সুপ্রিম কোর্টে আজ আরজি কর মামলা শুনবেন বিচারপতি জয়মাল্য বাগচী

প্রীতি পোদ্দার, কলকাতা: গত ১০ মার্চ কলকাতা হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগের ছাড়পত্র দিয়েছিল কেন্দ্রীয় সরকার। এবং তার আগে শীর্ষ আদালতের কলেজিয়াম তাঁকে বিচারপতি হিসাবে মনোনীত করেছিল। কিন্তু ছুটির জন্য সুপ্রিম কোর্ট বন্ধ থাকায় বিচারপতি বাগচীর শপথগ্রহণ হয়ে ওঠেনি। তাই আজ অর্থাৎ সোমবার সকাল সাড়ে ১০টায় তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান রয়েছে। ওই দিনই সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে কাজে যোগ দেবেন বিচারপতি বাগচী (Justice Joymalya Bagchi)। আর শপথ গ্রহণ করেই আরজি কর মামলা শুনবেন বিচারপতি বাগচী।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

শপথ গ্রহণের পরেই আরজি কর মামলার মুখোমুখি

জানা গিয়েছে, আজ অর্থাৎ সোমবার বেলা সাড়ে ১১টা নাগাদ আরজি কর মামলার শুনানি শুরু হওয়ার কথা রয়েছে। ফলে সবকিছু ঠিকঠাক থাকলে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমারের সঙ্গে এই মামলা শুনবেন বিচারপতি বাগচী। গত ২৯ জানুয়ারির পর প্রায় দেড় মাস বাদে আজ হতে চলেছে আরজি কর প্রসঙ্গে সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত মামলার শুনানি। গত বছরের ১০ ডিসেম্বর ছিল আরজি কর মামলার শুনানি। নতুন প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব নেওয়ার পর সঞ্জীব কুমারের বেঞ্চে সেদিনই পরবর্তী শুনানি ১০ মার্চের কথা জানিয়েছিলেন প্রধান বিচারপতি।

READ MORE:  বাড়িতে রুপোর গ্লাস থাকলে আজই শুরু করুন জল খাওয়া, মিলবে আর্থিক উন্নতি সহ ৬ উপকারিতা

আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলা লড়েছিলেন

যদিও আরজি কর মামলা রিলেটেড একাধিক মামলা সম্পর্কে বিচারপতি জয়মাল্য বাগচী অত্যন্ত ওয়াকিবহাল। কারণ, এর আগে কলকাতা হাইকোর্টে থাকাকালীন তিনিই আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলাটি শুনছিলেন। যদিও, আরজি কর ধর্ষণ ও খুনের মামলা চলছিল শিয়ালদা আদালতে। সেই মামলায় সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হয় এবং বিচারক তাকে যাবজ্জীবন কারাবাসের সাজা দেন। কিন্তু ফাঁসির দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা রুজু করে CBI। সেই মামলাও উঠেছিল বিচারপতি বাগচীরই এজলাসে। কিন্তু, সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে মনোনীত করে দেওয়ার ফলে তিনি সেই মামলাটি শোনার সুযোগ পাননি।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

দিল্লিতে বিচারের আশায় নির্যাতিতার বাবা মা

এদিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নির্দেশে আরজি কর মামলা প্রসঙ্গে নতুন করে আবেদন করে নির্যাতিতার পরিবার। ৭ ফেব্রুয়ারি প্রধান বিচারপতির কাছে মৌখিক উল্লেখ করে দ্রুত শুনানির আর্জি করেন আইনজীবী করুণা নন্দী। কিন্তু এখনও পর্যন্ত তাতে মান্যতা দেয়নি আদালত। তার উপর সুপ্রিম কোর্টে মামলার শুনানির জন্য গতকাল দিল্লি পৌঁছিয়েছেন নির্যাতিতার মা ও বাবা। এমনকি আদালতকক্ষে উপস্থিত থাকতে চেয়ে ই-পাসের আবেদনও করেছেন তাঁরা। এখনও পর্যন্ত তা তাঁরা পাননি। যদি শেষ পর্যন্ত পাস পেয়ে যান, তাহলে আজই প্রথম সুপ্রিম কোর্টের শুনানিতে উপস্থিত থাকবেন তাঁরা।

READ MORE:  Maruti Swift Hybrid: ২৬ কিমি মাইলেজ, ADAS সিস্টেমের সাথে নয়া মডেল আনছে Maruti | Maruti Suzuki Swift Hybrid Engine and Features
Scroll to Top