সেরা সুযোগ আইফোন কেনার, এক ধাক্কায় ১৮ হাজার টাকা সস্তা iPhone 15
সুমন পাত্র, কলকাতা: ২০২৩ সালে লঞ্চ হয়েছিল iPhone 15 সিরিজ। অ্যাপলের অন্যতম প্রিমিয়াম ক্যাটাগরির স্মার্টফোন এবার আরও সস্তায় পাওয়া যাচ্ছে ই-কমার্স সাইট অ্যামাজনে। এক ধাক্কায় ১৮ হাজার টাকা সস্তা হয়েছে এই স্মার্টফোন। যারা আইফোন কেনার পরিকল্পনা করছেন কিন্তু দামের জন্য থমকে যাচ্ছেন তারা এই অফার বিবেচনা করতে পারেন। আসুন iPhone 15 কত দামে কেনা যাবে দেখে নেওয়া যাক।
অ্যামাজনে ২৩% দাম কমেছে আইফোন ১৫ এর। এটির ১২৮ জিবি নীল ভ্যারিয়েন্টের দাম ৬১,৯৯৯ টাকা। বর্তমান এই ফোনের দাম এবং এ বছর লঞ্চ হওয়া নতুন আইফোন ১৬ই এর দামের মধ্যে মাত্র কয়েক হাজার টাকার তফাৎ রয়েছে। এই অফারটি আরও আকর্ষণীয় করে তুলেছে এক্সচেঞ্জ ডিসকাউন্ট। পুরনো ফোন বদলে এই ডিভাইস কিনলে সর্বোচ্চ ৪৩,১০০ টাকা ছাড় পাওয়া যাবে।
যদিও এই সর্বোচ্চ ছাড় পাওয়ার সম্ভাবনা কম। তবে আপনার পুরনো ফোনের অবস্থা যদি ভালো হয় তাহলে একটা মোটা টাকা ছাড় পাওয়ার সুযোগ রয়েছে। পাশাপাশি Amazon Pay ICICI Bank ক্রেডিট কার্ড দিয়ে কিনলে ১৮৫৭ টাকা অতিরিক্ত ক্যাশব্যাক পাওয়া যাবে।
আইফোন ১৫ স্মার্টফোনে রয়েছে ৬.১ ইঞ্চি ডিসপ্লে। এই একই ডিসপ্লে রয়েছে আইফোন ১৬ স্মার্টফোনেও। পিক ব্রাইটনেস ২১০০ নিটস। রয়েছে এ১৬ বায়োনিক প্রসেসর, যা একাধিক শক্তিশালী সফ্টওয়্যার সামলাতে পারদর্শী। রয়েছে ৪৮ মেগাপিক্সেল মূল ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা। একাধিক হাই-এন্ড ফিচার্স থাকার কারণে স্মার্টফোনের তালিকায় সেরা বিকল্প হিসেবে বেছে নিতে পারেন আইফোন ১৫।
পকেটের উপর বেশি চাপ না দিয়েও কিনে ফেলতে পারেন ফিচারে ঠাসা আকর্ষণীয় ডিজাইনের স্মার্টওয়াচ। একাধিক…
২০২৪ সালের মাঝামাঝি সময়ে Reliance Jio, Airtel এবং Vodafone-Idea (VI)-র রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর ফলে…
প্রীতি পোদ্দার, করাচি: বহু সমাজমাধ্যম ব্যবহারকারীদের ফিডে এক বা একাধিক রসালো অথবা হাস্যকর পোস্ট আসে,…
রাজ্যের কৃষকদের জন্য দারুণ সংবাদ। সম্প্রতি বাংলা শস্য বীমা প্রকল্পের (Bengal Crop Insurance) আওতায় ফসলের…
মোবাইলে গেম খেলতে কে না পছন্দ করে। তবে সব ফোন সমান ভাবে গেমিং হ্যান্ডেল করতে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের হাটে হাড়ি ভাঙলো পাকিস্তানের (Pakistan)! চোরাকার্য করতে গিয়ে আবারও ভারতের হাতে…
This website uses cookies.