লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

সেলে মাত্র ৬১৯৯ টাকায় দুর্দান্ত Smartphone, ৬ জিবি র‌্যাম সহ রয়েছে ডুয়েল ক্যামেরা

Updated on:

আপনি যদি নতুন বাজেট স্মার্টফোন কিনতে চান তাহলে আপনার জন্য সুখবর। আসলে সম্প্রতি লঞ্চ হওয়া কম বাজেটের স্মার্টফোন Infinix Smart 9 HD আজ ৪ ফেব্রুয়ারি থেকে ভারতে কেনা যাবে। সেলে এর দাম রাখা হয়েছে ৬,১৯৯ টাকা। ফিচারের কথা বললে, এই ডিভাইসে আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করায় Infinix Smart 9 HD ফোনে মোট ৬ জিবি পর্যন্ত র‌্যাম পাওয়া যাবে। এটি ডুয়েল স্টেরিও স্পিকারের সাথে আসে এসেছে।

READ MORE:  iQOO Z10 Feature: আধ ঘন্টায় 7,300mAh ব্যাটারি ফুল চার্জ! অবাক করা ফিচার iQOO Z10 স্মার্টফোনে | iQOO Z10 Antutu Score

Infinix Smart 9 HD এর দাম

ভারতে ইনফিনিক্স স্মার্ট ৯ এইচডি এর দাম ৬,৬৯৯। তবে সংস্থার তরফে জানানো হয়েছে, স্পেশাল ডে ওয়ান অফারে আজ সেলে এটি কেনা যাবে ৬,১৯৯ টাকায়। ফোনটি আজ ৪ ফেব্রুয়ারি ফ্লিপকার্টে চারটি কালারে কেনা যাবে – মিন্ট গ্রিন, কোরাল গোল্ড, নিও টাইটানিয়াম এবং মেটালিক ব্ল্যাক।

আরও পড়ুনঃ ২১ হাজার টাকার ফায়দা, শুরু হচ্ছে Samsung Galaxy S25 সিরিজের ডেলিভারি

Infinix Smart 9 HD এর স্পেসিফিকেশন ও ফিচার

ইনফিনিক্স স্মার্ট ৯ এইচডি ফোনে আছে ৬.৭ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে আছে, যাতে ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৫০০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল। সাউন্ডের জন্য ডিভাইসে ডিটিএস অডিও প্রসেসিং এবং সাউন্ড বুস্ট প্রযুক্তি সহ ডুয়াল স্পিকার উপস্থিত।

READ MORE:  দুর্ধর্ষ ফিচার সহ ভারতে আসছে Motorola Edge 60 Pro, পেয়ে গেল BIS থেকে অনুমোদন

এতে রয়েছে অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৫০ প্রসেসর, যার ক্লক স্পিড ২.২ গিগাহার্টজ। চিপসেটটি ৬ জিবি RAM (৩ জিবি ফিজিক্যাল + ৩ জিবি ভার্চুয়াল) এবং ৬৪ জিবি অনবোর্ড স্টোরেজের সাথে এসেছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ গো এডিশনে চলে।

ফটোগ্রাফির জন্য ইনফিনিক্স স্মার্ট ৯ এইচডি স্মার্টফোনে কোয়াড এলইডি এবং জুম ফ্ল্যাশসহ ১৩ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট বর্তমান। সেলফি ও ভিডিও কলের জন্য ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। ফোনটি ৫০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ১৪.৫ ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক এবং ৮.৬ ঘন্টা গেমিং টাইম অফার করে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  Realme V70 Launched: পড়লেও ভাঙবে না, সস্তায় লোহার মতো শক্ত বডির সঙ্গে লঞ্চ হল Realme V70 এবং V70s | Realme V70s Launched

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.