যদি 12 থেকে 15 হাজার টাকার মধ্যে নতুন ফোন কিনতে চান, তাহলে অ্যামাজনে আপনার জন্য দুর্দান্ত অফার রয়েছে। এই অফারটি রিয়েলমির বাজেট 5G ফোন Realme Narzo N65 5G এর উপর পাওয়া যাচ্ছে। এর 8GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 13,498 টাকা। এর সাথে 1500 টাকা কুপন ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। আবার ব্যাঙ্ক অফারে 1 হাজার টাকা পর্যন্ত ছাড় মিলবে।
এর সাথে 404 টাকা পর্যন্ত ক্যাশব্যাকও দেওয়া হচ্ছে। আবার পুরানো ফোন এক্সচেঞ্জ করে Realme Narzo N65 5G কিনলে 12,800 টাকার পর্যন্ত ছাড় পাওয়া যাবে। মনে রাখবেন যে এক্সচেঞ্জ অফারে পাওয়া ডিসকাউন্ট আপনার পুরানো ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর নির্ভর করবে।
ফিচার এবং স্পেসিফিকেশন
রিয়েলমি নারজো এন65 5G ফোনে 1604 x 720 পিক্সেল রেজোলিউশন সহ 6.67 ইঞ্চি এইচডি+ ডিসপ্লে আছে। এই ডিসপ্লে 120Hz পর্যন্ত রিফ্রেশ রেট এবং 625 নিটস পিক ব্রাইটনেস লেভেল সাপোর্ট করবে। এই ফোনে ডাইমেনসিটি 6300 চিপসেট দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য এতে এলইডি ফ্ল্যাশসহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা পাওয়া যাবে।
সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি 15W চার্জিং সাপোর্ট করে। ফোনটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক রিয়েলমি UI 5.0 কাস্টম স্কিনে চলে। সিকিউরিটির জন্য ফোনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
এটি IP54 ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং সহ এসেছে। কানেক্টিভিটির জন্য এতে 5G, ডুয়াল 4G VoLTE, ব্লুটুথ 5.3, GPS, USB টাইপ-C পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাক পাওয়া যাবে।