সস্তায় ভাল ফোন চান? একটু অপেক্ষা করুন, Realme C75 ও C71 লঞ্চ হচ্ছে এই তারিখে

রিয়েলমি বর্তমানে P3 5G এবং P3 Ultra ভারতে আনার জন্য তোড়জোড় শুরু করেছে। স্মার্টফোন দুটি ১৯ মার্চ এদেশে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে চলেছে। এছাড়াও, সংস্থাটি দুটি বাজেট ফ্রেন্ডলি ফোনের উপর কাজ করছে বলে জানা গিয়েছে। যেগুলি P3 সিরিজের পরেই দেশের বাজারে আত্মপ্রকাশ করবে। কোম্পানির C সিরিজের লেটেস্ট মডেল হিসাবে ভারতে পা রাখছে Realme C75 ও C71। এখন এই ফোন দুটির লঞ্চের তারিখ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে।

READ MORE:  2025 সালেই বাজারে ‘বিস্ময় ফোন’ আনবে Samsung, ডিজাইন চক্ষু চড়কগাছ করবে!

রিয়েলমি এই বিষয়ে সরাসরি মুখ না খুললেও, ৯১মোবাইলসের একটি নতুন প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, কোম্পানির পরবর্তী C-সিরিজ ফোন, Realme C75 এবং Realme C71, উভয়ই ২৫ মার্চ দেশে মুক্তি পাবে। খবরটি সত্য হলে, রিয়েলমি শীঘ্রই বিষয়টি নিশ্চিত করবে বলে আশা করা যায়। তাছাড়া, Realme C75 এর স্টোরেজ এবং রঙের বিকল্পগুলি প্রকাশ হয়েছে।

READ MORE:  Realme P3x 5G হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ প্রসেসরের প্রথম ফোন

Realme C75 এর ভারতীয় ভেরিয়েন্ট RMX3943 মডেল নম্বর বহন করে বলে দাবি করা হয়েছে। নতুন ফোনটি দুটি মেমরি কনফিগারেশনে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে – ৪ জিবি র‍্যাম/১২৮ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ। এছাড়া, রিয়েলমির এই আসন্ন হ্যান্ডসেট মিডনাইট লিলি, পার্পল ব্লসম এবং লিলি হোয়াইট রঙের বিকল্পগুলিতে পাওয়া যাবে বলে নিশ্চিত করা হয়েছে।

অন্যদিকে, Realme C71 সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। এটি গত বছরের জুনে ভারতে ১০,০০০ টাকার সেগমেন্টে লঞ্চ হওয়া Realme C61 ফোনের আপগ্রেড ভার্সন হবে বলে আশা করা হচ্ছে, যার মধ্যে ৯০ হার্টজ আইপিএস এলসিডি ডিসপ্লে, ইউনিসক প্রসেসর, ৩২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি, এবং ৩.৫ মিমি অডিও জ্যাক রয়েছে।

READ MORE:  Realme 14 5G সিরিজের ফার্স্ট লুক প্রকাশ্যে এল, রয়েছে AI ক্যামেরা, যুগান্তকারী ডিজাইন

Scroll to Top