প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: মহাকুম্ভ ২০২৫ (Mahakumbh 2025) উপলক্ষে উত্তরপ্রদেশে প্রয়াগরাজে ক্রমেই বাড়ছে পুণ্যার্থীদের ভিড়। এখনও ভ্রমণের জন্য প্রয়াগরাজের উদ্দেশে যাত্রা করছেন পুণ্যার্থীরা। কেউ ট্রেনে তো কেউ আবার বিমানে যাচ্ছেন। তবে ভ্রমণে উৎসুক যাত্রীরা জোর ধাক্কা খাচ্ছেন আকাশপথে ভ্রমণে। অন্য দেশ থেকে কিংবা অন্য রাজ্য থেকে আগত ভক্তরা বিমানে প্রয়াগরাজ আসতে চাইলে প্রথমেই যেখানে ধাক্কা খাচ্ছেন তা হল বিমানের টিকিট মূল্যে। বিমান ভাড়া মাত্রাতিরিক্ত হারে এমন বৃদ্ধি পেয়েছে যে রীতিমত মাথায় হাত পড়েছে সাধারণের।
বিমানের ভাড়ায় মাথায় হাত পুণ্যার্থীদের
জানুয়ারি মাসে কলকাতা থেকে প্রয়াগরাজে টিকিটের মূল্য ৩৫,৫০০ টাকা, মুম্বাই, হায়দ্রাবাদ এবং দিল্লি থেকে ৪৭,৫০০ টাকার উপরে এবং বেঙ্গালুরু থেকে বিমান ভাড়া ৫১,০০০ টাকার বেশি। অন্যদিকে ৩ ফেব্রুয়ারি, ১২ ফেব্রুয়ারি এবং ২৬ ফেব্রুয়ারি-এর মতো বিশেষ স্নানের তারিখগুলিতে টিকিটের মূল্য আরও বেশি। শুধু কি বিমান! উত্তরোত্তর ভিড়ের ঠেলায় কুম্ভমেলাকে ঘিরে ট্রেনের টিকিট থেকে বিমান, সব ধরনের পরিবহণের টিকিটের ভাড়া হু হু করে বেড়েই চলেছে। তাই এবার পুণ্যার্থীদের সুবিধার্থে এবং কেন্দ্রের পদক্ষেপের জেরে এবার কমল বিমানের টিকিটের ভাড়া।
অর্ধেক ছাড় দেওয়া হচ্ছে বিমানের ভাড়ায়
জানা গিয়েছে আগামী ২৬ ফেব্রুয়ারি শেষ হতে চলেছে মহা কুম্ভ মেলা। হাতে বাকি আর মাত্র কয়েকটা দিন বাকি। তাই একদিন পুণ্যার্থীদের সহায়তা করতে গতকাল অর্থাৎ শুক্রবার রাতে মহাকুম্ভের জন্য বিমান সংস্থারগুলির ভাড়া একধাক্কায় ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা করেছেন বিমান পরিবহণ মন্ত্রী কে রামমোহন নাইডু। জানা গিয়েছে আজ অর্থাৎ শনিবার থেকে নতুন ভাড়া কার্যকর হতে চলেছে কে রামমোহন নাইডুর তত্ত্বাবধানে। যদিও বিমান সংস্থাগুলিরও যাতে কোনো সমস্যা না হয় তার জন্য ভাড়া কমানোর আগে এয়ারলাইন কোম্পানিগুলোর সঙ্গে তিনবার বৈঠকও করেন মন্ত্রী।
আরও পড়ুনঃ বাজেট পেশের আগেই সোনা-রুপোর নতুন দাম জারি, রইল আজকের রেট
আসলে কুম্ভমেলা বহু ধরনের হয়। ৪ বছরে যেটা হয় সেটা হল কুম্ভ, ৬ বছরে হয় অর্ধকুম্ভ, ১২ বছরে হয় পূর্ণ কুম্ভ, আর ১৪৪ বছরে হয় মহাকুম্ভ। সম্প্রতি এই ১৪৪ বছরের মহাকুম্ভ অতি বিরল সংযোগ রয়েছে। তাই পুণ্যার্থীদের ভিড় বেশ বাড়ছে। তাই তাঁদের পূণ্যের ক্ষেত্রে যাতে কোনো বাধা না আসে তার জন্য বিমান সংস্থাগুলিকে সরকারের তরফে বার বার মনে করিয়া দেওয়া হয়েছে যে, কুম্ভমেলাকে ঘিরে লক্ষ লক্ষ মানুষের আবেগ জড়িয়ে রয়েছে। তাই সেই আবেগে যেন কোনো রকম ব্যাঘাত না ঘটে। একইসঙ্গে ভাড়া কমানোর কারণে এয়ারলাইন্সগুলো যাতে আর্থিক ক্ষতির সম্মুখীন না হয় সে বিষয়টিও সরকার নিশ্চিত করেছে।