লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

সস্তায় ২০০০০mAh ব্যাটারির পাওয়ার ব্যাঙ্ক লঞ্চ করে চমক দিল Ambrane

Updated on:

ভারতের বাজারে নতুন পাওয়ার ব্যাঙ্ক লঞ্চ করল Ambrane। ব্র্যান্ডটির নতুন পাওয়ার ব্যাঙ্কের নাম MiniCharge 2.0। এই পাওয়ার ব্যাঙ্ক হাই পারফরম্যান্স এবং পোর্টেবিলিটির এক অসাধারণ সমন্বয়। এতে ২০০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসা Ambrane MiniCharge 2.0 পাওয়ার ব্যাঙ্কের দাম ১৮৯৯ টাকা। সঙ্গে থাকছে ৬ মাসের ওয়ারেন্টি।

আপনি এটি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি ফ্লিপকার্ট এবং অ্যামাজন ইন্ডিয়া থেকেও কিনতে পারেন। আসুন এর ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।

READ MORE:  নারীদিবসে প্রিয়জনকে দিন সারপ্রাইজ, কম বাজেটে ভরসা রাখতে পারেন এই উপহারে

Ambrane MiniCharge 2.0 বৈশিষ্ট্য এবং বিশেষ উল্লেখ

অ্যামব্রেনের এই পাওয়ার ব্যাঙ্কে ২০০০০ এমএএইচ ব্যাটারি আছে। এটি ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এতে তিনটি আউটপুট পোর্ট রয়েছে (একটি ইউএসবি-এ এবং দুটি টাইপ সি)। ইউএসবি টাইপ-এ পোর্টটি ২২ ওয়াট চার্জিং সমর্থন করে এবং ইউএসবি টাইপ-সি পোর্টটি ২২ ওয়াট চার্জিং সাপোর্ট করে। এদিকে, পাওয়ার ব্যাঙ্কের ইনবিল্ট টাইপ-সি কেবল ২০ ওয়াট আউটপুট দেয়।

READ MORE:  Best Tablet Deals: ১৩ হাজার টাকার কমে Samsung থেকে Redmi ট্যাবলেট, ধামাকা অফার ফ্লিপকার্ট প্রিমিয়াম লিগ সেলে | Flipkart Premier League Sale

আরও পড়ুনঃ কেবল পাঁচটি ধাপে আপনার ফোনকে বানান CCTV, কোনো ক্যামেরা কেনার দরকার নেই

অ্যামব্রেনের মিনিচার্জ ২.০ দুটি কালারে এসেছে : গ্রেডিয়েন্ট নীল এবং টাইটানিয়াম। অ্যাডভেঞ্চারপ্রেমীদের কথা মাথায় রেখে বিশেষভাবে এই পাওয়ার ব্যাঙ্কটি ডিজাইন করা হয়েছে। বেশি ক্যাপাসিটির ব্যাটারি থাকায় এটি ভ্রমণকারী এবং হাইকারদের জন্য একটি দুর্দান্ত সঙ্গী। আপনি উঁচু পাহাড়ে থাকুন বা শহরে, সর্বত্র আপনার সঙ্গী হবে এই পাওয়ার ব্যাঙ্ক।

READ MORE:  OnePlus Pad 2 Pro Price: ট্যাবলেটের বাজারে সুনামি আনবে OnePlus Pad 2 Pro, থাকবে 16GB র‌্যাম সহ 10000mAh ব্যাটারি | OnePlus Pad 2 Pro Bis Certification

এই পাওয়ার ব্যাঙ্কে এলইডি লাইট দেওয়া হয়েছে। এই লাইট ব্যবহারকারীদের রিয়েল-টাইম চার্জ স্ট্যাটাস দেখাবে। সংস্থাটি দাবি করেছে যে, এই পাওয়ার ব্যাঙ্ক সমস্ত সুরক্ষার স্তর পাশ করেছে, ফলে এর মাধ্যমে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই বললেই চলে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.