সস্তায় অনলাইন কেনাকাটার দিন শেষ? ক্রেতাদের উপর প্রোটেক্ট প্রমিজ ফি চাপাচ্ছে Flipkart
আপনি যদি ফ্লিপকার্ট থেকে কেনাকাটা করেন, তাহলে এই খবর আপনার জন্য। প্রসঙ্গত, ফ্লিপকার্ট নতুন ‘প্রোটেক্ট প্রমিজ’ ফি নেওয়া শুরু করেছে। এটি উল্লেখযোগ্য যে ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট ইতিমধ্যে অর্ডার করা আইটেমগুলির ধরণ এবং আকারের উপর ভিত্তি করে প্ল্যাটফর্ম ফি, হ্যান্ডলিং ফি এবং সুরক্ষিত প্যাকেজিং ফি চার্জ করে। এবার ফ্লিপকার্ট এই প্রোডাক্টগুলির উপর প্রোটেক্ট প্রমিজ ফিও নেবে। এই ফি নির্ধারণ করা হয়েছে ৯ টাকা থেকে ৪৯ টাকা।
ফ্লিপকার্টের মতে, প্রোটেক্ট প্রমিজ ডিভাইসটির সুরক্ষা নিশ্চিত করে, কারণ কোনো ডিভাইস ক্রেতাদের কাছে পৌঁছানোর আগে বেশ কয়েকটি ধাপের মধ্য দিয়ে যায়। এর মাধ্যমে, ক্রেতারা ইতিমধ্যে বিদ্যমান ওপেন বক্স ডেলিভারিও পাবেন, যেখানে ডেলিভারি এজেন্ট ক্ষতি বা কোনও অনুপস্থিত আইটেম পরীক্ষা করার জন্য ডেলিভারির সময় আপনার সামনে প্যাকেজটি খুলবে।
ফ্লিপকার্ট প্রোটেক্ট প্রমিজ চার্জ ইয়ারফোন, মিড-রেঞ্জ ট্যাবলেট, হোম অ্যাপ্লায়েন্স (এসি, রেফ্রিজারেটর, স্মার্ট টিভি ইত্যাদি), স্মার্টওয়াচ এবং অন্যান্য নির্বাচিত প্রোডাক্টের জন্য প্রযোজ্য হবে।
ফ্লিপকার্ট বড় সাইজের হোম অ্যাপ্লায়েন্স এবং প্রিমিয়াম প্রোডাক্টের জন্য ৪৯ টাকা, সাউন্ডবার এবং অন্যান্য প্রোডাক্টের জন্য ২৯ টাকা, ট্যাবলেট, প্রিন্টার ইত্যাদির মতো প্রোডাক্টের জন্য ১৯ টাকা এবং অডিও প্রোডাক্ট, স্মার্টওয়াচ এবং অন্যান্য বাজেট প্রোডাক্টের জন্য ৯ টাকা চার্জ করবে।
উল্লেখ্য, ফ্লিপকার্ট ট্যাবলেট, সাউন্ডবার এবং অন্যান্য ইলেকট্রনিক্স প্রোডাক্টের জন্য ফ্লিপকার্ট প্রোটেক্ট প্রমিজ চার্জ ছাড়াও ৪৯ টাকা হ্যান্ডলিং ফি আরোপ করছে। এদিকে স্মার্টফোনের ক্ষেত্রে ফ্লিপকার্ট অফার হ্যান্ডলিং ফি হিসেবে ৪৯ টাকা এবং প্যাকেজিং ফি হিসেবে ৫৯ টাকা নিচ্ছে।
দেশের সবচেয়ে জনপ্রিয় ছোট গাড়ি Tata Nano এবার আসছে একেবারে নতুন রূপে—একটি সম্পূর্ণ ইলেকট্রিক গাড়ি…
প্রীতি পোদ্দার, কলকাতা: আমাদের সকলের জীবনে অক্সিজেনের পরে, জল হল বেঁচে থাকার অন্যতম মাধ্যম। কারণ…
সৌভিক মুখার্জী, কলকাতা: বাইকপ্রেমীদের জন্য চমক। এবার বাজারে তাক লাগাতে আসছে বাজাজ অটোর Dominar 400।…
পার্থ সারথি মান্না, কলকাতাঃ ২০১৬ সালের উচ্চ প্রাথমিক শিক্ষকের নিয়োগ (SSC Upper Primary Recruitment) এখনও…
সৌভিক মুখার্জী, কলকাতা: নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য সাশ্রয়ী মূল্যে ভালো গাড়ি কেনা একসময় স্বপ্ন…
সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওতে ঘটে যাওয়া জঙ্গি হামলার ঠিক একদিন পরেই ভারতের প্রতিরক্ষা…
This website uses cookies.