সামনে এবং পিছন দুটোই ৫০ মেগাপিক্সেল, তুখোড় ক্যামেরা সহ আসছে ভিভো ভি৫০ই
Vivo V50 গত মাসে ভারতীয় বাজারে লঞ্চ হয়েছে। আবার এখন এই সিরিজের দ্বিতীয় মডেল লঞ্চ করার জন্য প্রস্তুতি শুরু করেছে সংস্থা। আপকামিং ফোনটির নাম Vivo V50e। এটি ইতিমধ্যেই ভারতে ভিভোর অফিসিয়াল ওয়েবসাইটে লিস্টেড হয়েছে সেই মাইক্রোসাইট থেকে ডিজাইন ও প্রচুর ফিচার্স প্রকাশ্যে এসেছে। ভিভোর এই হ্যান্ডসেটে IP69 ওয়াটার রেজিট্যান্স ব্যবস্থা থাকবে। সামনে ও পিছনের উভয় ক্যামেরা ৫০ মেগাপিক্সেলের হবে। Vivo V50e-এর ব্যাক ও ফ্রন্ট দুটো ক্যামেরাই 4K ভিডিয়ো রেকর্ড করতে সক্ষম হবে।
মাইক্রোসাইট অনুসারে, ভিভো ভি৫০ই একজোড়া চোখধাঁধানো কালার অপশনে পাওয়া যাবে। এই রঙ দুটির পোশাকি নাম স্যাফায়ার ব্লু এবং পার্ল হোয়াইট। এর মধ্যে প্রথমটিতে বালির মতো টেক্সচার রয়েছে। সামগ্রিক নকশা ভিভো ভি৫০ স্মার্টফোনের অনুরূপ। ভিভো নতুন মডেলটিতে ইন্ডিয়া এক্সক্লুসিভ ওয়েডিং পোট্রেট স্টুডিও মোড রেখেছে। বিয়ের অনুষ্ঠানে এই মোড ব্যবহার করে সুন্দর ছবি তোলা যাবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, ভিভো ভি৫০-এর ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমক্স৮৮২ প্রাইমারি ক্যামেরা, একটি আল্ট্রা ওয়াইড এঙ্গেল লেন্স এবং একটি অরা এলইডি ফ্ল্যাশ রয়েছে। ভি৫০ই ফোনটিও একই ক্যামেরা অফার করতে পারে। এটির ফ্রন্ট ও ব্যাক উভয় ক্যামেরা ৪K ভিডিয়ো রেকর্ড করতে সক্ষম হবে।
ভিভো ভি৫০ই আল্ট্রা-স্লিম বেজেল দ্বারা বেষ্টিত কোয়াড-কার্ভড ডিসপ্লে অফার করবে বলে অনুমান করা হচ্ছে। এতে আইপি৬৮/৬৯ সার্টিফাইড ধুলো এবং জল প্রতিরোধী চ্যাসিস জানা গিয়েছে। ফোনের স্ক্রিন ডায়মন্ড শিল্ড গ্লাস দ্বারা সুরক্ষিত থাকবে। এসজিএস ফাইভ-স্টার সামগ্রিক ড্রপ রেজিস্ট্যান্স সার্টিফিকেশনও পেয়েছে।
এছাড়া ইমেজ এক্সপেন্ডার, নোট অ্যাসিস্ট, ম্যাজিক ইরেজার, ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্ট এবং সার্কেল টু সার্চের মতো এআই বৈশিষ্ট্য রয়েছে। ফোনটি জলের নিচে ফটোগ্রাফি মোড সমর্থন করে বলেও নিশ্চিত করা হয়েছে। এতে ৫,৬০০ এমএএইচ ব্যাটারি দেখা যেতে পারে যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে। সূত্রের দাবি, V50e-এর দাম ২৫,০০০ টাকা থেকে ৩০,০০০ টাকার মধ্যে থাকতে পারে।
সৌভিক মুখার্জী, কলকাতা: সোনার বাজার দিনের পর দিন লাফিয়ে বাড়ছে। নবরাত্রির চতুর্থ দিনে ২৪ ক্যারেট…
iQOO Z10 ভারতে ১০ই এপ্রিল লঞ্চ হচ্ছে। এটি দেশের প্রথম স্মার্টফোন যা বিশাল ৭,৩০০ এমএএইচ…
রামনবমীর আবহে আইনশৃঙ্খলা বজায় রাখতে নবান্ন (Nabanna) থেকে পুলিশ কর্মীদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করা…
শ্বেতা মিত্র, কলকাতাঃ রামনবমীর আবহে পুলিশ কর্মীদের উদ্দেশ্যে নবান্ন (Nabanna) থেকে জারি হল বিশেষ নির্দেশিকা।…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: মোহনবাগানকে ভয় পাওয়া উচিত জামশেদপুরের, সম্প্রতি কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন মন্তব্যই…
অ্যামাজনে আজ থেকে শুরু হল iQOO Quest Days সেল। ৪ এপ্রিল পর্যন্ত চলা এই সেলে…
This website uses cookies.