সস্তা ফোনেও এবার 24 জিবি র্যাম, নজির গড়ে বাজারে আসতে চলেছে Realme C75x
Realme গত বছর নভেম্বরে ভিয়েতনামে C75 নামে একটি বাজেট স্মার্টফোন লঞ্চ করেছিল। ডিভাইসটি এখনও ভারতে না এলেও, এই সিরিজের আরও এক নতুন মডেল বাজারে পা রাখবে বলে খবর সামনে আসছে। Realme C75x কিছুটা ভিন্ন স্পেসিফিকেশন সহযোগে আসতে চলেছে। শীঘ্রই লঞ্চের ইঙ্গিত দিয়ে সম্প্রতি মালয়েশিয়ার SIRIM ডাটাবেসে ফোনটি হাজির হয়েছে। আর এখন ফোনটির ডিজাইন ও বেশ কিছু ফিচার্স ফাঁস হয়েছে।
মালয়েশিয়া থেকে একটি পোস্টার অনলাইনে ছড়িয়ে পড়েছে। সেখানে প্রিন্ট করা ফোনটি হুবহু রিয়েলমি সি৭৫-এর মতো দেখতে। এটি নতুন মডেলের মার্কেটিং নাম প্রকাশ করেছে — রিয়েলমি সি৭৫এক্স। ফোনটিতে আইপি৬৯ ডাস্ট এবং ওয়াটার রেজিট্যান্স বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে। একইসাথে, ওই পোস্টারে মিলিটারি গ্রেড সার্টিফিকেশন থাকার কথাও বলা হয়েছে।
রিয়েলমি সি৭৫এক্স-এর ফ্রন্ট ও ব্যাক প্যানেল ফ্ল্যাট। পিছনে একটি আয়তকার ক্যামেরা মডিউলের মধ্যে এলইডি ফ্ল্যাশলাইট সহ তিনটি কাটআউট রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য থাকছে ৫,৬০০ এমএএইচ ব্যাটারি। স্ট্যান্ডার্ড মডেলের থেকে ক্যাপাসিটি কম হলেও ডিসপ্লের রিফ্রেশ হাট ১২০ হার্টজে আপগ্রেড হয়েছে।
Realme C75x-এর চিপসেটের নাম এখনও জানা যায়নি। ডিভাইসটি ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনে আসবে। আবার র্যাম ২৪ জিবি পর্যন্ত ভার্চুয়ালি বাড়ানো যাবে। ক্যামেরা ডিটেলস এখনও অজানা, তবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে বলে আশা করা যায়। রিয়েলমি এই মাসেই ফোনটি প্রকাশ করতে পারে।
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৯ এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
ভোজপুরি সিনেমার জনপ্রিয় জুটি দিনেশ লাল যাদব ওরফে নিরহুয়া এবং আম্রপালি দুবে আবারও শিরোনামে। সম্প্রতি,…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকাল চাকরির বাজারের যা অবস্থা, তাতে সবাই কর্মসংস্থানের জন্য নিজের ব্যবসা (Business…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের(KKR) পথের কাঁটা হয়েছিল বৃষ্টি। শ্রেয়স…
ভারতের বয়স্ক নাগরিকদের জন্য সুখবর! ভারতীয় রেলওয়ে তাদের রেল ভাড়ায় ৫০% পর্যন্ত ছাড় পুনরায় চালু…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: কাশ্মীর অর্থাৎ POK অঞ্চল নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা দ্বন্দ্বের সূত্রপাত হয়েছিল…
This website uses cookies.