সস্ত্রীক প্রয়াগরাজে উদিত নারায়ণ! কুম্ভের জলে স্নান করে কি বললেন?
ভারতীয় গানের জগতে যার নাম শোনা মাত্রই এক মিষ্টি সুর কানে ভেসে ওঠে, সেই উদিত নারায়ণ (Udit Narayan) বলিউডে অজস্র হিট গানের জন্য পরিচিত। এই কিংবদন্তি গায়কের ভক্ত সংখ্যাও কিন্তু বিপুল। তবে কিছুদিন আগে তিনি এমন একটি কান্ড ঘটিয়েছেন যার জন্য রীতিমতো অস্বস্তিতে পড়ে গিয়েছিল তার পরিবার।
নয়ের দশকের অন্যতম সফল এবং জনপ্রিয় রোম্যান্টিক প্লেব্যাক গায়ক ছিলেন উদিত নারায়ণ। অসংখ্য সুপারহিট গানের জনক তার কন্ঠ। কিন্তু কিছুদিন আগেই তার একটি কান্ডের ভিডিও ভাইরাল হয়। লাইভ কনসার্টে এক মহিলা অনুরাগীকে চুমু খেয়ে বসেন তিনি। আর যার জেরে শুরু হয় তুমুল বিতর্ক।
চুমু খাওয়ার ভিডিও প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় বয়ে যায়। তবে শুধুমাত্র একটি নয় দু-দুটি চুমু খাওয়ার ভিডিও ভাইরাল হয়। এই ঘটনার সাফাই দিয়ে উদিত নারায়ণ বলেন, ভক্তদের খুশি করতে এমন কাজ করতে হয় তাকে যদি এগুলো নিয়ে বেশি ভাবতে নারাজ তিনি।
আর এবার কুম্ভের জলে নিজের পাপ মোচন করলেন তিনি। আজ শেষ হলো মহাকুম্ভ। বেশ ঘটনা বহুল ছিল এই বছরের কুম্ভ মেলা। সাধারণ মানুষের পাশাপাশি সেলিব্রেটিদের ভিড় লেগেছিল এই বছরের কুম্ভ মেলায়। এখানেই অন্তিম লগ্নে নিজের স্ত্রীকে নিয়ে এসে হাজির উদিত নারায়ণ।
কুম্ভে স্নান করে বেজায় খুশি উদিত। তিনি বলেন, ‘‘আমি অত্যন্ত খুশি যে ঈশ্বর আমাকে এই কুম্ভমেলায় আসার সুযোগ করে দিয়েছেন। ১৪৪ বছর পর এই মহাজাগতিক ঘটনা ঘটেছে। আমি ভারত সরকার এবং উত্তরপ্রদেশ সরকারকে অন্তর থেকে ধন্যবাদ জানাই।’’
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৭ই মার্চ, সোমবার। আজ আপনার দিন কেমন কাটবে? তা জানতে অবশ্যই…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনি কি সরকারি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে চান? তাহলে আপনার জন্য রইল…
শ্বেতা মিত্র, কলকাতা: ভবিষ্যতের চিন্তা কার না থাকে। আপনারও আছে নিশ্চয়ই? অনেকেই আছেন যারা ভবিষ্যতের…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ গ্রীষ্মকালে এক বড় সমস্যা হয়ে দাঁড়ায় বাড়ির ট্যাংকের গরম জল। দুপুরের কড়া…
শ্বেতা মিত্র, কলকাতা: আপনিও কি কলকাতা শহরের বাসিন্দা? মেট্রোতে (Kolkata Metro) করে রোজ যাতায়াত করেন?…
অ্যাপলের নতুন এন্ট্রি-লেভেল স্মার্টফোন, iPhone 16e। এক রিপোর্টে দাবি, এই স্মার্টফোন সাড়া ফেলেছে বাজারে। কোম্পানির…
This website uses cookies.