সিভিকে অজস্র চাকরি, অক্ষয় তৃতীয়ার আগেই বড় ঘোষণা রাজ্য সরকারের
প্রীতি পোদ্দার, কলকাতা: গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশে রাতারাতি চাকরি বাতিল হয়ে গিয়েছে প্রায় ২৬ হাজার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর। যার ফলে রাজ্যের শিক্ষাব্যবস্থা সহ কর্মসংস্থানে ব্যাপক ঝড় উঠেছে। উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। নিজেদের যোগ্যতায় হকের চাকরি ফিরে পাওয়ার দাবিতে দিনের পর দিন এই প্রচণ্ড গরমকে তোয়াক্কা না করে এসএসসি ভবনের সামনে এখনও আন্দোলন করে চলেছেন তাঁরা। অন্যদিকে নিয়োগ প্রক্রিয়া শুরু করার দাবিতে পথে নেমেছে প্রাথমিক চাকরি প্রার্থীরা। আর এই আবহে এবার সিভিকদের (Civic Volunteer) জন্য নিয়োগ সংক্রান্ত এক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গতকাল অর্থাৎ বুধবার মন্ত্রিসভার এক বৈঠকের আয়োজন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি মূলত পূর্ব মেদিনীপুর ও হুগলি জেলার উন্নয়নমূলক উদ্যোগগুলিতে গুরুত্ব দিতে নানা আলোচনা করেছিলেন। আর এই আলোচনার মাঝে সিভিকদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এলেন। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোট ১১৪টি নতুন পদে নিয়োগের ছাড়পত্র দিলেন। জানা গিয়েছে পূর্ব মেদিনীপুরের দিঘাতে নবনির্মিত জগন্নাথধাম মন্দির প্রাঙ্গণের আশেপাশে যানবাহন ও ভিড় নিয়ন্ত্রণের জন্য ১০০ জন সিভিক ভলান্টিয়ার নিয়োগে ছাড়পত্র দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, আগামী ৩০ এপ্রিল দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন উপলক্ষে পর্যটক ও ভক্তদের বিশাল ভিড় প্রত্যাশিত করা হয়েছে, আর সেই কথা মাথায় রেখেই এই নিয়োগের পদক্ষেপ করা হয়েছে। এছাড়াও সিভিকদের বাকি ১১৪ টি নিয়োগপত্রের মধ্যে রয়েছে হুগলির সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টারের কিছু পদ। সেই সেন্টারের অধীনে ১২টি নতুন প্যারামেডিক্যাল পদ রয়েছে। যার ফলে আশা করা যাচ্ছে স্থানীয় এলাকার মানুষ আগের তুলনায় আরও দ্রুত চিকিৎসা পরিষেবা পাবে। এছাড়াও পরিবহণ বিভাগে নতুন করে ২টি আইনি আধিকারিক পদ গঠন করা হয়েছে। যার ফলে পরিবহণ সংক্রান্ত আইনি বিষয়ে দ্রুত ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা যাবে।
আসলে রাজ্য সরকারের এই নিয়োগগুলি মূলত রাজ্যের গুরুত্বপূর্ণ পরিষেবা ক্ষেত্রগুলিতে উন্নয়ন ঘটাতে সহায়তা করতে চলেছে। পর্যটন, চিকিৎসা ও আইন ব্যবস্থার উন্নয়নে এই পদক্ষেপ উল্লেখযোগ্য। এছাড়াও অক্ষয় তৃতীয়ায় দিঘার জগন্নাথধাম উদ্বোধনের কর্মসূচিকে রাজ্যের পাশাপাশি, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরেও ‘মেগা ইভেন্ট’-এর রূপ দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত কিছু যাতে সুসম্পন হয়, তার জন্য প্রশাসনের পদস্থ আমলাদের সঙ্গে দিঘার মন্দির সংক্রান্ত পুরীর মন্দিরের রাজেশ দ্বৈতাপতি একাধিক বার বৈঠকও করেছেন।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
ভিভো মে মাসে তাদের জনপ্রিয় S-সিরিজের নতুন স্মার্টফোনগুলি লঞ্চ করতে প্রস্তুতি নিচ্ছে। এই নতুন সিরিজ…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পহেলগাঁও জঙ্গি হামলায় 26 জন নিরীহ পর্যটকের প্রাণহানির ঘটনায় ভারতকে সমবেদনা জানিয়েছে…
Motorola আজ ২৪ এপ্রিল একটি বিশেষ ইভেন্টের আয়োজন করেছে। এই ইভেন্টে নতুন ফোল্ডেবল স্মার্টফোন Motorola…
প্রীতি পোদ্দার, কলকাতা: কাশ্মীরে পহেলগাঁওতে জঙ্গি হামলার জেরে সৌদি আরবের সফরে কাটছাঁট করে গতকাল অর্থাৎ…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Pahalgam Terrorist Attack) ঘটনায় দেশজুড়ে বয়ে যাচ্ছে নিন্দার…
আগে ব্যাংকে টাকা রাখলেই এক প্রকার নিশ্চিন্তে থাকা যেত। কিন্তু সময় বদলেছে, প্রযুক্তি বদলেছে। এখন…
This website uses cookies.