সিম কার্ডের নিয়মে বড় বদল, বায়োমেট্রিক ছাড়া আর মিলবে না কোন সিম কার্ড
আপনি কি নতুন সিম কার্ড তোলার পরিকল্পনা করছেন? তাহলে জেনে নিন সরকারের নতুন নিয়ম। এখন থেকে আধার বায়োমেট্রিক ছাড়া কোন রকম সিম কার্ড তোলা যাবে না। প্রধানমন্ত্রী দপ্তরের নির্দেশ অনুযায়ী সাইবার অপরাধ এবং ভুয়া সিম কার্ডের জালিয়াতি রোধ করতেই এই পদক্ষেপ গ্রহণ করেছে টেলিকম অপারেটরগুলি।
আগে সিম কার্ড নিতে ভোটার আইডি কার্ড, পাসপোর্ট বা অন্য যেকোনো সরকারি পরিচয়পত্র দিলেই হত। তবে এখন যেকোনো সরকারি কাগজপত্র দিলেই হবে না, গ্রাহকের বায়োমেট্রিক যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ, বায়োমেট্রিক না মিললে আর সিম কার্ড পাওয়া যাবে না।
সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে ভুয়া ডকুমেন্ট ব্যবহার করে প্রচুর সিম কার্ড চালু করা হচ্ছে, যা বিভিন্ন ধরনের অনলাইন প্রতারণা, আর্থিক জালিয়াতি বা সাইবার অপরাধের ঘটনাকে সামনে তুলে আনছে। এমনকি এক ডিভাইসে একাধিক সিম কার্ড সক্রিয় থাকার ঘটনাও সামনে আসছিল, যার মাধ্যমে প্রতারণা চলছিল। এই কারণে সরকার এই নতুন নিয়ম চালু করেছে।
সরকার সমস্ত টেলিকম অপারেটরদের যে নতুন নিয়ম চালু করতে বলেছে সেই নিয়মগুলির মধ্যে রয়েছে-
সরকার জানিয়েছে, AI প্রযুক্তির মাধ্যমে ভুয়া সিম কার্ড ব্যবহারকারীদের সহজে চিহ্নিত করা হবে এবং তাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
যে সমস্ত বিক্রেতারা বায়োমেট্রিক ছাড়াই সিম বিক্রি করবেন তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। তাদের উপর বড় অঙ্কের জরিমানা হতে পারে এবং সিম বিক্রির অনুমতি সম্পূর্ণরূপে বাতিল করে দেওয়া হতে পারে।
এই নতুন নিয়মের ফলে যে সুবিধাগুলি পাওয়া যাবে সেগুলি হল-
সরকারের এই সিদ্ধান্ত মোবাইল সিম কার্ড জালিয়াতির সংখ্যা কমাতে এবং দেশের সাইবার সুরক্ষা কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে। আধার বায়োমেট্রিক যাচাই বাধ্যতামূলক করার ফলে প্রতারণার হার অনেকটাই কমবে এবং সাধারণ মানুষের তথ্য সুরক্ষিত থাকবে আশা করা যায়।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: টেস্ট ক্রিকেটের ব্যর্থতা ঢেকে দিয়েছে ওয়ানডে ফরম্যাট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে চুনকাম…
নতুন নোট আসছে বাজারে। পুরনো নোটের দিন শেষ! নতুন ৫০, ১০০, ২০০ টাকার নোট আসতে…
শ্বেতা মিত্র, কলকাতা: মার্চ মাসেই কার্যত কাঠফাটা গরম পড়তে শুরু করেছে। সামনে আবার এপ্রিল, মে…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ গোটা বিশ্ব যখন টেকসই এবং নির্ভরযোগ্য শক্তির সন্ধানে ব্যস্ত, তখনই বাজারে এল…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ ভারতের অন্যতম প্রধান বেসরকারি ব্যাংক ইন্ডাসিন্ড ব্যাংকের (IndusInd Bank) হিসাবের খাতা থেকে…
বর্তমান সময়ে আধার কার্ড শুধুমাত্র পরিচয়পত্রের জন্য নয়, বরং এটি সরকারি ও বেসরকারি বিভিন্ন পরিষেবা…
This website uses cookies.