার তাৎক্ষণিকভাবে মার্কিন শুল্কের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপ করেছে।

READ MORE:  মাত্র ১০ হাজার টাকার SIP-তে ৫.৩১ কোটি টাকা রিটার্ন, বাজারের সেরা এই স্কিম

মঙ্গলবার প্রকাশিত যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক তথ্যও হতাশাজনক। এটি সোনা ও রুপোর দাম বৃদ্ধিকে সমর্থন করেছে বৈকি। মনে করা করা হচ্ছে যে ডলার সূচকের ওঠানামা এবং ইউএস বাণিজ্য যুদ্ধ এই সপ্তাহে সোনা ও রুপোর দামকে অস্থির রাখবে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.