লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

সুপ্রিম কোর্টে ফের পিছল বাংলার DA মামলা, পরবর্তী শুনানি নিয়েও খারাপ খবর

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের সরকারি কর্মীদের বহু প্রতীক্ষিত ডিএ (DA Case) মামলার আজ গুরুত্বপূর্ণ শুনানি ছিল। সুপ্রিম কোর্টে এই মামলাটি 51 নম্বর তালিকাভুক্ত ছিল বলেই খবর। গোটা রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর নজর ছিল এই মামলার দিকে। তবে আবারও সেই আশা ভঙ্গ। আজও শুনানি হলো না। এমনকি পরিবর্তিত তারিখ নিয়ে কিছু জানানোও হয়নি।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

বারবার পিছোচ্ছে শুনানি!

সেই 2022 সালের 3 নভেম্বর থেকে DA মামলা চলছে। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে কার্যত কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল। আর তারপর প্রায় 10-12 বারের বেশি এই মামলার শুনানি পিছিয়ে গিয়েছে। আজও তার ব্যতিক্রম ঘটল না। দিনের শুরুতেই কর্মচারীদের মধ্যে ছিল উত্তেজনা। তারা ভেবেছিল, অবশেষে হয়তো স্বস্তির রায় আসবে। কিন্তু কোর্টের তালিকায় নাম থাকলেও ব্যস্ত কর্মসূচীর কারণে মামলার শুনানি আজও পিছিয়ে গেল।

READ MORE:  শিয়ালদায় আসছে দুটি নতুন AC লোকাল! গতি থাকবে ১০০-এর উপরে—কোন কোন রুটে চলবে?

এক নজরে মামলার ইতিহাস

দিনটা 2022 সালের 20 মে। তখন কলকাতা হাইকোর্ট রায় দেয়, রাজ্য সরকারকে কেন্দ্রীয় হারে ৩১ শতাংশ ডিএ দিতে হবে। আর সেই রায়কে কার্যত চ্যালেন্স ছুঁড়ে দেয় রাজ্য সরকার। এরপর সুপ্রিম কোর্টের প্রথম শুনানি হয় 2022 সালের 28 নভেম্বর। রাজ্যের হয়ে সেখানে সওয়াল করেন সিনিয়র অ্যাডভোকেট অভিষেক মনু সিংভি। তারপর 2024 সালের 1 ডিসেম্বর ছিল শেষ শুনানি। তবে তখন বিচারপতির বেঞ্চ আরও বিশদ শুনানির প্রয়োজন বলে দাবি করেন। ফলে আরও পিছোতে থাকে শুনানির দিন।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

বর্তমানে কতটা ডিএ পাচ্ছেন সরকারি কর্মীরা?

সূত্র বলছে, বর্তমানে রাজ্যের সরকারি কর্মীরা 18 শতাংশ হারে ডিএ পাচ্ছেন, যা কেন্দ্রীয় সরকারি কর্মীদের 53 শতাংশের তুলনায় অনেকটাই কম। যদিও 2024-25 অর্থবর্ষের বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় 4 শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন। কিন্তু তা সত্ত্বেও এখনও কেন্দ্রীয় হারের তুলনায় অনেকটাই পিছিয়ে। 

READ MORE:  বাঘে-মানুষে মরণ বাঁচন লড়াই! বন কর্মীকে আক্রমণ রয়েল বেঙ্গল টাইগারের, আতঙ্কে কাঁটা মৈপীঠ

অন্যদিকে কেন্দ্র সরকার মার্চ মাসের শেষে আরো 2 শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে। ফলে ব্যবধান দিনের পর দিন আরও বাড়ছে। এদিকে আজ সুপ্রিম কোর্টের ডিএ মামলার কোন অগ্রগতি না হওয়ার ফলে কর্মচারী মহলে বাড়ছে উদ্বেগ। এখন আগামী দিন কবে এই মামলার শুনানি হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.