সুপার ফাস্ট প্রসেসর সহ ১১ তম প্রজন্মের iPad ও iPad Air 2025 লঞ্চ করল অ্যাপল | Apple iPad 11th Gen iPad AIr (2025) Launched in India
জোড়া আইপ্যাড লঞ্চ করল Apple। প্রকাশ্যে এল ১১ তম প্রজন্মের iPad ও iPad Air। ২০২৫ আইপ্যাড এয়ার আপডেটেড ভার্সনে শক্তিশালী ও অত্যাধুনিক M3 চিপ ব্যবহার করা হয়েছে। অন্যদিকে, ১১ তম প্রজন্মের আইপ্যাডে রয়েছে A16 বায়োনিক প্রসেসর। ১২৮ জিবি স্টোরেজ পাওয়া যাবে এগুলিতে, যা ক্রেতাদের আরও বেশি ফাইল সেভ করতে সাহায্য করবে। ভারতে নতুন আইপ্যাডের দাম শুরু ৩৪,৯০০ টাকা থেকে।
আইপ্যাড এয়ার (২০২৫) ডিভাইসে সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল, এতে অ্যাপলের M3 চিপ দেওয়া হয়েছে, যা আগের মডেলে পাওয়া M1 চিপের তুলনায় প্রায় দ্বিগুণ দ্রুত পারফরম্যান্স দেবে বলে দাবি করা হয়েছে। মিলবে iPadOS ১৮, যার অধীনে বিভিন্ন অ্যাপল ইন্টেলিজেন্স বৈশিষ্ট্য পাওয়া যাবে। পাশাপাশি হার্ডওয়্যার-অ্যাক্সিলারেটেড রে ট্রেসিং, মেশ শেডিং এবং ডায়নামিক ক্যাশিংয়ের সুবিধাও রয়েছে।
এতে পাওয়া যাবে লিকুইড রেটিনা এলসিডি ডিসপ্লে, ১১ ইঞ্চি (২,৩৬০x১,৬৪০ পিক্সেল) এবং ১৩ ইঞ্চি (২,৭৩২x২,০৪৮ পিক্সেল) বিকল্প। f/১.৮ অ্যাপারচার সহ ১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, এবং সামনের দিকে ১২ মেগাপিক্সেল সেন্টার স্টেজ ক্যামেরা। আইপ্যাড এয়ার ২০২৫ মডেলে ৫জি, ব্লুটুথ ৫.৩, টাচ আইডি, USB টাইপ সি পোর্ট এবং ৩৬.৫৯ ওয়াট আওয়ার ক্যাপাসিটি পর্যন্ত ব্যাটারি দেওয়া হয়েছে।
নতুন ১১ তম প্রজন্মের আইপ্যাডে মিলবে A16 বায়োনিক চিপ, যা পূর্ববর্তী এন্ট্রি-লেভেল আইপ্যাডের তুলনায় ৩০ শতাংশ বেশি উন্নত। এতেও iPadOS ১৮ রয়েছে, তবে অ্যাপল ইন্টেলিজেন্স বৈশিষ্ট্যগুলি পাওয়া যাবে না এতে। ফটোগ্রাফির জন্য ১২ মেগাপিক্সেল (f/১.৮) রিয়ার ক্যামেরা এবং ১২-মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং সেন্টার স্টেজ ক্যামেরা পাওয়া যাবে। ১২৮ জিবি স্টোরেজ সহ আছে ৫জি নেটওয়ার্ক এবং ২৮.৯৩ ওয়াট আওয়ার ব্যাটারি।
ওয়াই-ফাই সংযোগ সহ ১১ তম প্রজন্মের আইপ্যাড (২০২৫) এর দাম শুরু ৩৪,৯০০ টাকা থেকে। আর ওয়াই-ফাই + সেলুলার ভ্যারিয়েন্টের দাম ৪৯,৯০০ টাকা। এই মডেলটি নীল, গোলাপী, রুপো এবং হলুদ রঙের বিকল্পে পাওয়া যাবে।
অন্যদিকে, আইপ্যাড এয়ার এর ১১ ইঞ্চি ওয়াই-ফাই মডেলের দাম শুরু ৫৯,৯০০ টাকা থেকে, ওয়াইফাই + সেলুলার ভ্যারিয়েন্টের দাম শুরু ৭৪,৯০০ টাকা থেকে। ১৩ ইঞ্চি মডেলটির দাম যথাক্রমে – ৭৯,৯০০ টাকা এবং ৯৪,৯০০ টাকা। প্রি-অর্ডার ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। বিক্রি শুরু হবে ১২ মার্চ থেকে।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৬ই মার্চ, রবিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী কেমন কাটবে আজ…
প্রীতি পোদ্দার, কলকাতা: প্রতিটা মন্দিরেই বিগ্রহের পাশাপাশি মন্দিরে মন্দিরে প্রণামী বাক্স থাকে। কিন্তু দর্শনার্থী, ভক্তেরা…
আপনি যদি জিও ব্যবহারকারী হন এবং একটি সাশ্রয়ী মূল্যের পরিকল্পনার সন্ধানে থাকেন, তাহলে একটি দুর্দান্ত…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনি কি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে যোগ দিতে চান? তাহলে আপনার জন্য…
ভারতে এবার উচ্চগতির ইন্টারনেট পরিষেবার যুগ শুরু হতে চলেছে। এলন মাস্কের স্পেসএক্স সংস্থার স্যাটেলাইট ভিত্তিক…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ চাকরিজীবীদের জন্য কর্মচারী ভবিষ্যনিধি (EPF) আর্থিক সুরক্ষার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি…
This website uses cookies.